Inverter LED Bulb: লোডশেডিংয়ের বাড়বাড়ন্তের জেরে বাজারে Inverter LED বাল্ব কেনার ধুম, 4 ঘণ্টা জ্বলবে বিদ্যুৎ ছাড়াই

Rechargeable Inverter LED Bulb: আপনাকে যে বাল্বটির কথা বলা হচ্ছে, সেটি হল ইনভার্টার রিচার্জবেল ইমার্জেন্সি লেড বাল্ব। আপনি অনলাইন এবং অফলাইন উভয়ই জায়গা থেকেই কিনতে পারবেন।

Inverter LED Bulb: লোডশেডিংয়ের বাড়বাড়ন্তের জেরে বাজারে Inverter LED বাল্ব কেনার ধুম, 4 ঘণ্টা জ্বলবে বিদ্যুৎ ছাড়াই
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2023 | 11:26 AM

সাধারণত অনেক বাড়িতে এখনও LED বাল্ব ব্যবহার করা হয়। তার সবথেকে বড় কারণ হল এই ধরনের LED বাল্বগুলির দাম অনেকটাই কম হয়। তবে অনেক মানুষই জানেন না, বাজারে এখন অনেক স্মার্ট বাল্বও পাওয়া যায়। আবার আপনি চাইলে ইনভার্টার LED বাল্বও কিনতে পারেন। এর আসল সুবিধা হল, আপনার বাড়িতে কারেন্ট চলে গেলেও এটি জ্বলবে। অর্থাৎ বাড়িতে যদি ইনভার্টার না থাকে, তাহলে এই ধরনের ইনভার্টার LED বাল্ব আপনার জন্য উপযুক্ত। আপনার মনে হতে পারে, এগুলো কিনতে হলে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে। একদমই তা নয়। এই বাল্বগুলিও খুব বেশি দামী নয়। চলুন জেনে নেওয়া যাক এই ধরনের ইনভার্টার LED বাল্বগুলি কীভাবে কাজ করে? আর কোথা থেকে কিনবেন?

এটি সাধারণ LED বাল্ব থেকে আলাদা:

আপনাকে যে বাল্বটির কথা বলা হচ্ছে, সেটি হল ইনভার্টার রিচার্জবেল ইমার্জেন্সি এলইডি বাল্ব। আপনি অনলাইন এবং অফলাইন উভয়ই জায়গা থেকেই কিনতে পারবেন। এই ইনভার্টার বাল্বটি সাধারণ এলইডি বাল্বের থেকে আলাদা, কারণ একবার বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেলে সাধারণ এলইডি বাল্ব কাজ করা বন্ধ করে দেয়। তবে ইনভার্টার এলইডি বাল্বের ক্ষেত্রে এটি হয় না। আসলে ইনভার্টার এলইডি বাল্ব বিদ্যুৎ চলে গেলেও বন্ধ হয়ে যায় না। আপনার মনে হতেই পারে যে, এটা নিশ্চয়ই কয়েক মিনিটের জন্য জ্বলে থাকে। কিন্তু না, বরং এই বাল্বটি প্রায় 3-4 ঘন্টা ধরে একটানা আলো জ্বালাতে থাকে এবং বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়ার পরেও বন্ধ হয় না।

এই বাল্বে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?

ইনভার্টার রিচার্জবেল ইমার্জেন্সি বাল্বটি ব্যাটারিতে চলে। অর্থাৎ আপনি এটিকে চার্জ করতে পারবেন। এর ভিতরে একটি লিথিয়াম আয়রন ব্যাটারি রয়েছে। এর মানে এই নয় যে, আপনি বিদ্যুৎ থাকাকালীন এটি ব্যবহার করতে পারবেন না। এটিকে আপনি কারেন্ট থাকাকালীন যখন ব্যবহার করবেন, তখনও এটি চার্জ হতে থাকবে। এটি চার্জ করার জন্য আপনাকে আলাদাভাবে কিছু করতে হবে না। এটি চালু থাকা অবস্থায় নিজে থেকেই চার্জ হয়ে যায়। আপনি সহজেই এটি 300 থেকে 400 টাকায় কিনতে পারবেন।