Haier-এর নতুন স্মার্ট OLED TV, দুর্ধর্ষ পিকচার কোয়ালিটি, দাম 1,69,999 টাকা
Haier C11 OLED TV Price And Specifications: 55 ইঞ্চি এবং 65 ইঞ্চি এই দুই স্ক্রিন সাইজ়ে পাওয়া যাবে স্মার্ট টেলিভিশনটি। Haier C11 OLED TV-র দাম শুরু হচ্ছে 1,69,999 টাকা থেকে। সংস্থার ই-স্টোর এবং রিটেল দোকানগুলি থেকে স্মার্ট টেলিভিশনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।
Haier ভারতে একটি দুর্ধর্ষ স্মার্টটিভি লঞ্চ করে দিল। সেই নতুন টিভির নাম । এই স্মার্টটিভির জরুরি ফিচারের মধ্যে রয়েছে 120Hz ডিসপ্লে ও তার সঙ্গে ডলবি ভিসন IQ। হার্মাল কার্ডন স্পিকার থাকার ফলে এই স্মার্টটিভি দুর্ধর্ষ সাউন্ড কোয়ালিটিও দিতে পারে। 55 ইঞ্চি এবং 65 ইঞ্চি এই দুই স্ক্রিন সাইজ়ে পাওয়া যাবে স্মার্ট টেলিভিশনটি। Haier C11 OLED TV-র দাম শুরু হচ্ছে 1,69,999 টাকা থেকে। সংস্থার ই-স্টোর এবং রিটেল দোকানগুলি থেকে স্মার্ট টেলিভিশনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।
Haier C11 OLED TV: ফিচার ও স্পেসিফিকেশন
এই স্মার্টটিভিতে দেওয়া হয়েছে OLED ডিসপ্লে। ভাইব্র্যান্ট কালার রিপ্রোডাকশনে সক্ষম এই টিভি HDR 10 সাপোর্ট করে। প্রায় সমস্ত গুগল টিভি ফিচার্সই রয়েছে Haier-এর নতুন টেলিভিশনে। সহজে কন্ট্রোলের জন্য রয়েছে ভয়েস রিকগনিশন টেকনোলজি। এই প্রযুক্তি থাকার ফলে স্মার্টটিভির ব্যবহারকারীরা ভয়েস কমান্ড দিয়েই চ্যানেল চেঞ্জ, ভলিউম অ্যডজাস্ট এবং যে কোনও কনটেন্ট সার্চ করেই দেখে নিচে পারবেন। অর্থাৎ রিমোটেরও দরকার হবে না। এই OLED TVতে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ 5.1 এবং ইউএসবি 2.0।
এই টেলিভিশনের ডিজ়াইন যতটা সম্ভব সাধারণ রাখা হয়েছে। সেরকম কোনও চাকচিক্য নেই এই টিভিতে। আলট্রা স্লিম বেজ়েল লেস ডিজ়াইন দেওয়া হয়েছে। রয়েছে ইন-বিল্ট সাউন্ড বার। Haier-এর এই স্মার্টটিভির আর একটি গুরুত্বপূর্ণ ফিচার হল মোশন কম্পেনসেশন টেকনোলজি বা MEMC প্রযুক্তি। ভ্যারিয়েবল রিফ্রেশ রেট এবং ডাবল লাইন গেট ফিচারও রয়েছে স্মার্টটিভিতে। এই দুই ফিচার ব্যাপক ভাবে সহায়ক হতে চলেছে গেমিং উৎসাহীদের জন্য। এর ফলে স্মার্টটিভির ব্যবহারকারীরা আরও মসৃণ, তীক্ষ্ণ পিকচার কোয়ালিটি পেতে পারেন। তার থেকেও বড় কথা হল, 120Hz রিফ্রেশ রেট ফাস্ট-মুভিং ইমেজও দিতে পারবে দর্শকদের।