Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

খুব তাড়াতাড়ি ভারতে আসছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার এমআই ১০আই, টুইটে দিন ঘোষণা করল শাওমি ইন্ডিয়া

টুইট করে আনুষ্ঠানিক ভাবে রেডমি ১০আই লঞ্চের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন শাওমি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মনু কুমার জৈন।

খুব তাড়াতাড়ি ভারতে আসছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার এমআই ১০আই, টুইটে দিন ঘোষণা করল শাওমি ইন্ডিয়া
শাওমি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মনু কুমার জৈন জানিয়েছেন, ভারতীয় ক্রেতাদের কথা বিশেষ ভাবে মাথায় রেখে এই ফোন তৈরি করা হয়েছে।
Follow Us:
| Updated on: Dec 31, 2020 | 3:23 PM

অবশেষে প্রতীক্ষার অবসান। নতুন বছরের শুরুতেই ভারতীয় গ্রাহকদের জন্য এমআই ১০আই লঞ্চ করতে চলেছে শাওমি ইন্ডিয়া। নতুন স্মার্টফোন যে বাজারে আসবে খুব তাড়াতাড়ি সে ব্যাপারে পাকা খবর দিয়েছেন শাওমি ইন্ডিয়ার চিফ মনু কুমার জৈন। শাওমির ‘ব্র্যান্ড নিউ’ এই ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেল রেসোলিউশনের ক্যামেরা সেনসর। আগামী ৫ জানুয়ারি ভারতের বাজারে লঞ্চ হবে এই ফোন।

জানা গিয়েছে, গত মাসে চিনে লঞ্চ হওয়া রেড মি ৯ প্রো ৫জি (১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা)-র রিব্র্যান্ডেড ভারসন হিসেবে ভারতে রিলিজ হতে চলেছে শাওমির এই নতুন স্মার্টফোন। এই ফোনটি ছাড়াও গত মাসে চিনে লঞ্চ হয়ছিল রেডমি নোট ৯ ফোরজি এবং রেডমি নোট ৯ ফাইভজি। এর আগে শোনা যাচ্ছিল যে জানুয়ারির ৫ তারিখেই হয়তো লঞ্চ হবে নতুন ফোন। তবে এবার টুইট করে আনুষ্ঠানিক ভাবে রেডমি ১০আই লঞ্চের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন শাওমি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মনু কুমার জৈন। তিনি জানিয়েছেন, ভারতীয় ক্রেতাদের কথা বিশেষ ভাবে মাথায় রেখে এই ফোন তৈরি করা হয়েছে।

প্রায় দেড় মিনিটের ওই ভিডিতে মিস্টার জৈন বলেছেন, “আর মাত্র কয়েকটা দিন। আমরা এমআই ব্র্যান্ডের নতুন ফোন লঞ্চ করতে চলেছি। এমআই ১০, এমআই ১০টি, এমআই ১০টি প্রো এই সিরিজের ফোন এমআই ১০আই। এমআই ১০ লাইট ফোনেরও এক্সটেনশন শাওমির নতুন ফোন।

কী কী ফিচার থাকবে এই ফোনে?

১। এই ফোনে থাকবে ৮ জিবি র‍্যাম এবং অক্টাকোর এসওসি ক্লকড (1.8GHz)। ২। চারটি ক্যামেরা সেনসর থাকবে ব্যাক ক্যামেরার ক্ষেত্রে। টিজারেই কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে এই ফোনে থাকবে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। ৩। ৬ জিবি এবং ৮ জিবি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। অনবোর্ড স্ট্যান্ডার্ড স্টোরেজ থাকবে ১২৮ জিবি। ৪। কালো, নীল এবং গ্র্যাডিয়েন্ট অরেঞ্জ ও গ্র্যাডিয়েন্ট ব্লু—- এইসব রঙে পাওয়া যাবে এই ফোন।