YouTube-এর ‘বাগ’ সমস্যায় পর্ন ভিডিয়ো আপলোড, আপনার অ্যাকাউন্ট থেকে হচ্ছে না তো?

YouTube Bug Issue: স্ব-ঘোষিত 'ইউটিউব হ্যাকার'দের দল প্ল্যাটফর্মে অ্যাডাল্ট কনটেন্টে ভরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে ইউটিউবে এমনই কিছু ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়, যা প্ল্যাটফর্মের কনটেন্ট পলিসি লঙ্ঘন করে। এমনকি, হ্য়াকাররা পর্নহাবের মতো সাইটগুলিকে থেকে সরাসরি ইউটিউবে ভিডিয়ো স্থানান্তর করতে থাকে।

YouTube-এর 'বাগ' সমস্যায় পর্ন ভিডিয়ো আপলোড, আপনার অ্যাকাউন্ট থেকে হচ্ছে না তো?
সাবধান! প্রতি মুহূর্তে আপনার ইউটিউব চেক করুন!!
Follow Us:
| Edited By: | Updated on: Oct 05, 2023 | 2:05 PM

YouTube-এ কেলেঙ্কারির শেষ নেই! একটি ভয়ঙ্কর বাগ ধরা পড়েছে। সেই বাগের কারণে পর্ন ভিডিয়ো থেকে শুরু করে নানাবিধ আপত্তিজনক অ্যাডাল্ট কনটেন্ট পর্যন্ত নির্দ্বিধায় আপলোড করা যাচ্ছে। আরও উদ্বেগের বিষয়টি হল, ইউটিউব এখনও পর্যন্ত এই সমস্যার সমাধান করতে পারেনি। অর্থাৎ ‘নোংরা’ উপাদানটিকে সরাতে রীতিমতো স্ট্রাগল করতে হচ্ছে YouTubeকে।

ক্ষতিকারক বাগ কখন ধরা পড়ল

এই সমস্যাটি নিয়ে তখন জোরদার আলোচনা শুরু হয়ে যায়, যখন স্ব-ঘোষিত ‘ইউটিউব হ্যাকার’দের দল প্ল্যাটফর্মে অ্যাডাল্ট কনটেন্টে ভরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে ইউটিউবে এমনই কিছু ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়, যা প্ল্যাটফর্মের কনটেন্ট পলিসি লঙ্ঘন করে। এমনকি, হ্য়াকাররা পর্নহাবের মতো সাইটগুলিকে থেকে সরাসরি ইউটিউবে ভিডিয়ো স্থানান্তর করতে থাকে। জনপ্রিয় হেনটাই থেকে শুরু করে ‘সুইটি ফক্স’ পর্যন্ত নামজাদা পর্নস্টারদের ভিডিয়োও সুকৌশলে ছড়িয়ে দেওয়া হয় ইউটিউবে।

কীভাবে এই কাজ করল হ্যাকাররা

কীভাবে হ্যাকাররা ইউটিউবের কনটেন্ট মডারেশন অ্যালগরিদমগুলিকে বাইপাস করেছে, তা বোঝার জন্য 404 মিডিয়ার রিপোর্টার ইমানুয়েল মাইবার্গ ময়দানে নামেন। ‘ইউটিউব পর্ন হান্টার’ নামক একটি ডিসকর্ড গ্রুপে যোগ দেন তিনি। এই গ্রুপের ব্যবহারকারীরা NSFW (নট সেফ ফর ওয়ার্ক) কনটেন্ট তথা কাজের জন্য নিরাপদ নয় এমন বিষয়বস্ত শনাক্ত এবং তা শেয়ার করার জন্য কাজ করে।

অ্যাডাল্ট কনটেন্টের বিরুদ্ধে ইউটিউবের নিজস্ব একটি পলিসি রয়েছে। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে প্ল্যাটফর্মটি নগ্নতা সংক্রান্ত ভিডিয়ো শেয়ারিংয়েরও অনুমতি দেয়। সেই তালিকায় রয়েছে শিক্ষামূলক, ডকুমেন্টারি, বৈজ্ঞানিক বা আর্টিস্টিক কনটেন্টের মতো একাধিক বিষয়। তবে তার সঙ্গে আদ্যপান্ত পর্নোগ্রাফির কোনও যোগ নেই, যা ইউটিউব কোনও ভাবেই সাপোর্ট করে না।

মাইবার্গ নামের ওই রিপোর্টার আবিষ্কার করেন যে, এই হ্যাকারদের মধ্যে কিছু সংখ্যক ইউটিউবের ভিডিয়ো ট্যাগিং সিস্টেমে একটি বাগের সুবিধা নিচ্ছিল। তারা ওই প্ল্যাটফর্মে লাখ-লাখ স্পেশ্যাল ক্যারেক্টার, বিশেষ করে নিউ-লাইন ক্যারেক্টার, চ্যানেল বা ভিডিয়ো টাইটেল তৈরি করে সেখান থেকেই এই অ্যাডাল্ট ভিডিয়োগুলি আপলোড করছিল। তার ফলেএই ধরনের ইউটিউব ভিডিয়োগুলি ট্র্যাক করা এবং সেগুলি সরানো আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

Google কীভাবে জানতে পারল

সোশ্য়াল মিডিয়ায় ইউটিউবের এই পর্ন ভিডিয়োগুলি নিয়ে ব্যবহারকারীরা অভিযোগ করছিলেন। তারপরেও এই সমস্যা Google-এর কাছে কিছুটা অস্পষ্ট ছিল এবং তার সমাধানসূত্রও খুঁজে বের করা কষ্টসাধ্য হয়ে উঠেছিস। মাইবার্গ তখন গুগলের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। সংস্থার একজন মুখপাত্র কোনও পদক্ষেপ নেওয়ার আগেই একটি ভিডিয়ো লিঙ্ক চেয়েছিলেন মাইবার্গের কাছে। লিঙ্ক পাওয়া মাত্রই প্ল্যাটফর্মে অসংখ্য ভিডিয়ো সরিয়ে দেয় YouTube।

বিষয়টি নিয়ে Google অফিসিয়ালি বিবৃতি জারি করেছে। সচেতনতার ইঙ্গিত দিয়ে সেখানে তারা বলছে, “আমরা সচেতন যে, একটি চ্যানেল বন্ধ করার পরে ইউটিউবে অল্প কিছু সংখ্যক ভিডিয়ো থাকতে পারে। প্ল্যাটফর্ম থেকে সেই ভিডিয়োগুলি সরাতে এবং এই বাগ সমস্যার সমাধান করতে আমরা কাজ করছি।”

সুরক্ষিত থাকতে কী করবেন

একথা অস্বীকার করার কোনও উপায় নেই যে, ইউটিউবের কনটেন্ট মডারেশন ব্যবস্থাপনায় দুর্বলতা থাকার ফলেই এই বাগ ঢুকে পড়ে। অ্যাডাল্ট ভিডিয়োগুলি সরিয়ে নেওয়া হয়েছে ঠিকই। তবে তার জন্য ব্যবহারকারীরা যে এখনও নিরাপদে থাকতে পারেন, এমনটা ভাবার কোনও কারণ নেই। এমনও হতে পারে যে, হ্যাকাররা বাইপাস করে আপনার ইউটিউব অ্যাকাউন্ট থেকে পর্ন ভিডিয়ো আপলোড করে দিল। তাই, প্রতিটা মুহূর্তে আপনাকে সতর্ক থাকতে হবে। হ্যাকাররা যাতে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে না পারে, তার জন্য আপনার জিমেল ও ইউটিউব অ্যাকাউন্ট সবসময় চেক করতে হবে।