Upcoming Smartphones: চলতি সপ্তাহেই লঞ্চ হবে 5 নয়া স্মার্টফোন, অর্ডারের আগেই জেনে নিন ফিচার আর দাম
Upcoming Smartphones In July: এই চলতি সপ্তাহে অর্থাৎ সোম থেকে শুক্রবার পর্যন্ত পুলঞ্চ হবে একাধিক স্মার্টফোন। চলুন জেনে নেওয়া যাক সেই সব স্মার্টফোনের তালিকা।
বছরের শুরু থেকেই একের পর এক স্মার্টফোন বাজারে এসে চলেছে। চলতি জুলাইতেও অনেক ফোন লঞ্চ হয়ে চলেছে। কিন্তু এই চলতি সপ্তাহে অর্থাৎ সোম থেকে শুক্রবার পর্যন্ত পুলঞ্চ হবে একাধিক স্মার্টফোন। চলুন জেনে নেওয়া যাক সেই সব স্মার্টফোনের তালিকা।
Motorola Razr 40 সিরিজ:
Motorola এই সিরিজটি আজ অর্থাৎ 4 জুলাই বিকেল 5 টায় লঞ্চ করবে। সিরিজের অধীনে, 2টি ফোন লঞ্চ করা হবে যার মধ্যে রয়েছে Motorola Razr 40 এবং 40 ultra। স্মার্টফোনটির দাম শুরু হবে 59,999 টাকা থেকে। এই সিরিজে, আপনি বিশ্বের সবচেয়ে পাতলা এবং সবচেয়ে বড় কভার ডিসপ্লে ফোনটি পেতে চলেছেন। আপনি ই-কমার্স সাইট Amazon থেকে কিনতে পারবেন।
IQOO Neo 7 Pro 5G:
আজ অর্থাৎ 4 জুলাই এই স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। ফোনটির দাম 33,999 টাকা। ফোনে 5000 mAh ব্যাটারি, একটি গেমিং চিপ, Snapdragon 8th Plus Generation 1 SOC চিপসেট, 50MP প্রাইমারি এবং 120W ফাস্ট চার্জার পাবেন। আপনি Amazon থেকে এই ফোনটি অর্ডার করতে পারবেন।
Oneplus Nord 3 এবং CE 3:
আগামীকাল অর্থাৎ 5 জুলাই Oneplus-এর 2টি স্মার্টফোন লঞ্চ করবে। OnePlus Nord-এর দাম শুরু হবে 32,999 টাকা থেকে। দু’টি ফোনই Amazon থেকে কিনতে পারবেন। কোম্পানিটি 2 স্টোরেজ ভ্যারিয়েন্টে OnePlus Nord 3 লঞ্চ করবে। এতে আপনি 5000 mAh ব্যাটারি, 50MP প্রাইমারি ক্যামেরা, MediaTek Dimensity 9000 SoC এবং 120hz রিফ্রেশ রেট সহ 6.74 ইঞ্চি ডিসপ্লে পাবেন।
Realme Narzo 60 সিরিজ:
6 জুলাই, Realme Narzo 60 সিরিজ লঞ্চ করবে। এই সিরিজে 2টি স্মার্টফোন লঞ্চ করা হবে, যার মধ্যে রয়েছে Realme Narzo 60 এবং 60 Pro। আপনি এই ফোন দু’টি Amazon থেকে কিনতে পারবেন। এই সিরিজে 2.5 লাখেরও বেশি ছবি সেভ করা যাবে। এই সিরিজের বেস মডেলের দাম 17,999 টাকা। উভয় স্মার্টফোনই 6.4-ইঞ্চি ডিসপ্লে এবং MediaTek Dimensity 6020 প্রসেসর ব্যবহার করা হয়েছে।
Samsung Galaxy M34 5G:
Samsung এই ফোনটি 7 জুলাই লঞ্চ করবে। এতে আপনি 6000 mAh ব্যাটারি, Exynos 1280 চিপসেট, 50MP প্রাইমারি ক্যামেরা এবং 6.4 ইঞ্চি FHD প্লাস AMOLED ডিসপ্লে পাবেন। স্মার্টফোনটির দাম প্রায় 19,000 টাকা হবে বলে মনে করা হচ্ছে। আপনি Amazon থেকে ফোনটি কিনতে পারবেন।