এই দুই প্ল্যানে অতিরিক্ত ডেটা দিচ্ছে Jio, এবার কম টাকায় দেদার ইন্টারনেট
Jio Prepaid Plans: যদি আপনি কম দামে প্রচুর ডেটা চান, তাহলে এর থেকে ভাল সুযোগ আর পাবেন না। অর্থাৎ একই দামে আগের চেয়ে বেশি ডেটা পাওয়া যাবে। Jio কোন কোন প্ল্যানে এই অতিরিক্ত ডেটা দিচ্ছে, তা জেনে নিন।

রিলায়েন্স জিও (Reliance Jio) তার কিছু প্রিপেইড প্ল্যানে অতিরিক্ত ডেটা দিচ্ছে। তাই যদি আপনি কম দামে প্রচুর ডেটা চান, তাহলে এর থেকে ভাল সুযোগ আর পাবেন না। অর্থাৎ একই দামে আগের চেয়ে বেশি ডেটা পাওয়া যাবে। Jio কোন কোন প্ল্যানে এই অতিরিক্ত ডেটা দিচ্ছে, তা জেনে নিন।
Jio-এর 399 টাকার প্রিপেড প্ল্যান:
রিলায়েন্স জিও তার 399 টাকার প্রিপেড প্ল্যানে অনেক ডেটা অফার করছে। এখন আপনি প্রতিদিন 3GB এর পরিবর্তে 6GB ডেটা পাবেন। তাও আবার কোনও অতিরিক্ত খরচ ছাড়াই। এই রিচার্জে আপনি 61 টাকার একটি বিনামূল্যের ডেটা ভাউচার পাবেন এবং এই প্ল্যানটিতে আপনাকে JioTV, JioCinema, JioCloud এবং আনলিমিটেড 5G ডেটা দেওয়া হবে। এই প্ল্যানটি সম্পূর্ণ 28 দিনের জন্য।
Jio-এর 219 টাকার প্রিপেড প্ল্যান:
219 টাকার প্ল্যানে ইতিমধ্যেই 3GB ডেটা, আনলিমিটেড কল এবং প্রতিদিন 100 SMS রয়েছে, কিন্তু এখন Jio এতে আরও 2GB ডেটা বেশি দেওয়া হচ্ছে। এই প্ল্যানটি 14 দিনের জন্য ব্যবহার করতে পারবেন এবং এতে 399 টাকার প্ল্যানের মতো সমস্ত সুবিধা রয়েছে। যেমন JioTV, JioCinema, JioCloud ব্যবহার করতে পারবেন। এই দুই প্ল্যানে আপনি অতিরিক্ত ডেটা পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি এত টাকা খরচ করতে না চান, তাহলে রিলায়েন্স জিও-এর 199 টাকার প্ল্যানটি রিচার্জ করতে পারেন।
রিলায়েন্স জিও 199 টাকার প্ল্যান
রিলায়েন্স জিও-র কাছে রয়েছে একটি 199 টাকার প্রিপেড প্ল্যান। এই রিচার্জ প্যাকে গ্রাহকদের প্রতিদিন 1.5GB করে ডেটা অফার করা হয়। সব মিলিয়ে প্ল্যানটিতে 34.5GB ডেটা ব্যবহার করতে পারবেন। 23 দিনের জন্য বৈধ এই প্ল্যানের অন্যান্য অফারের মধ্যে রয়েছে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS।





