AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লঞ্চের এক সপ্তাহ আগেই Nothing Phone (2) এর ডিজ়াইন ও গ্লিফ ইন্টারফেস প্রকাশ্যে

Nothing Phone 2 Design: জনপ্রিয় ইউটিউবার MKBHD একটি ভিডিয়ো প্রকাশ করে ফোনটিকে হাইলাইট করেছেন। সেখানে ফোনের পিছনে দেখা গিয়েছে তার গ্লিফ ইন্টারফেস, যা তৈরি হয়েছে 33 LED লাইটিং জ়োন দিয়ে। এর আগে Nothing Phone 1-এর ক্ষেত্রে এই LED-র পরিমাণ ছিল 12।

লঞ্চের এক সপ্তাহ আগেই Nothing Phone (2) এর ডিজ়াইন ও গ্লিফ ইন্টারফেস প্রকাশ্যে
এবার ফাঁস Nothing Phone 2 এর ডিজ়াইন।
| Edited By: | Updated on: Jul 04, 2023 | 11:10 PM
Share

Nothing Phone (2) আর মাত্র এক সপ্তাহ পরেই লঞ্চ হবে Nothing Phone 2। বেশ কিছু মাস ধরেই এই ফোন নিয়ে জল্পনা চলার পরে সেই ফোনের লুক প্রকাশ্যে এল অতঃপর। জনপ্রিয় ইউটিউবার MKBHD একটি ভিডিয়ো প্রকাশ করে ফোনটিকে হাইলাইট করেছেন। সেখানে ফোনের পিছনে দেখা গিয়েছে তার গ্লিফ ইন্টারফেস, যা তৈরি হয়েছে 33 LED লাইটিং জ়োন দিয়ে। এর আগে Nothing Phone 1-এর ক্ষেত্রে এই LED-র পরিমাণ ছিল 12। দুটি ফোনের ক্ষেত্রেই সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত এই গ্লিফ ইন্টারফেস।

ওই ইউটিউবার জানিয়েছেন যে, গ্লিফ ইন্টারফেসটি আগের মডেলের তুলনায় আরও বেশি কাস্টমাইজ়েবল হতে চলেছে। Nothing Phone 2 এর ক্ষেত্রে LED লাইটগুলি এবার বিভিন্ন অ্যাপের উপরে ভিত্তি করে কাস্টমাইজ় করা যাবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আপনার Zomato এবং Uber অ্যাপের জন্য তা কাজে লাগাতে পারেন। তবে শুধুই গ্লিফ ইন্টারফেস নয়। এই ফোনে যে এবার সফ্ট-কার্ভ্ড এজেস দেওয়া হচ্ছে, তা-ও লুক থেকেই ধরা পড়েছে।

Nothing আগেই জানিয়েছিল যে, এই ফোন ব্যবহারকারীরা নিজেদের রিংটোন নিজেরাই তৈরি করে নিতে পারবেন। ইউটিউব ভিডিয়োতেও ঠিক তেমনটাই দেখা গিয়েছে। পাশাপাশি ইউজাররা ফোনের পিছনে রিংটোন অনুযায়ী LED লাইট কাস্টমাইজ় করতে পারবেন। Nothing এই ফোনের জন্যও আগের মতোই LED লাইট ব্যবহার করছে। আর সেই রং পরিবর্তন করার কোনও উপায় থাকছে না।

তবে Nothing Phone 1 এবং Nothing Phone 2 এর ডিজ়াইনে যে বিরাট কিছু পরিবর্তন করা হচ্ছে, এমনটা নয়। আগের তুলনায় গ্লিফ ইন্টারফেসটি আরও কাস্টমাইজ়েবল। তাছাড়া আগের তুলনায় আরও লম্বা ডিসপ্লে এবং আরও পুনর্ব্যবহারযোগ্য মেটিরিয়াল ব্যবহার করা হচ্ছে ফোনটিতে। ব্যাটারি আগের 4,500mAh এর থেকে বেড়ে 4,700mAh করা হচ্ছে। তবে চার্জিং প্রযুক্তি আগের মতো একই থাকছে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে Snapdragon 8+ Gen 1 প্রসেরের সাহায্যে।

সফটওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে Nothing OS 2.0, যা অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক। ফোনের দাম সম্পর্কে সংস্থাটি কিছু না জানালেও 40,000 টাকার মধ্যেই তা লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে।