এই দিন Galaxy S23 Series নিয়ে আসছে Samsung, থাকছে iPhone 14-র স্যাটেলাইট কানেক্টিভিটি

Samsung Galaxy S23 Series-এ থাকবে মোট তিনটি স্মার্টফোন— Samsung Galaxy S23, Samsung Galaxy S23+ এবং Samsung Galaxy S23 Ultra। কী-কী ফিচার থাকতে পারে ফোনগুলিতে, একবার দেখে নিন।

এই দিন Galaxy S23 Series নিয়ে আসছে Samsung, থাকছে iPhone 14-র স্যাটেলাইট কানেক্টিভিটি
অপেক্ষার অবসান ঘটিয়ে গ্যালাক্সি S23 সিরিজ় নিয়ে আসছে স্যামসাং।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 08, 2023 | 1:54 PM

Samsung Galaxy S23 Series Launch News: অতঃপর সেই দিনটা সামনে এল। যে দিনের জন্য দেশের স্মার্টফোন ব্যবহারকারীরা অপেক্ষা করছিলেন, সেই অপেক্ষারই অবসান ঘটতে চলেছে এবার। 1 ফেব্রুয়ারি লঞ্চ করতে চলেছে Samsung Galaxy S23 Series। সংস্থার তরফ থেকে ইতিমধ্যেই ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে নিশ্চিত বার্তা দেওয়া হয়েছে। Samsung তাদের অফিসিয়াল কলাম্বিয়া ওয়েবসাইটে Galaxy Unpacked ইভেন্টটি তালিকাভুক্ত করেছে, যার ট্যাগলাইনে লখা হয়েছে, “কিছু অসাধারণ মুহূর্তের অপেক্ষা মাত্র।”

এর আগেও একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসেই লঞ্চ করতে পারে Samsung Galaxy S23 Series। সেই জল্পনাই শেষমেশ সত্যি হল। সংস্থার তরফে এই গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের প্রোমোশনাল ছবিও শেয়ার করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে, আসন্ন এই সিরিজ়ের তিনটি ক্যামেরা সেন্সর থাকছে।

Samsung Galaxy S23 Series-এ থাকবে মোট তিনটি স্মার্টফোন— Samsung Galaxy S23, Samsung Galaxy S23+ এবং Samsung Galaxy S23 Ultra। প্রোমোশনাল যে ছবিটি দেখা গিয়েছে, সেখানে এই সিরিজ়ের ফোনগুলির তিনটি ভিন্ন কালার ভ্যারিয়েন্ট নজরে এসেছে। তাদের মধ্যে Samsung Galaxy S23+ ফোনের পিঙ্ক কালার ভ্যারিয়েন্ট, আলট্রা মডেলটির একটি সবুজ রঙের ভ্যারিয়েন্ট দেখা গিয়েছে।

পারফরম্যান্সের দিক থেকে এই ফোনগুলি চালিত হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 অক্টা-কোর প্রসেসরের সাহায্যে। হ্যান্ডসেটগুলিতে সফটওয়্যার হিসেবে থাকতে পারে Android 13 অপারেটিং সিস্টেম ভিত্তিক কোম্পানির নিজস্ব One UI। তবে এই Samsung Galaxy S23 সিরিজ়ের সবথেকে আকর্ষণীয় ফিচার হতে পারে স্যাটেলাইট কানেক্টিভিটি, যা প্রথম Apple iPhone 14 সিরিজ়ে দেওয়া হয়েছিল।

রিপোর্ট থেকে জানা গিয়েছে, Samsung-এর স্যাটেলাইট কানেকশন চালিত হবে ইরিডিয়ামের সাহায্যে, যা একটি গ্লোবাল স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি। ইমার্জেন্সি সার্ভিসের বাইরেও এই ফিচারে আরও একাধিক ইউজ় কেস থাকবে বলে জানা গিয়েছে।

টিপস্টার আহমেদ কোয়াইদার দাবি করেছেন, দক্ষিণ কোরিয়ান সংস্থাটি এই সিরিজ়ের ফোনগুলির জন্য 128GB বেস মডেল স্ক্র্যাপ করতে পারে। ওই লিকস্টার আরও জানিয়েছেন, বিশেষ করে Galaxy S23 ভ্যানিলা মডেলের জন্য 128GB মডেলটি বাতিল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তার পরিবর্তে এই সিরিজ় আসতে পারে 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে।

তবে এই বেস স্টোরেজ ভ্যারিয়েন্টটি স্ক্র্যাপ করার ফলে Samsung Galaxy S23 Series-এর ফোনগুলির দাম বাড়তে পারে। এই মুহূর্তে Samsung Galaxy S22-র দাম 72,999 টাকা। Galaxy S23 Series-এর দাম আগের প্রজন্মের তুলনায় কিছুটা বেশি হবে বলেই জানা গিয়েছে।