Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Youtube-এ কী ভিডিয়ো দেখছেন, তা গোপন রাখতে কাজে লাগান এই টিপস

Youtube Tips: যদি আপনার ফোনটি অন্য কেউ নেয়, তাহলে সে বুঝতে পারবে না আপনি কী সার্চ করেছিলেন। তার জন্য আপনাকে ইউটিউবের Privacy Settings পরিবর্তন করতে হবে। তাহলেই কেউ জানতে পারবেন না, আপনি কী সার্চ করেছিলেন।

Youtube-এ কী ভিডিয়ো দেখছেন, তা গোপন রাখতে কাজে লাগান এই টিপস
Follow Us:
| Edited By: | Updated on: Jun 05, 2023 | 9:45 AM

বর্তমানে অনেকেই Google ছাড়া এক মুহূর্তও ভাবতে পারে না। শুধু তথ্য জানার জন্য নয়, ভিডিয়ো দেখার জন্যও ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যবহার করেন। প্রযুক্তি কোম্পানি গুগল তার ব্যবহারকারীদের জন্য সার্চ ইঞ্জিনের চেয়ে বেশি কাজ করে। ইউটিউব , জিমেইল, ড্রাইভ এবং ম্যাপের মতো Google-এর জনপ্রিয় প্ল্যাটফর্মের ব্যবহার লক্ষ লক্ষ ব্যবহারকারীর কাজকে আরও সহজ করে তোলে। কিন্তু আপনি কী সার্চ করেছেন, তা অন্য কেউ কেন জানতে পারবে। অনেকেই জানেন না, আপনি যা কিছু জানার জন্য বা দেখার জন্য সার্চ করেন, তা আপনি মুছেও ফেলতে পারেন। অর্থাৎ যদি আপনার ফোনটি অন্য কেউ নেয়, তাহলে সে বুঝতে পারবে না আপনি কী সার্চ করেছিলেন। তার জন্য আপনাকে ইউটিউবের Privacy Settings পরিবর্তন করতে হবে। তাহলেই কেউ জানতে পারবেন না, আপনি কী সার্চ করেছিলেন।

ইউটিউবের সার্চ হিস্ট্রি মুছে ফেলার জন্য কী করতে হবে?

সার্চ হিস্ট্রি মুছে ফেলতে, অ্যাপের সার্চ আইকনে ক্লিক করুন। সেটিকে দীর্ঘক্ষণ প্রেস করে একের পর এক তথ্য মুছে ফেলতে পারেন।

একইভাবে, ভিউ হিস্ট্রি মুখে ফেলতে আপনাকে YouTube সেটিংসে যেতে হবে। তারপর Manage All History অপশনে ক্লিক করতে হবে। এবার Google account-এ ক্লিক করুন। যখনই আপনি এতে ক্লিক করবেন, তখন যে কোনও একটি অ্যাকাউন্টকে বেছে নিতে বলবে। তারপর অটো ডিলিট-এ ট্যাপ করতে হবে। যদি আপনি অটো ডিলিট-এ ক্লিক করেন, তাহলে নিজে থেকেই তা হিস্ট্রি থেকে মুছে যাবে। কিন্তু Delete অপশনে ক্লিক করে Delete All Time-এ ক্লিক করতে পারেন।

আপনি যদি চান, তাহলে আপনার ইউটিউব অ্যাকাউন্ট থেকে লাইক করা ভিডিয়োগুলিও প্রাইভেট বা গোপন রাখতে পারেন। এতে আপনি কোন কোন ভিডিয়ো লাইক করেছিলেন, তা কেউ জানতে পারবে না। তার জন্য আপনাকে কয়েকটি সেটিংস পরিবর্তন করতে হবে।

লাইক করা ভিডিয়ো কীভাবে গোপন করবেন?

  • লাইক করা ভিডিয়ো এবং প্লেলিস্ট লুকানোর জন্য প্রথমে আপনাকে অ্যাপ Settings-এ যেতে হবে।
  • সেটিংসে গিয়ে Privacy-তে ট্যাপ করুন।
  • এরপরে Playlists and Subscription toggle অন করে দিন।
  • আপনি Keep all my subscriptions private toggle-টিও চালু রাখতে পারেন।