Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারতের প্রথম ফিচার ফোন, তাও আবার Type-C চার্জিং পোর্ট দিয়ে; দাম মাত্র 1449 টাকা

itel Power 450 Price: itel গ্রাহকদের জন্য একটি নতুন ফিচার ফোন লঞ্চ করেছে, itel Power 450 ফিচার ফোনের বিশেষ জিনিস হল, এই ডিভাইসটি আপনি Type-C পোর্ট দিয়ে চার্জ করতে পারবেন। অর্থাৎ আপনার স্মার্টফোনটি ঠিক যে চার্জার দিয়ে চার্জ করেন, তা দিয়েই ছোট্ট ফোনটিকেও চার্জ করে ফেলতে পারবেন।

ভারতের প্রথম ফিচার ফোন, তাও আবার Type-C চার্জিং পোর্ট দিয়ে; দাম মাত্র 1449 টাকা
Follow Us:
| Updated on: Jan 12, 2024 | 12:54 PM

ফিচার ফোন বা কিপ্যাড ফোন, তাতেও নাকি আবার ফাস্ট চার্জিংয়ের সুবিধা। শুনেই চোখ কপালে উঠে গেল তো? এমনই একটি ফোন বাজারে নিয়ে এসেছে itel। ফোনে ফাস্ট চার্জিং এবং ডেটা ট্রান্সফারের জন্য স্মার্টফোনে USB Type-C পোর্ট দেওয়া হয়েছে। ভারতে এটাই প্রথম ফিচার ফোন, যাতে USB Type-C পোর্ট দিয়েছে। itel গ্রাহকদের জন্য একটি নতুন ফিচার ফোন লঞ্চ করেছে, itel Power 450 ফিচার ফোনের বিশেষ জিনিস হল, এই ডিভাইসটি আপনি Type-C পোর্ট দিয়ে চার্জ করতে পারবেন। অর্থাৎ আপনার স্মার্টফোনটি ঠিক যে চার্জার দিয়ে চার্জ করেন, তা দিয়েই ছোট্ট ফোনটিকেও চার্জ করে ফেলতে পারবেন। এই ফিচার ফোনটির দাম কত এবং ইউএসবি টাইপ সি পোর্ট ছাড়াও itel Power 450-এর বিশেষত্ব কী, তা জেনে নিন।

itel Power 450-এর দাম কত?

আইটেল কোম্পানির এই লেটেস্ট ফিচার ফোনটির দাম রেখেছে 1449 টাকা। অর্থাৎ Type-C পোর্ট দেওয়ায় এই ফোনের দাম যে বিরাট বাড়িয়ে দেওয়া হয়েছে, তা কিন্তু একেবারেই নয়। এই ডিভাইসটি তিনটি কালার অপশনে কেনা যাবে। আপনি চাইলে ডিপ ব্লু, গাঢ় ধূসর বা হালকা সবুজ রঙে এই ফোনটি কিনতে পারবেন।

itel Power 450-এর ফিচার ও স্পেসিফিকেশন:

এই ফিচার ফোনটিতে একটি 2.4 ইঞ্চি QVGA (320 x 240 pixels) ডিসপ্লে রয়েছে। ভাল স্পিড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য, এই ডিভাইসটিতে MediaTek MTK6261D প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া 8GB RAM এবং 32GB স্টোরেজ পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে 2500 mAh-এর একটি শক্তিশালী ব্যাটারি রয়েছে। কোম্পানির দাবি, এই ফোনটি 15 দিনের স্ট্যান্ডবাই টাইম এবং 20 ঘন্টার টকটাইম অফার করে।

এই হ্যান্ডসেটে রয়েছে ওয়্যারলেস এফএম, ভয়েস স্পিচ টু টেক্সট অ্যাপ (হিন্দি এবং ইংরাজি সাপোর্ট), 3.5 মিমি হেডফোন জ্যাক এবং পিছনের ডিজিটাল ক্যামেরা রয়েছে। এমনকী এই ফোনে 9টি ভাষা সাপোর্ট করে। এই ফিচার ফোনটি ইংরেজি, গুজরাটি, হিন্দি, তেলেগু, বাংলা, কন্নড়, পাঞ্জাবি, মালায়লাম এবং তামিলের মতো 9টি ভারতীয় ভাষা সাপোর্ট করে। অর্থাৎ আপনি আপনার পছন্দের ভাষায় এই ফিচার ফোনটি ব্যবহার করতে পারবেন।