২৩ মার্চ লঞ্চ হবে ওয়ানপ্লাসের স্মার্টওয়াচ, দেখুন সম্ভাব্য ফার্স্টলুক

লঞ্চ হওয়ার আগে থেকেই ওয়ানপ্লাসের ফিটব্যান্ড নিয়ে গ্যাজেট প্রেমীদের মধ্যে উৎসাহ রয়েছে। যবে থেকে শোনা গিয়েছে যে ওয়ানপ্লাসও এবার স্মার্টওয়াচ লঞ্চ করবে, তবে থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলে।

২৩ মার্চ লঞ্চ হবে ওয়ানপ্লাসের স্মার্টওয়াচ, দেখুন সম্ভাব্য ফার্স্টলুক
ওয়ানপ্লাসের এই ফিটনেস ব্যান্ডে গোলাকার ডায়াল থাকবে।
Follow Us:
| Updated on: Mar 24, 2021 | 3:09 PM

স্মার্টফোনের পর এবার স্মার্টওয়াচ লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস। ইতিমধ্যেই এই ফিটনেস ব্যান্ডের প্রাথমিক লুক প্রকাশ্যে এসেছে। সেই সঙ্গে জানা গিয়েছে, চিনে এই ফিটব্যান্ডের জন্য প্রিবুকিংও শুরু হয়ে গিয়েছে। আগামী ২৩ মার্চ ওয়ানপ্লাস ৯ সিরিজের স্মার্টফোন লঞ্চ হবে। সেই দিনই লঞ্চ হবে ওয়ানপ্লাসের স্মার্টওয়াচ।

আনুষ্ঠানিক ভাবে ওয়ানপ্লাস কর্তৃপক্ষ অবশ্য এই ফিটনেস ব্যান্ডের লুক প্রকাশ্যে আনেননি এখনও তবে জনপ্রিয় ইউটিউবার Unbox Therapy নিজের টুইটার হ্যান্ডেলে ওয়ানপ্লাস ফিটব্যান্ডের একটি লুক রিভিল করেছেন। সেই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যম। Unbox Therapy- র শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, ওয়ানপ্লাসের স্মার্টওয়াচে রয়েছে গোলাকার ডায়াল। সাধারণত অন্যান্য ফিটনেস ব্যান্ডে চৌকো-সরু-লম্বাটে ডায়াল থাকে। এক্ষেত্রে ব্যাপারটা তেমন নয়। সাইডে দু’টি বাটনও লক্ষ্য করা গিয়েছে।

আরও পড়ুন- আসছে অ্যানড্রয়েড ১২, নতুন আপডেটের সঙ্গে ফোনে অত্যাধুনিক ফিচার যুক্ত করবে গুগল

লঞ্চ হওয়ার আগে থেকেই ওয়ানপ্লাসের ফিটব্যান্ড নিয়ে গ্যাজেট প্রেমীদের মধ্যে উৎসাহ রয়েছে। যবে থেকে শোনা গিয়েছে যে ওয়ানপ্লাসও এবার স্মার্টওয়াচ লঞ্চ করবে, তবে থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলে। সূত্রের খবর, চিনে নাকি ইতিমধ্যেই প্রিবুকিং শুরু হয়ে গিয়েছে। চিনের অনলাইন রিটেলার JD.com- এ এই প্রিবুকিং শুরু হয়েছে বলে সূত্রের খবর। প্রিবুকিংয়ের জন্য ক্রেতাদের ভারতীয় মুদ্রায় ৬০০ টাকা জমা রাখতে হচ্ছে। অর্থাৎ ডিপোজিট মানি দিতে হচ্ছে। চিনের মুদ্রায় CNY 50। যাঁরা প্রিবুকিং করছেন, শোনা গিয়েছে তাঁরা নাকি CNY 100 (ভারতীয় মুদ্রায় প্রায় ১১০০ টাকা) ডিসকাউন্ট পাবেন ফাইনাল পারচেজের উপর। অর্থাৎ ফিটব্যান্ড কেনার সময় এই ছাড় পাবেন। তবে ওয়ানপ্লাসের ফিটনেস ব্যান্ডের সঠিক দাম এখনও জানা যায়নি।

ওয়ানপ্লাসের স্মার্টওয়াচের সম্ভাব্য ফিচার-

১। হার্ট রেটের পাশাপাশি স্টেপ মনিটর করার ফিচার থাকবে ওয়ান প্লাসের এই ফিটনেস ব্যান্ডে। এই ডিভাইস হতে চলেছে ওয়াটার রেসিসট্যান্ট। যে টিজার প্রকাশ পেয়েছে সেখানে দেখা গিয়েছে, কালো এবং রুপোলি রঙে পাওয়া যাবে এই ফিট ব্যান্ডে।

২। এই ফিট ব্যান্ডে থাকবে সাইট বাটন, রাবার বা সিলিকনের স্ট্র্যাপ এবং গোলাকার ডায়াল। RTOS-based operating system- এ চলবে এই স্মার্টওয়াচ। সেই সঙ্গে থাকবে অত্যাধুনিক ব্যাটারি যা দীর্ঘক্ষণ সচল থাকবে।

৩। এই ফিটনেস ট্র্যাকার ইউজারের ঘুমের প্যাটার্ন, স্ট্রেস লেভেল, ব্লাড প্রেশারও পরিমাপ করতে পারে। এই ফিটনেস ব্যান্ড IP68 rate প্রাপ্ত এবং ডাস্ট অর্থাৎ ধুলোর ক্ষেত্রেও রেসিসট্যান্ট। সুমিং মোডের পাশাপাশি থাকবে অটোম্যাটিক ওয়ার্কআউট ডিটেকশন ফিচার।

৪। ওয়ান প্লাসের এই ফিট ব্যান্ডে থাকবে ৪ জিবি স্টোরেজ এবং ৪৬ মিলিমিটারের ডায়াল। এর সঙ্গেই থাকবে Warp Charge technology। এই ফিচারের সাহায্যে মাত্র ২০ মিনিট চার্জ দিলেই সাতদিন চালু থাকবে ফিট ব্যান্ড।

৫। অন্যান্য স্মার্টওয়াচের মতোই ওয়ান প্লাসের এই ফিটনেস ব্যান্ডের সাহায্যেও ফোন কলের জবাব দেওয়া যাবে। পাশাপাশি ফোনের সমস্ত নোটিফিকেশন কন্ট্রোল করা যাবে। সেই সঙ্গে চালানো যাবে গানও। শোনা যাচ্ছে এই ফিটনেস ব্যান্ডে থাকবে স্ট্যান্ডার্ড এবং এলটিই ভ্যারিয়েন্ট।