Alipurduar: প্রথমে তুলে আছাড়, পরে বুকে ওপর পা দিয়ে চাপ! ছুটিতে বাড়িতে এসে বাড়িতেই পুলিশকর্মীর সঙ্গে মর্মান্তিক ঘটনা

Alipurduar: পরিবার সূত্রে জানা গিয়েছে,  সম্প্রতি ছুটিতে সিন্টু নিজের বাড়ি দক্ষিণ লতাবাড়িতে এসেছিলেন। রবিবার ভোরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি দলছুট বুনো হাতি এলাকায় প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে থাকে।

Alipurduar: প্রথমে তুলে আছাড়, পরে বুকে ওপর পা দিয়ে চাপ! ছুটিতে বাড়িতে এসে বাড়িতেই পুলিশকর্মীর সঙ্গে মর্মান্তিক ঘটনা
পুলিশকর্মীর মৃত্যুImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2025 | 12:47 PM

আলিপুরদুয়ার: ছুটিতে বাড়িতে এসেছিলেন পুলিশকর্মী। গ্রামের বাড়িতে আসার পর বুঝতে পারেন পাড়া পড়শিরা সব ত্র্যস্ত হয়ে রয়েছেন। কারণ যখনতখন লোকালয়ে ঢুকে পড়ছে হাতি। পায়ে পিষে নষ্ট করতে ফসল। ইতিমধ্যেই প্রচুর ক্ষতি হয়ে বাড়ির। শনিবার তাড়াতাড়িও রাতেই খাওয়া সেরে নিয়েছিলেন পুলিশ কর্মী। এরপরই গ্রামে হইচই শুনতে পান। বেরিয়ে গিয়ে দেখেন হাতি ঢুকেছে এলাকায়। নিজের ভাইপোকে নিয়ে হাতি তাড়াতে বেরিয়ে যান। শুঁড়ে তুলে আছাড় মেরে পায়ে পিষে পুলিশ কর্মীকে মারল হাতিটি। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের দক্ষিণ লতাবাড়ি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সিন্টু টিগ্গা। তিনি দার্জিলিঙ পুলিশে কর্মরত। তাঁর বাড়ি আলিপুরদুয়ারের দক্ষিণ লতাবাড়ি এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে,  সম্প্রতি ছুটিতে সিন্টু নিজের বাড়ি দক্ষিণ লতাবাড়িতে এসেছিলেন। রবিবার ভোরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি দলছুট বুনো হাতি এলাকায় প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে থাকে। হাতি আসছে টের পেয়ে সিণ্টু টিগ্গা ও তাঁর দুই ভাই ও এক ভাইপো ঘর থেকে বের হন।  হাতি তাড়াতে শুরু করেন।

হাতি তাঁদের বাড়ির সুপারি বাগানে তখন ঢুকে পড়ে ক্ষয়ক্ষতি করা শুরু করেছে। বাধা দেওয়ায় আচমকাই হাতিটি তাঁদের দিকে তেড়ে আসে। হাতি তাড়া করেছে দেখে, সিন্টুরা উল্টোদিকে দৌড় শুরু করেন। অন্যরা পালাতে সক্ষম হলেও হাতি সিণ্টুকে কাছে পেয়ে শুঁড়ে তুলে আছাড় মারে। তারপর বুকে পা তুলে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিন্টু। এই ঘটনায় এলাকায় ব্যাপক চ্যাঞ্চল্য ছড়ায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।