Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিশ্ববাজারের পর এবার ভারতে Galaxy Z Flip 4 এবং Galaxy Z Fold 4 লঞ্চ করল Samsung, ফিচার একই, দাম জেনে নিন

এবার ভারতেও Galaxy Z Fold 4 এবং Galaxy Z Flip 4 ফোন দুটি লঞ্চ হয়ে গেল। এই দুই ফোনের বিশ্ববাজারের মডেলটির সঙ্গে তার ভারতীয় কাউন্টারপার্টের অনেকাংশেই মিল রয়েছে। দাম কত করা হয়েছে, একবার দেখে নিন।

বিশ্ববাজারের পর এবার ভারতে Galaxy Z Flip 4 এবং Galaxy Z Fold 4 লঞ্চ করল Samsung, ফিচার একই, দাম জেনে নিন
এবার ভারতে ফোল্ডেবল ও ফ্লিপ ফোন লঞ্চ করল স্যামসাং।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2022 | 1:43 PM

গ্লোবাল লঞ্চের পর এবার ভারতের বাজারেও স্যামসাং তার ফ্লিপ ও ফোল্ডেবল ফোন দুটি লঞ্চ করে দিল। আর সেই লেটেস্ট ফোন দুটি হল Galaxy Z Fold 4 এবং Galaxy Z Flip 4। এদের মধ্যে ভারতে Z Fold 4-এর দাম শুরু হচ্ছে 1,54,999 টাকা থেকে এবং Z Flip 4-এর দাম শুরু হচ্ছে 89,999 টাকা থেকে। দেশের সমস্ত অনলাইন এবং রিটেল স্টোর থেকে ইতিমধ্যেই এই ফোন দুটি কেনাকাটির জন্য উপলব্ধ হয়ে গিয়েছে।

Samsung Galaxy Z Flip 4: ভারতে দাম

স্যামসাংয়ের এই লেটেস্ট ফ্লিপ ফোনটি মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে- 8GB+128GB এবং 8GB+256GB। এদের মধ্যে 128GB স্টোরেজ মডেলটির দাম ভারতে 89,999 টাকা। অন্য দিকে 256GB স্টোরেজ মডেলের দাম ভারতে 94,999 টাকা। এছাড়া এর বিস্পোক এডিশনটি গ্লাস কালার এবং ফ্রেম অপশন অফার করবে, যা স্যামসাং লাইভ এবং স্যামসাং এক্সক্লুসিভ স্টোর থেকে, যার জন্য কাস্টমারদের 97,999 টাকা খরচ করতে হবে। তিনটি কালার অপশন রয়েছে এই ফ্লিপ ফোনের- বোরা পার্পল, গ্রাফাইট এবং পিঙ্ক গোল্ড।

Samsung Galaxy Z Fold 4: ভারতে দাম

এই ফোল্ডেবল ফোনটি ভারতে মোট তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। সেগুলি হল, 12GB+256GB, 12GB+512GB এবং 12GB+1TB। এই স্টোরেজ অপশনগুলির দাম যথাক্রমে 1,54,999 টাকা, 1,64,999 টাকা এবং 1,84,999 টাকা। এই গ্যালাক্সি ফোল্ডেবল ফোনটির তিনটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে- গ্রেগ্রিন, বেইজ় এবং ফ্যান্টম ব্ল্যাক।

লঞ্চ অফার

* যে সব কাস্টমাররা Galaxy Z Fold 4 ফোনটি প্রিবুক করবেন, তাঁরা 34999 টাকা দামের Galaxy Watch4 Classic 46mm BT পেয়ে যাবেন মাত্র 2,999 টাকায়। এছাড়া যাঁরা hdfc ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে এই ফোনটি ক্রয় করবেন, তাঁরা 8,000 টাকা ক্যাশব্যাক এবং 8,000 টাকা আপগ্রেড বোনাস পেয়ে যাবেন।

* এদিকে আবার যে সব কাস্টমাররা Galaxy Z Flip 4 ফোনটি প্রি-বুক করবেন, তাঁরাও এই একই ঘড়ির অফারটি পেয়ে যাবেন। তবে HDFC ব্যাঙ্কের ক্রেডিট অথবা ডেবিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে তাঁরা 7000 টাকা ক্যাশব্যাক পাবেন।

* এই দুটি ফোনের যে কোনও একটি বুক করলে কাস্টমাররা এক বছরের জন্য স্যামসাং কেয়ার প্লাস অফার পেয়ে যাবেন মাত্র 6,000 টাকায়। এমনিতে এর জন্য খরচ 11,999 টাকা।

* আবার 17 অগস্ট মধ্যরাতের আগে যে সব কাস্টমাররা এই Galaxy Z Flip 4 এবং Galaxy Z Fold 4 ক্রয় করবেন, তাঁরা আবার 5,199 টাকা দামের একটি ওয়্যারলেস চার্জার ডুয়ো পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

* এদিকে আবার যে সব কাস্টমাররা Galaxy Z Flip 4 বিস্পোক এডিশনটি স্যামসাং লাইভ ইভেন্টের সময় 17 অগস্ট বুকিং করবেন, তাঁরা 2,000 টাকার একটি স্লিম ক্লিয়ার কভার ও তার সঙ্গে একটি ওয়্যারলেস চার্জার ডুয়ো সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন।

মনে রাখতে হবে, স্যামসাং লাইভ অফরগুলি প্রি-বুকিং করতে পারবেন স্যামসাং ডট কম বা স্যামসাং এক্সক্লুসিভ স্টোর্স থেকে।