এসে গেল Vivo Y77e, দাম 20,000 টাকা, 60Hz ডিসপ্লে, 13MP ক্যামেরা, আর কী?

Vivo Y77e Price And Specifications: একটি চমৎকার স্মার্টফোন নিয়ে এসেছে ভিভো। সেই নতুন ফোনটিতে রয়েছে OLED ডিসপ্লে, 5000mAh ব্যাটারি-সহ আরও একাধিক আকর্ষণীয় ফিচার। দেখে নিন।

এসে গেল Vivo Y77e, দাম 20,000 টাকা, 60Hz ডিসপ্লে, 13MP ক্যামেরা, আর কী?
ভারতে কবে আসছে এই ফোন?
Follow Us:
| Edited By: | Updated on: Aug 16, 2022 | 7:07 AM

ভিভো তার জনপ্রিয় ‘Y’ সিরিজ়ের একটি নতুন হ্যান্ডসেট লঞ্চ করল, যার নাম Vivo Y77e। আপাতত কেবল চিনের মার্কেটেই ফোনটি নিয়ে আসা হয়েছে। তবে শীঘ্রই তা ভারত-সহ বিশ্বের অন্যান্য প্রান্তেও লঞ্চ করে যাবে বলে মনে করা হচ্ছে। মালয়েশিয়াতে Vivo Y77 5G ফোন লঞ্চ করেছিল কয়েক দিন আগেই। তার সঙ্গে এই নতুন চিনা ফোনের অনেক সামঞ্জস্য রয়েছে। গুরুত্বপূর্ণ কিছু ফিচারের মধ্যে এই ফোনে রয়েছে ফুল HD+ OLED ডিসপ্লে, একটি 13MP মেইন ক্যামেরা, পারফরম্যান্সের জন্য একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 810 প্রসেসর এবং অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি।

Vivo Y77e: দাম ও উপলব্ধতা

Vivo Y77e ফোনটি চিনের বাজারে লঞ্চ করা হয়েছে CNY 1,699 দামে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 20,100 টাকা। এই দাম ফোনের 8GB/128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য। এছাড়া ফোনের আরও দুটি স্টোরেজ মডেল রয়েছে। তবে সেই 6GB/128GB এবং 8GB/256GB ভ্যারিয়েন্ট দুটির দাম এখনও পর্যন্ত সংস্থার তরফে জানানো হয়নি। ভারত-সহ অন্যান্য মার্কেটে ফোনটি কবে নাগাদ লঞ্চ করবে, সে বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছুই জানায়নি ভিভো।

Vivo Y77e: স্পেসিফিকেশন, ফিচার

এই ফোনে রয়েছে 6.58 ইঞ্চির ফুল HD+ OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 60Hz এবং টাচ স্যাম্পলিং রেট 180Hz। ক্রিস্টাল ব্ল্যাক, ক্রিস্টাল পাউডার, সামার লিসেনিং টু দ্য সি কালার এই তিনটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে ফোনটির।

Vivo Y77e ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট। প্রাইমারি সেন্সর হিসেবে এই ফোনে একটি 13MP সেন্সর রয়েছে। সেকেন্ডারি হিসেবে রয়েছে একটি 2MP ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

পারফরম্যান্সের দিক থেকে এই ভিভো ফোনটি চালিত হবে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 810 চিপসেটের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 8GB পর্যন্ত র‌্যাম এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। সফটওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক অরিজিন OS ওশিয়ান। অত্যন্ত শক্তিশালী একটি 5,000 ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18W ফাস্ট-চার্জিং সাপোর্ট করে।

কানেক্টিভিটির জন্য ফোনটিতে রয়েছে ব্লুটুথ 5.1, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, 5G, একটি 3.5mm হেডফোন জ্যাক, জিপিএস এবং টাইপ-সি চার্জিং পোর্ট।