ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এফ১৯ প্রো সিরিজের দু’টি মডেল, দাম কত, রয়েছে কী কী বিশেষ বৈশিষ্ট্য?

দু'টি ফোনই পাওয়া যাবে, ফ্লুইড ব্ল্যাক এবং স্পেস স্লিভার কালারে। 

ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এফ১৯ প্রো সিরিজের দু'টি মডেল, দাম কত, রয়েছে কী কী বিশেষ বৈশিষ্ট্য?
ওপ্পো এফ১৯ প্রো মডেলে থাকবে ৪জি পরিষেবা। আর ওপ্পো এফ১৯ প্রো প্লাস মডেলে থাকবে ৫জি সাপোর্ট।
Follow Us:
| Updated on: Mar 09, 2021 | 10:07 AM

সোমবার ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এফ১৯ প্রো সিরিজের দু’টি মডেল। ওপ্পো এফ১৯ প্রো এবং ওপ্পো এফ১৯ প্রো প্লাস, এই দু’টি মডেল লঞ্চ হয়েছে গতকাল। কোয়াড রেয়ার ক্যামেরার সঙ্গে এই দু’টি মডেলেই রয়েছে সুপার AMOLED ডিসপ্লে।

ওপ্পো এফ১৯ প্রো এবং ওপ্পো এফ১৯ প্রো প্লাস, এই দু’টি মডেলের দাম-

১। ওপ্পো এফ১৯ প্রো প্লাসের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯০ টাকা।

২। ওপ্পো এফ১৯ প্রো মডেলের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৪৯০ টাকা। আর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৪৯০ টাকা।

দু’টি ফোনই পাওয়া যাবে, ফ্লুইড ব্ল্যাক এবং স্পেস স্লিভার কালারে।

১৭ মার্চ থেকে ওপ্পো এফ১৯ প্রো এবং ওপ্পো এফ১৯ প্রো প্লাসে সেল শুরু হচ্ছে। ইতিমধ্যেই প্রি-অর্ডার দেওয়ার পদ্ধতি শুরু হয়েছে। ওপ্পো এফ১৯ প্রো মডেলের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে সেল শুরু হবে ২৫ মার্চ থেকে।

এই দু’টি ফোনের পাশাপাশি ওপ্পো একটি ব্যান্ড স্টাইল লঞ্চ করছে। এর দাম ২৭৯৯ টাকা। অ্যামাজন ইন্ডিয়া থেকে এখনই এই ব্যান্ড কিনতে পারবেন ক্রেতারা।

ওপ্পো এফ১৯ প্রো মডেলের বিভিন্ন ফিচার-

১। ডুয়াল সিমের এই ফোনে রয়েছে অ্যানড্রয়েড ১১ বেসড ColorOS 11.1।

২। ৬.৪৩ ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে।

৩। কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপে থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেনসর।

৪। এই মডেলের ব্যাটারি 4,310mAh। সঙ্গে থাকছে 30W VOOC ফাস্ট চার্জিং সাপোর্ট।

ওপ্পো এফ ১৯ প্রো প্লাস মডেলের বিভিন্ন ফিচার-

১। ডুয়াল সিমের এই ফোনে রয়েছে অ্যানড্রয়েড ১১ বেসড ColorOS 11.1। এছাড়াও রয়েছে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস (1,080×2,400 pixels) সুপার AMOLED ডিসপ্লে। রিফ্রেশ রেট 60Hz।

২। এই ফোনের ক্যামেরায় রয়েছে চমক। কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ম্যাক্রো শুটার, ২ মেগাপিক্সেল পোর্ট্রেট সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। এছাড়াও থাকছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

৩। ওপ্পো এফ১৯ প্রো প্লাস মডেলে থাকছে ৫জি পরিষেবা। এছাড়াও থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। ফোনের ব্যাটারি 4,310mAh। সেই সঙ্গে থাকছে 50W ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট।