Lava Blaze 2: 10 হাজারেরও কমে ভারতে আসছে Lava Blaze 2, আগেই ফাঁস ফিচার-স্পেসিফিকেশন

Lava Blaze 2 Price: বর্তমানে Lava তার ব্লেজ লাইনআপের অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ডিভাইসটিতে 128GB ইউএফএস স্টোরেজ থাকবে। আসুন স্মার্টফোনটির ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Lava Blaze 2: 10 হাজারেরও কমে ভারতে আসছে Lava Blaze 2, আগেই ফাঁস ফিচার-স্পেসিফিকেশন
Follow Us:
| Edited By: | Updated on: Apr 01, 2023 | 1:44 PM

Lava Blaze 2 Features: লাভা 2022 সালের জুলাই মাসে ভারতীয় বাজারে লাভা ব্লেজ স্মার্টফোন লঞ্চ করেছে। তারপর থেকে, কোম্পানিটি ব্লেজ সিরিজের অধীনে লাভা ব্লেজ এনএক্সটি, লাভা ব্লেজ প্রো এবং লাভা ব্লেজ 5জি স্মার্টফোন লঞ্চ করেছে। বর্তমানে কোম্পানি ব্লেজ লাইনআপের অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ভারতীয় বাজারে Lava Blaze 2 আনতে চলেছে। Lava Blaze 2 স্মার্টফোনটি অ্যামাজনে একটি নতুন টিজার সহ তালিকাভুক্ত হয়েছে। তালিকাটির মাধ্য়মে জানা যাচ্ছে, ডিভাইসটিতে 128GB ইউএফএস স্টোরেজ থাকবে। আসুন স্মার্টফোনটির ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Lava Blaze 2 স্মার্টফোনের প্রত্যাশিত দাম:

লাভা দাবি করেছে যে, লাভা ব্লেজ 2 ফোনটি 10,000 টাকার সেগমেন্টে দ্রুততম স্মার্টফোন হবে। কোম্পানি আরও নিশ্চিত করেছে যে, ডিভাইসটিতে 6GB RAM থাকবে। এটিতে ভার্চুয়াল RAM ফিচারও সাপোর্ট করবে এবং এতে আপনি 5GB পর্যন্ত ভার্চুয়াল RAM অ্যাড করতে পারবেন।

Lava Blaze 2-এর স্পেসিফিকেশন:

লাভা ব্লেজ 2 সম্প্রতি Geekbench বেঞ্চমার্ক ডাটাবেসে দেখা গিয়েছে। আর সেই তথ্যের উপর ভিত্তি করেই এই ফোনের ফিচার ও স্পেসিফিকেশন জানা গিয়েছে। এটি একটি UniSOC প্রসেসর এবং 6GB RAM এবং 128GB UFS 2.2 স্টোরেজ সহ সিঙ্গেল কনফিগারেশনে লঞ্চ করা হবে। Geekbench তালিকা অনুযায়ী, আসন্ন Blaze সিরিজের স্মার্টফোনটি Android 12-তে চলবে। ফোনটি একটি সিঙ্গেল স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে এবং এটি তিনটি রঙয়ে বাজেরে আসতে চলেছে।

Lava Blaze 2-এর ফিচার:

লাভা ব্লেজ 2-এ 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.5-ইঞ্চি HD+ ডিসপ্লে থাকবে। ফোনে Unisoc T616 SoC চিপসেট দেখা যাবে। স্মার্টফোনটি স্টক অ্যান্ড্রয়েড 12 সহ আসবে বলে আশা করা হচ্ছে। স্মার্টফোনের পিছনের ক্যামেরাগুলির মধ্যে একটি 13MP এবং একটি AI- লেন্স রয়েছে।

সেলফির জন্য ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে। লাভা ব্লেজ 2 18W দ্রুত চার্জিং সোপের্ট সহ একটি 5,000mAh ব্যাটারি প্যাক করবে বলে আশা করা হচ্ছে। হ্যান্ডসেটটি একটি ইউএসবি-টাইপ সি পোর্ট এবং একটি 3.5 মিমি অডিয়ো জ্যাকও থাকবে।