Apple Watch: ডাক্তারের কাছে যাওয়ার আগেই মহিলার গর্ভাবস্থার খবর দিল অ্যাপল ঘড়ি

Apple Watch Detects Pregnancy: এই প্রথম বারের মতো অ্যাপল ওয়াচ একজন ব্যবহারকারীর ক্লিনিক্যাল পরীক্ষার আগেই তাঁর গর্ভাবস্থা সনাক্ত করতে সক্ষম হয়েছে। হ্যাঁ, ওই অ্যাপল ওয়াচ ব্যবহারকারী মহিলাকে ডাক্তারের কাছে যেতে হয়নি, ঘড়ির সুবাদেই জানতে পারেন তিনি সন্তানসম্ভবা।

Apple Watch: ডাক্তারের কাছে যাওয়ার আগেই মহিলার গর্ভাবস্থার খবর দিল অ্যাপল ঘড়ি
এই প্রথম কোনও মহিলার গর্ভবতী হওয়ার খবর জানাল অ্যাপল ওয়াচ। ছবি সৌজন্যে: 9To5Mac।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2022 | 5:43 PM

Pregnancy Detected By Apple Watch: মানুষের প্রাণ বাঁচাচ্ছে অ্যাপল ঘড়ি, সাম্প্রতিক অতীতে এমন নানাবিধ খবর আমাদের নজরে আসে। অস্বাভাবিক হৃদস্পন্দন, অক্সিজেন স্যাচুরেশন এবং আরও অনেক কিছু সনাক্ত করে মানুষের বিপদঘণ্টি বাজার আগেই জিয়নকাঠির ভূমিকায় অবতীর্ণ হয় অ্যাপলের স্মার্ট ঘড়িগুলি। তবে এই প্রথম বারের মতো অ্যাপল ওয়াচ একজন ব্যবহারকারীর ক্লিনিক্যাল পরীক্ষার আগেই তাঁর গর্ভাবস্থা সনাক্ত করতে সক্ষম হয়েছে। হ্যাঁ, ওই অ্যাপল ওয়াচ ব্যবহারকারী মহিলাকে ডাক্তারের কাছে যেতে হয়নি, ঘড়ির সুবাদেই জানতে পারেন তিনি সন্তানসম্ভবা।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে 34 বছরের ওই মহিলা তাঁর অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, গত 15 দিন ধরে তাঁর বর্ধিত হার্ট রেটের বিষয়টি সম্পর্কে অ্যালার্ট করতে থাকে অ্যাপল ওয়াচ। তাঁর কথায়, “সাধারণত আমি বিশ্রাম নেওয়ার সময় হৃদস্পন্দন থাকে 57, কিন্তু হঠাৎ করেই তা বেড়ে 72 হয়ে যায়।” ডায়েট ও রুটিনের বিষয় উল্লেখ করে তিনি প্রকাশ করেছেন, নিয়মিত জিমে যান এবং ভাল ডায়েট অনুসরণ করেন। পাশাপাশি, তিনি তার 18 মাস বয়সী শিশুকে বুকের দুধও খাওয়াচ্ছেন। সুতরাং, হৃদস্পন্দন বৃদ্ধির কারণের দিকে কিছুই তাঁকে নির্দেশ করেনি। উল্লেখযোগ্যভাবে, তাঁর পিরিয়ডসও হচ্ছিল না।

তবে হৃদস্পন্দন বৃদ্ধির একাধিক কারণ থাকতে পারে। মহিলা প্রথমে কোভিড টেস্ট করান, যার রিপোর্ট নেগেটিভ আসে। ঠান্ডা লাগা এবং জ্বরের পরীক্ষাও করেছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে সবকিছুই স্বাভাবিক ছিল। কিন্তু কী কারণে এমনটা হচ্ছে, তা বুঝতে না পেরে মহিলা অনলাইনে সম্ভাব্য কারণ অনুসন্ধান করেছিলেন। অনলাইনে তিনি একটি আর্টিকল পড়েছিলেন, যাতে বলা হয়েছে গর্ভাবস্থার প্রথম দিকে মহিলারা হৃদস্পন্দন বৃদ্ধি রেকর্ড করতে পারে। তাঁর কথায়, “আমি জানতে পারি, কখনও কখনও প্রাথমিক গর্ভাবস্থায় এমনটা ঘটে থাকে। নিজে তো একপ্রকার নিশ্চিত হয়েই গিয়েছিলাম, তাৎক্ষণিকভাবে হলেও এই পরীক্ষাটি আমার জন্য যথেষ্ট ইতিবাচক ছিল।”

তারপর তিনি ক্লিনিকে যান, ডাক্তারের সঙ্গে বিষয়টি একবার আলোচনা করতে। ডাক্তার জানান, তিনি চার সপ্তাহের গর্ভবতী। যেহেতু তাঁর গর্ভাবস্থা প্রাথমিক পর্যায়ে ছিল, তাই সেই সম্পর্কিত অনেক উপসর্গ ধরা পড়ছিল না। কিন্তু আশ্চর্যজনকভাবে তাঁর অ্যাপল ওয়াচ শরীরে অস্বাভাবিক কিছু সম্পর্কে সনাক্ত করে এবং সতর্কও করে, যার ফলে হৃদস্পন্দন অনেকটাই বেড়ে যায়।

গর্ভাবস্থা সনাক্ত করার জন্য অ্যাপল ওয়াচকে কৃতিত্ব দিয়ে, তিনি অ্যাপল ব্যবহারকারীদের ওয়াচের হার্ট রেট সতর্কতার দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

অ্যাপল তার স্মার্টওয়াচের সঙ্গে স্বাস্থ্যসংক্রান্ত নানাবিধ বৈশিষ্ট্য অফার করে। ডিভাইসটি ইসিজি, হার্ট রেট, অক্সিমিটার, মাসিক চক্র ট্র্যাকিং এবং আরও অনেক কিছু নিরীক্ষণ করতে পারে নিখুঁত ভাবে। ডিফল্টরূপে ট্র্যাকিং এবং পূর্বাভাসেও সক্ষম অ্যাপল। ব্যবহারকারীরা যে কোনও সময় এই ট্র্যাকিং বৈশিষ্ট্যগুলিকে সক্ষম এবং নিষ্ক্রিয় করতে পারেন। হার্ট রেট ডেটা এবং ভবিষ্যদ্বাণী নিয়ন্ত্রণ করতে-

1) আপনার iPhone-এ Health অ্যাপ খুলুন।

2) ব্রাউজ ট্যাবে প্রেস করুন।

3) সাইকেল ট্র্যাকিং অপশনে ট্যাপ করুন।

4) নীচে স্ক্রোল করুন এবং অপশনে প্রেস করুন।

5) হার্ট রেট ডেটা টগল করে বন্ধ করুন।