Realme ও OnePlus ভারতে আর স্মার্টটিভি বিক্রি করবে না: রিপোর্ট
OnePlus এবং Realme উভয়ই ভারতে টিভি বিভাগ থেকে বেরিয়ে যাবে এবং আর কোনও নতুন মডেল তারা এদেশে তৈরি করবে না। আর টিভি থেকে নজর সরিয়ে রেখে স্মার্টফোন ব্যবসার দিকেই সম্পূর্ণ রূপে মনোনিবেশ করতে চায় সংস্থাটি। এখন OnePlus এবং Realme দুই সংস্থার টিভি সেগমেন্ট থেকে বেরিয়ে যাওয়ার অর্থ হল এই বাজারে Xiaomi-র একচ্ছত্র আধিপত্য।
ভারতে আর স্মার্টটিভি বিক্রি করবে না Realme ও OnePlus-এর মতো দুই নামজাদা সংস্থা। দেশের টেলিভিশন মার্কেট থেকে ফোকাস সরাতে চাইছে এই দুই টেক জায়ান্ট। স্মার্টটিভি আর তৈরিও করবে না, তা আর বিক্রিও করবে না দুই সংস্থাই। চলতি সপ্তাহে টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে খবরটি সর্বপ্রথম প্রকাশ করা হয়। সেখানেই উল্লেখ করা হয়েছে, টেলিভিশন ব্যবসা চালানোর খরচা এবং পণ্যগুলিকে ঠিক রাখার জন্য প্রয়োজনীয় বিক্রয়োত্তর পরিচালনার মতো দুই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মোটেই সন্তুষ্ট নয় OnePlus এবং Realme।
বিশেষ সূত্রকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, OnePlus এবং Realme উভয়ই ভারতে টিভি বিভাগ থেকে বেরিয়ে যাবে এবং আর কোনও নতুন মডেল তারা এদেশে তৈরি করবে না। আর টিভি থেকে নজর সরিয়ে রেখে স্মার্টফোন ব্যবসার দিকেই সম্পূর্ণ রূপে মনোনিবেশ করতে চায় সংস্থাটি। এখন OnePlus এবং Realme দুই সংস্থার টিভি সেগমেন্ট থেকে বেরিয়ে যাওয়ার অর্থ হল এই বাজারে Xiaomi-র একচ্ছত্র আধিপত্য, যারা এতদিন ধরে টেলিভিশন বিভাগে এক নম্বর জায়গায় রয়েছে। তারপরে Samsung এবং Vu, TCL এবং আরও অনেক ব্র্যান্ড পরবর্তী স্থানগুলি দখল করবে পর্যায়ক্রমে।
Realme সম্প্রতি একাধিক পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে। সেই জায়গা থেকে সংস্থাটি যে এই সিদ্ধান্ত নিতে পারে, তা অনেকেই মনে করেছিলেন। ভারতে সংস্থার প্রধান মাধব শেঠ Honor-এ যোগ দিয়েছেন। নতুন অবতারে Honorকে ভারতে নিয়ে আসতে মাধব শেঠও তার পরিকল্পনার কথা জানিয়েছেন। তারপর থেকেই Realme ভারতে তাদের ব্যবসার সম্প্রসারণ নিয়ে একটু যেন শান্তই হয়ে গিয়েছে। সাম্প্রতিক অতীতে তারা ভারতে সে ভাবে কোনও বড়সড় প্রোডাক্ট লঞ্চ করেনি। কিন্তু টেলিভিশন বিভাগ থেকে ওয়ানপ্লাসের সরে আসা নিয়ে অনেকেই অবাক হয়েছেন।
এদিকে আবার চলতি মাসেই OnePlus তাদের ফোল্ডেবল ফোন লঞ্চ করেছে ভারতে। ট্যাবলেট সেগমেন্টে OnePlus Pad এবং OnePlus Pad Go নামক দুটি নতুন মডেল যুক্ত হয়েছে।
এখন OnePlus এবং Realme যদি সত্যিই ভারতে টিভি বিক্রি বন্ধ করে দেয়, তাহলে যে সব মানুষজন এই দুই সংস্থার টিভি ব্যবহার করেন, তাঁরা কীভাবে পরিষেবা পাবেন? এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে রিয়েলমি এবং ওয়ানপ্লাস যদি সত্যিই টেলিভিশন মার্কেট থেকে সরে দাঁড়ায়, তাহলে একটা বড় অংশের মানুষ Sony এবং Samsung-এর টেলিভিশনই কিনতে ছুটবেন। কারণ, দীর্ঘ দিন ধরে উভয় ব্র্যান্ডই টিভি বিক্রি করছে এবং এই সেগমেন্ট থেকে ব্র্যান্ড দুটির সরে আসার কোনও সম্ভাবনাই নেই।