অসামান্য বৈশিষ্ট্যের Nokia Magic Max ভারতে আসছে এই দিন, অ্যান্ড্রয়েডের দুধর্ষ iPhone বিকল্প
Nokia Magic Max 2023 ফোনটি ভারতে লঞ্চ হতে পারে 2023 সালের 24 অগস্ট। মনে করা হচ্ছে, ফোনটি ভারতে 32,990 টাকায় লঞ্চ করা হতে পারে। জানা গিয়েছে, ফোনটির 12GB RAM এবং 512GB স্টোরেজ থাকবে।
Nokia Smartphone: কম দামের একটি দুর্দান্ত স্মার্টফোনের খোঁজ করছেন? সেই ফোনটা কি অ্যান্ড্রয়েড? এখন সেই অ্যান্ড্রয়েড ফোনই যদি আপনাকে iPhone-এর স্বাদ দিতে পারে, কেমন হয় বলুন তো তাহলে? খুব ভাল হয়, তাই না? এবার সেরকমই একটা ফোন আপনার জন্য নিয়ে আসতে চলেছে Nokia। সেই ফোনে আপনি কম দামের মধ্যে পেয়ে যাবেন একাধিক আকর্ষণীয় ফিচার। Nokia Magic Max ফোনটি নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছে। আগেই জানা গিয়েছিল, শীঘ্রই ফোনটি ভারতে লঞ্চ হতে পারে। তবে, লঞ্চের অনেক আগেই ফোনের দাম থেকে শুরু করে ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত একাধিক তথ্য ফাঁস হয়ে গিয়েছিল। সেই Nokia Magic Max 2023 ফোনের যাবতীয় তথ্য একনজরে দেখে নিন।
Nokia Magic Max 2023: দাম ও কবে লঞ্চ হতে পারে
Nokia Magic Max 2023 ফোনটি ভারতে লঞ্চ হতে পারে 2023 সালের 24 অগস্ট। মনে করা হচ্ছে, ফোনটি ভারতে 32,990 টাকায় লঞ্চ করা হতে পারে। জানা গিয়েছে, ফোনটির 12GB RAM এবং 512GB স্টোরেজ থাকবে।
Nokia Magic Max 2023: স্পেসিফিকেশন
এই Nokia Magic Max ফোনে থাকছে একটি 6.9 ইঞ্চির দুর্দান্ত সুপার AMOLED ফুল টাচস্ক্রিন ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144Hz এবং রেজ়োলিউশন 1440 x 3200 পিক্সেলস। এই ডিসপ্লেটি কর্নিং গোরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত। 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ থাকবে ফোনটির। এই হ্যান্ডসেটে থাকতে পারে Android 13 অপারেটিং সিস্টেম এবং পারফরম্যান্সের জন্য একটি Snapdragon 8 Gen 2 প্রসেসর।
Nokia Magic Max 2023: ব্যাটারি
Nokia Magic Max স্মার্টফোনের ভিতরে থাকছে একটি শক্তিশালী 6900mAh লিথিয়াম পলিমার ব্যাটারি। তবে এই ব্যাটারি রিমুভেবল হবে না। যদিও তা 65W কুইক চার্জিং সাপোর্ট করে।
Nokia Magic Max 2023: ক্যামেরা
ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হচ্ছে ফোনের পিছনে। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে দেওয়া হচ্ছে একটি 144MP ক্যামেরা। সেকেন্ডারি হিসেবে থাকছে 32MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 5MP ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে 64MP ফ্রন্ট ফেসিং সেন্সর।