নতুন বছরকে স্বাগত জানাতে গান গাইছে গুগল অ্যাসিসট্যান্ট

গ্রিগোরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আজ বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর। রাত ১২টার পর থেকে শুরু হবে নতুন বছর ২০২১ সাল।

নতুন বছরকে স্বাগত জানাতে গান গাইছে গুগল অ্যাসিসট্যান্ট
ইউজারদের শুধু বলতে হচ্ছে ‘হে গুগল, সিং দ্য নিউ ইয়ার সং’।
Follow Us:
| Updated on: Dec 31, 2020 | 10:17 AM

নতুন বছরকে স্বাগত জানাতে গান গাইছে গুগল অ্যাসিট্যান্ট। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই আসছে ২০২১ সাল। নতুন বছর আসার আনন্দে তাই নিউ ইয়ার্স ইভে গান বেঁধেছে গুগল অ্যাসিসট্যান্ট।

রিজিয়ন-স্পেসিফিক ভারসান, অর্থাৎ এক এক জায়গা অনুযায়ী সেখানকার মতো করে নতুন বছরকে স্বাগত জানাতে গান গাইছে গুগল অ্যাসিসট্যান্ট। ২০২০ সালকে বিদায় জানানোর জন্য রোবটিক মিউজিকে গান বেঁধেছে গুগল অ্যাসিসট্যান্ট। লিরিক্সে রয়েছে স্মৃতির ছোঁয়া। চলতি বছর আপনাকে যা যা স্মৃতি দিয়েছে গুগল অ্যাসিসট্যান্টের গানের মাধ্যমে সেই স্মৃতির পথে একটা ট্যুর হয়ে যাবে আপনার।

গ্রিগোরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আজ বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর। রাত ১২টার পর থেকে শুরু হবে নতুন বছর ২০২১ সাল। চলতি বছর করোনার হানায় অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ। তবে বছরের শেষ প্রান্তে এসে এবার একটা শুভ সূচনার অপেক্ষা। সেই জন্যই গান করছে গুগল অ্যাসিসট্যান্ট। রয়েছে একটি নিউ ইয়ার বল। সেই বল-ই মূলত গান গাইছে। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের স্ক্রিনে যে ধরণের বল থাকে তেমনই দেখতে এই বল। আজ ঘড়ির কাঁটা মধ্যরাত অর্থাৎ রাত ১২টা ছুঁলেই নতুন বছর শুরু হবে। তখনই টাইমস স্কোয়ারের স্ক্রিনে এই বলের মতো একটি বল দেখা যাবে।

ইউজারদের শুধু বলতে হচ্ছে ‘হে গুগল, সিং দ্য নিউ ইয়ার সং’। ব্যাস নির্দেশ পাওয়া মাত্রই কাজ শুরু করে দিচ্ছে গুগল অ্যাসিসট্যান্ট। রয়েছে একটি ড্যান্সিং বলও। তার নীচে রয়েছে একটি সাজেশন ট্যাব। সেখানে ‘ম্যাজিক ওয়ার্ড’-এর ব্যাপারে জিজ্ঞেস করলে গুগল অ্যাসিসট্যান্ট দ্রুত জবাব দিচ্ছে ‘দ্য ম্যাজিক ওয়ার্ড ইজ প্লিজ’। নিউ ইয়ার ইভে নতুন বছরকে স্বাগত জানানোর কাউন্টডাউনে গুগল অ্যাসিসট্যান্টের গানের লিরিক্স হল “sing a song for the new year/I hope that we allthrive, kindness, love and laughter/may that be your guide”।