35 Malware Apps: ভয়ঙ্কর ম্যালওয়্যার! জ্যোতিষ, ফটো এডিটর-সহ জনপ্রিয় এই 35 অ্যান্ড্রয়েড অ্যাপ আপনার জীবন দুর্বিসহ করে তুলবে
Malicious Apps: গুগল প্লে স্টোরে ফের বেশ কিছু ম্যালিশিয়াস অ্যাপের সন্ধান মিলেছে, যেগুলি আপনার জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকারক। সেই অ্যাপগুলির নাম জেনে যত দ্রুত সম্ভব ডিলিট করে দিন।
35 Dangerous Apps: ম্যালওয়্যার (Malware) সংক্রামিত অ্যাপ যাতে কোনও ভাবে প্লে স্টোর (Google Play Store) দূষিত করতে না পারে, তার জন্য বিশেষ সুরক্ষা স্তর ব্যবহার করে গুগল। কিন্তু তারপরেও সেইসব সুরক্ষা স্তর পাশ কাটিয়ে অবাধে প্লে স্টোরেরই বিভিন্ন অ্যাপে ম্যালওয়্যার সংক্রমণের কাজটি অত্যন্ত সন্তর্পণে চালিয়ে যায় প্রতারকরা, যাতে টেক জায়ান্টের নজরে না আসে। ফের এমনই এক ঘটনা ঘটল। গুগল প্লে স্টোরে আবারও 35টি জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপের (35 Android Apps) সন্ধান মিলেছে, যেগুলিতে ভয়ঙ্কর ম্যালওয়্যারের উপস্থিতির প্রমাণ মিলেছে। সাইবার সিকিওরিটি টেকনোলজি কোম্পানি বিটডিফেন্ডারের তরফে ওই ম্যালওয়্য়ার দ্বারা সংক্রামিত 35 অ্যাপের তালিকাও প্রকাশ করা হয়েছে। এগুলির মধ্যে যে কোনও একটি আপনার ফোনে থাকলে এখনই ডিলিট করে দিতে হবে।
এই ম্যালওয়্যার অ্যাপগুলির বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন কৌশলের অবলম্বন করে ডাউনলোডিংয়ে গ্রাহকদের বাধ্য করা। রিপোর্ট থেকে জানা গিয়েছে, ইউজাররা এই অ্যাপগুলি একবার ইনস্টল করলেই সেগুলি তাদের নাম পরিবর্তন করে এবং ডিভাইসের মধ্যে অ্যাপ আইকন লুকিয়ে রেখে দেয়। বিভিন্ন ম্যালিশিয়াস কার্যকলাপের পিছনে এই অ্যাপগুলির মূল উদ্দেশ্য হল বিজ্ঞাপন চালিয়ে গ্রাহকদের প্রলুব্ধ করে তার মধ্যে দিয়ে রেভিনিউ জেনারেট করা। তার থেকে ক্ষতিকারক দিকটি হল ডেভেলপাররা এই বিজ্ঞাপনগুলি নিজেদের ফ্রেমওয়ার্ক থেকে চালান, যা অ্যান্ড্রয়েড দ্বারা বাস্তবায়িত সুরক্ষা স্তর ভেদ করতে পারে অনায়াসেই।
35 ম্যালওয়্যার অ্যাপের তালিকা
1) ওয়ালস লাইট – ওয়ালপেপার্স প্যাক
2) বিগ ইমোজি – কিবোর্ড
3) গ্র্যাড ওয়ালপেপার্স – থ্রিডি ব্য়াকড্রপস
4) ইঞ্জিন ওয়ালপেপার্স – লাইভ অ্যান্ড থ্রিডি
5) স্টক ওয়ালপেপার্স – ফোরকে অ্যান্ড এইচডি
6) এফেক্টম্যানিয়া – ফটো এডিটর
7) আর্ট ফিল্টার – ডিপ ফটোএফেক্ট
8) ফাস্ট ইমোজি কিবোর্ড
9) ক্রিয়েট স্টিকার ফর হোয়াটসঅ্যাপ
10) ম্যাথ সলভার – ক্যামেরা হেল্পার
11) ফটোপিক্স এফেক্টস – আর্ট ফিল্টার
12) লেড থিম – কালারফুল কিবোর্ড
13) কিবোর্ড – ফান ইমোজি, স্টিকার
14) স্মার্ট ওয়াইফাই
15) মাইজিপিএস লোকেশন
16) ইমেজ ওয়ার্প ক্যামেরা
17) আর্ট গার্লস ওয়ালপেপার এইচডি
18) ক্যাট সিমুলেটর
19) স্মার্ট কিউআর ক্রিয়েটর
20) কালারাইজ় ওল্ড ফটো
21) জিপিএস লোকেশন ফাইন্ডার
22) গার্লস আর্ট ওয়ালপেপার
23) স্মার্ট কিউআর স্ক্যানার
24) জিপিএস লোকেশন ম্যাপস
25) ভলিউম কন্ট্রোল
26) সিক্রেট হরোস্কোপ
27) স্মার্ট জিপিএস লোকেশন
28) অ্যানিমেটেড স্টিকার মাস্টার
29) পার্সোনালিটি চার্জিং শো
30) স্লিপ সাউন্ডস
31) কিউআর ক্রিয়েটর
32) মিডিয়া ভলিউম স্লাউডার
33) সিক্রেট অ্যাস্ট্রোলজি
34) কালারাইজ় ফটোজ়
35) ফি ফোরকে ওয়ালপেপার – এনিমে এইচডি
এখন এই অ্যাপগুলির মধ্যে যদি আপনার ফোনে একটিও থাকে, তাহলে যত দ্রুত সম্ভব ডিলিট করে দিন। হতে পারে যে আপনার ফোনে এই অ্যাপগুলির মধ্যে কোনও একটি তার নাম ও আইকন বদলে লুকিয়ে আছে। তাই এবার থেকে কোনও অ্যাপ ইনস্টল বা ডাউনলোড করার আগে আপনাকে আরও যত্নশীল হতে হবে।
ম্যালিশিয়াস/ভুয়ো অ্যাপ সনাক্ত করবেন কীভাবে
* প্রথমে ডেভেলপারের নাম ভাল করে চেক করুন। অরিজিনাল ডেভেলপার হলেই তবে অ্যাপটি ইনস্টল করুন।
* কোনও অ্যাপ ইনস্টল করার আগে ভাল করে তার রিভিউ পড়ুন।
* গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্য়াপ স্টোরের মতো অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকেই যে কোনও অ্যাপ ইনস্টল করুন।
* আপনার মোবাইলে কোনও অ্যাপ ইনস্টল করার আগে তার রেটিং যাচাই করে নিন।