128GB স্টোরেজের স্মার্টফোন 8 হাজার টাকারও কমে, বাজারে হুড়োহুড়ি ফেলে দিল Infinix
Infinix Smart 7 Price: ফোনটিতে একটি 6000mAh ব্যাটারি রয়েছে, যা USB Type-C পোর্ট চার্জিংয় সাপোর্ট করে। সিকিওরিটির জন্য Infinix Smart 7-এ রয়েছে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনে কানেকশনের জন্য ডুয়াল সিম, ব্লুটুথ 4.2 এবং জিপিএস সাপোর্ট করে।
Infinix Smart 7 Price: স্মার্টফোন ব্র্যান্ড Infinix ভারতে তাদের নতুন এন্ট্রি-লেভেল ফোন Infinix Smart 7 লঞ্চ করেছে। বাজারে কোম্পানিটির অনেক সস্তার ফোন রয়েছে। এবার এই নতুন ফোনটিও অনেক কম দামে আনা হয়েছে। এই ফোনটি 8 হাজারেরও কম দামে আনা হয়েছে। ফোনটিতে 4 জিবি RAM ও 128 জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। Infinix Smart 7-এ রয়েছে 6000 mAh ব্যাটারি এবং ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। শুধু তাই নয়, ফোনে সিকিওরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই নতুন ফোনের ফিচার, দাম ও স্পেসিফিকেশন।
Infinix Smart 7-এর দাম:
Infinix Smart 7 এমারল্ড গ্রিন, নাইট ব্ল্যাক এবং Azure ব্লু কালার অপশনে পেশ করা হয়েছে। ফোনটির 4 জিবি র্যাম সহ 128 জিবি স্টোরেজের দাম 7,999 টাকা। এবার প্রশ্ন হল আপনি এই নতুন ফোনটি কোথা থেকে কিনবেন? ফোনটি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। এর বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
Infinix Smart 7-এর ফিচার ও স্পেসিফিকেশন:
Infinix 4GB RAM এবং 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টে ফেব্রুয়ারিতে ভারতে Smart 7 লঞ্চ করেছিল। নতুন ভ্যারিয়েন্টটিতে 128GB দেওয়া হয়েছে। আর এটির 64GB ভ্যারিয়েন্টে কোনও বিশেষ পরিবর্তম করা হয়নি। স্পেসিফিকেশন প্রায় একই রয়েছে। স্মার্টফোনটিতে (1612×720) রেজোলিউশন, 60Hz রিফ্রেশ রেট এবং 500 nits সর্বোচ্চ ব্রাইটনেশ সহ একটি 6.6-ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে রয়েছে। ফোনে Unisoc SC9863A1 প্রসেসর পেয়ে যাবেন। Infinix Smart 7 Android 12 ভিত্তিক XOS 12 রয়েছে।
ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মধ্যে একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল সেন্সর সহ একটি দ্বিতীয় ক্যামেরা রয়েছে। Infinix Smart 7-এ সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 5-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পিছনের ক্যামেরায় ডুয়াল এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে।
ফোনটিতে একটি 6000mAh ব্যাটারি রয়েছে, যা USB Type-C পোর্ট চার্জিংয় সাপোর্ট করে। সিকিওরিটির জন্য Infinix Smart 7-এ রয়েছে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনে কানেকশনের জন্য ডুয়াল সিম, ব্লুটুথ 4.2 এবং জিপিএস সাপোর্ট করে।