Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Xiaomi Fan Festival Offer: 10,000 টাকা সস্তা হয়ে গেল Xiaomi 13 Pro, অফার এই এপ্রিল পর্যন্তই

Xiaomi 13 Pro Offer: কোম্পানি বছরের শুরুতে ভারতে তার Xiaomi 13 সিরিজের স্মার্টফোন Xiaomi 13, Xiaomi 13 Pro এবং Xiaomi 13 Lite চালু করেছিল। এবার এই নতুন ফোনেই আপনি অনেক ছাড় পেয়ে যাবেন।

Xiaomi Fan Festival Offer: 10,000 টাকা সস্তা হয়ে গেল Xiaomi 13 Pro, অফার এই এপ্রিল পর্যন্তই
Follow Us:
| Edited By: | Updated on: Apr 13, 2023 | 11:53 AM

Xiaomi Fan Festival Discount: সদ্য লঞ্চ হওয়া কোনও ফোনের দাম কবে কমবে, সেই দিকে বহু মানুষের নজর থাকে। আর কোম্পানিও বেশি বিক্রির জেরে মোবাইলে একের পর এক অফার দিতে থাকে। কখনও কোম্পানি, আবার কখনও কোনও অ-কমার্স সাইট সেই সব অফার দেয়। এবার সম্প্রতি লঞ্চ হওয়া Xiaomi 13 Pro এর দাম কমানো হয়েছে দেশে। কোম্পানি বছরের শুরুতে ভারতে তার Xiaomi 13 সিরিজের স্মার্টফোন Xiaomi 13, Xiaomi 13 Pro এবং Xiaomi 13 Lite চালু করেছিল। এবার এই নতুন ফোনেই আপনি অনেক ছাড় পেয়ে যাবেন। বর্তমানে 10 হাজার টাকা কম দামে কিনতে পারবেন। চলুন সমস্ত অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

কীভাবে এত কমে পাবেন?

Xiaomi 13 Pro ভারতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল। সেই সময় ফোনটির দাম রাখা হয়েছিল 79,999 টাকা। দেশে অনুষ্ঠিত হতে যাওয়া Xiaomi ফ্যান ফেস্টে কোম্পানি তাদের এই ফোনটি ছাড়ে দেবে। আপনি Xiaomi ফ্যান ফেস্টের সময় 71,999 টাকা দামে Xiaomi 13 Pro-এর 12GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি কিনতে পারবেন। এর সঙ্গে কোম্পানিটি Xiaomi এবং Redmi ব্যবহারকারীদের জন্য লয়ালটি ডিসকাউন্টও দিচ্ছে। যার কারণে এই ফোনের দাম হবে মাত্র 69,999 টাকা। তবে এই অফার আপনি শুধু চলতি মাসেই পাবেন।

Xiaomi 13 Pro-এর ফিচার এবং স্পেসিফিকেশন:

Xiaomi 13 Pro-এ ডুয়াল ন্যানো সিম সাপোর্ট করে। এতে রয়েছে একটি 6.73-ইঞ্চি 2K OLED ডিসপ্লে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট 120Hz পর্যন্ত এবং টাচ স্যাম্পলিং রেট 240Hz। ফোনটি Qualcomm-এর সর্বশেষ এবং সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Gen 2 চিপসেট রয়েছে। এটিতে 12GB RAM দেওয়া হয়েছে। এছাড়াও, এই স্মার্টফোনটি UFS 4.0 অনবোর্ড স্টোরেজ রয়েছে। ডিভাইসটি MIUI 14-এ চলে।

ফিচারের সম্পর্কে বলতে গেলে , Xiaomi 13 Pro- তে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট, একটি 50-মেগাপিক্সেল 1-ইঞ্চি Sony IMX989 প্রাথমিক সেন্সর, একটি 50-মেগাপিক্সেল ভাসমান টেলিফোটো সেন্সর এবং একটি 50-মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল সেন্সর রয়েছে। এছাড়াও, এতে 75 মিমি ফ্লোটিং টেলিফটো লেন্স এবং 32 মেগাপিক্সেল লেন্স দেওয়া হয়েছে। Xiaomi 13 Pro 120W তারযুক্ত দ্রুত চার্জিং সাপোর্ট এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ একটি 4,820mAh ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। এছাড়াও এতে রয়েছে 5G, 4G, Wi-Fi 6, Bluetooth v5.3, GPS এবং NFC কানেক্টিভিটি সাপোর্ট। Xiaomi 13 Pro IP68 রেটিং পেয়েছে।