AC-র সবথেকে কার্যকর মোড, যা আপনার ইলেকট্রিক বিল বাঁচাতে পারে, পাওয়ার সেভার সম্পর্কে জানেন?

AC Power Saver: AC-তে একাধিক মোড থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, ফ্যান মোড, কুলিং মোড এবং পাওয়ার সেভার মোড। এই তিনটি মোড কোন কোন কাজে লাগে, তা কি জানা আছে আপনার? আমাদের অনেকের বাড়িতেই এমন এসি রয়েছে, যা ঠিক ভাবে ঘরও ঠান্ডা করে না আবার বিলও আসে অনেক বেশি।

AC-র সবথেকে কার্যকর মোড, যা আপনার ইলেকট্রিক বিল বাঁচাতে পারে, পাওয়ার সেভার সম্পর্কে জানেন?
এয়ার কন্ডিশনারের পাওয়ার সেভার।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 28, 2023 | 6:50 PM

Air Conditioner অনেকেই ব্যবহার করেন। কিন্তু একটা AC বা এয়ার কন্ডিশনারে কী-কী ফিচার থাকে, সে সম্পর্কে অনেকেরই কোনও ধারণা নেই। অনেকেই হয়তো এসির ফিচারগুলি সম্পর্কে জানেন। কিন্তু সেগুলি কী কাজে আসে, কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে সঠিক তথ্য নেই অনেকের কাছেই। AC-তে একাধিক মোড থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, ফ্যান মোড, কুলিং মোড এবং পাওয়ার সেভার মোড। এই তিনটি মোড কোন কোন কাজে লাগে, তা কি জানা আছে আপনার? আমাদের অনেকের বাড়িতেই এমন এসি রয়েছে, যা ঠিক ভাবে ঘরও ঠান্ডা করে না আবার বিলও আসে অনেক বেশি। অনেকেই ভাবেন যে, এসির কুলিং মোড হল সবথেকে কার্যকর। আসলে কিন্তু তা নয়।

এসির সবথেকে কার্যকর মোড হল পাওয়ার সেভিং মোড। এই মোডে আপনি যদি AC চালান, তাহলে ঘরও যেমন দ্রুত ঠান্ডা হবে। তেমনই আবার ইলেকট্রিক বিলও অনেকটাই বাঁচবে। আগেকার দিনে এসিতে কোনও পাওয়ার সেভার বা পাওয়ার সেভিং মোড থাকত না। কিন্তু হালফিলের প্রায় সব এয়ার কন্ডিশনারে পাওয়ার সেভিং মোড থাকে। এই বিশেষ মোডে আপনি এয়ার কন্ডিশনারে যে তাপমাত্রা সেট করে রাখেন, ঘরের তাপমাত্রাও ঠিক তাই থাকে। এসিতে পাওয়ার সেভিং মোড সেট করে রাখলে তা নির্ধারিত তাপমাত্রায় পৌঁছনোর পরে ঘরের পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায়। তখন কম্প্রেসর না চলার ফলে আখেরে আপনার বিদ্যুৎ খরচও কমে যায়।

AC-র পাওয়ার সেভার মোড কি কুলিংয়ে প্রভাব ফেলে

এয়ার কন্ডিশনারের পাওয়ার সেভার মোড কোনও ভাবেই তার কুলিংকে প্রভাবিত করে না। আপনি এসিতে যা তাপমাত্রা সেট করে রাখবেন, ঘরের তাপমাত্রাও ঠিক একই থাকে। রাতে আপনি যদি ঘরের তাপমাত্রা 24 বা 25 ডিগ্রি সেলসিয়াসে সেট করে ঘুমাতে যান, তাহলে সারা রাতই আপনার ঘরের তাপমাত্রা একই থাকবে। তার ফলে এসি যদি 2-4 ঘণ্টা নাগাড়ে চলে, তাহলেও আপনার ঠান্ডা লাহবে না।

কুলিং মোড কীভাবে কাজ করে

একটা এয়ার কন্ডিশনারের কুলিং মোড হল তার ডিফল্ট মোড। স্প্লিট এবং উইন্ডো দুই ধরনের এসিতেই এই বিশেষ মোডটি রয়েছে। কুলিং মোডও আপনার ঘর দ্রুত ঠান্ডা করতে পারে। তবে এই মোডে এসি চালিয়ে ইলেকট্রিক বিলের খরচ কমাতে আপনাকে অন্যান্য আরও বেশ কিছু বিষয়ের উপরে নজর রাখতে হয়।