7,499 টাকায় ভারতে হাজির Realme C30s, ফিচার্স ও স্পেসিফিকেশনস দেখে নিন
Realme C30s Price And Specifications: ফের বাজেট সেগমেন্টে একটি নতুন ফোন নিয়ে এল রিয়েলমি সি৩০এস। বাজেট স্মার্টফোনটির দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য জনে নিন।
Realme C30s Launched: ভারতে ফের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করল রিয়েলমি। সেই বাজেট Realme C30s ফোনে পারফরম্যান্সের জন্য অক্টা-কোর Unisoc SC9863A চিপসেট দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে একটি বড় এবং শক্তিশালী 5,000mAh ব্যাটারি। এই Realme C30s ফোনের দাম শুরু হচ্ছে 7,499 টাকা থেকে। এই দামের মধ্যে ফোনটি কাস্টমারদের কী-কী অফার করতে চলেছে, একনজরে দেখে নেওয়া যাক।
Realme C30s: ভারতে দাম ও প্রাপ্যতা
মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে Realme C30s লঞ্চ করা হয়েছে। তাদের মধ্যে 2GB RAM + 32GB স্টোরেজ মডেলের দাম 7,499 টাকা। ফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম 8,999 টাকা। দুটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে এই ফোনের- স্ট্রাইপ ব্ল্যাক ও স্ট্রাইপ ব্লু।
22 সেপ্টেম্বর দুপুর 12টা থেকে ফ্লিপকার্ট প্লাস মেম্বাররা এই ফোনটি ক্রয় করতে পারবেন। 23 সেপ্টেম্বর থেকে সকলের জন্য উপলব্ধ হবে Realme C30s।
Realme C30s: ফিচার ও স্পেসিফিকেশন
Realme C30s ফোনে রয়েছে একটি 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে, যার স্ক্রিন রেজ়োলিউশন 720×1,600 পিক্সেলস। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 60Hz, অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং ব্রাইটনেস 400 নিটস।
পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে অক্টা-কোর Unisoc SC9863A প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 4GB RAM ও 64GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। এছাড়াও মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে। সফটওয়্যার হিসেবে রয়েছে Android 12 ভিত্তিক Realm UI Go Edition কাস্টম স্কিন। ফোনের আর একটি হাইলাইট হল তার 5000mAh ব্যাটারি সাপোর্ট।
Realme C30s ফোনের পিছনে একটাই মাত্র ক্যামেরা দেওয়া হয়েছে, যার সেন্সর 8MP। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে। ফোনটির অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ v4.2, 3.5mm হেডফোন জ্যাক, স্টিরিও স্পিকার্স-সহ আরও অনেক কিছু।