JioBook OFFER: মোবাইলের দামে ল্যাপটপ! 14,999 টাকায় Jio-র অবিশ্বাস্য অফার
Amazon থেকে ব্যাপক ছাড়ে JioBook ল্যাপটপটি পাওয়া যাবে। এই ল্যাপটপ যখন লঞ্চ করা হয়, তখন তার দাম ছিল 16,499 টাকা। কিন্তু এখন আপনাকে এত টাকা খরচ করতেই হবে না। কারণ, উৎসবের মরশুমে রিলায়েন্স জিও আপনাকে এই ল্যাপটপের উপরে 2,000 টাকা ছাড় দিচ্ছে। ফলে, JioBook ল্যাপটপ আপনি এখন মাত্র 14,999 টাকায় পেয়ে যাবেন।
গত জুলাই মাসে Reliance Jio তাদের JioBook ল্যাপটপ লঞ্চ করে। অগস্টেই সেই জিওবুক ল্যাপটপের বিক্রিবাট্টা শুরু হয়ে যায় দেশে। এমনিতেই এই ল্যাপটপের দাম খুবই কম, মাত্র 16,499 টাকা। এখন সেই ল্যাপটপেই আবার আকর্ষণীয় অফার দেওয়া হচ্ছে, যার ফলে দাম আগের থেকে আরও অনেকটাই কম হয়ে যাচ্ছে। তবে এই অফারটি উৎসবের কথা মাথায় রেখে সীমিত সময়ের জন্য দেওয়া হচ্ছে। 4G LTE সাপোর্টেড এই ল্যাপটপে কত টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।
JioBook অফার: কত টাকার ছাড় মিলছে
Amazon থেকে ব্যাপক ছাড়ে JioBook ল্যাপটপটি পাওয়া যাবে। এই ল্যাপটপ যখন লঞ্চ করা হয়, তখন তার দাম ছিল 16,499 টাকা। কিন্তু এখন আপনাকে এত টাকা খরচ করতেই হবে না। কারণ, উৎসবের মরশুমে রিলায়েন্স জিও আপনাকে এই ল্যাপটপের উপরে 2,000 টাকা ছাড় দিচ্ছে। ফলে, JioBook ল্যাপটপ আপনি এখন মাত্র 14,999 টাকায় পেয়ে যাবেন।
অফারের এখানেই শেষ নয়। Amazon-এ এই ল্যাপটপ ক্রয় করতে গেলে আপনাকে একাধিক ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ডে অফার দেওয়া হচ্ছে। সেই সঙ্গে আবার থাকছে EMI অফারও। এরপরেও আবার থাকছে ফ্রি ব্যাকপ্যাক, কুইক হিল অ্যান্টিভাইরাস প্রোগ্রাম এবং ডিজিবক্সের ফ্রি অ্যাক্সেস। এই সব কিছু মিলিয়ে ল্যাপটপটি খুবই অল্প দামে বাড়ি নিয়ে যেতে পারবেন আপনি।
JioBook: ফিচার ও স্পেসিফিকেশন
Jio-র তরফ থেকে দাবি করা হয়েছে, এটি দেশের প্রথম অলওয়েজ়-অন, অলওয়েজ়-কানেক্টেড ল্যাপটপ। মূলত পড়ুয়াদের লক্ষ্য করে তাদের পড়াশোনার জন্য ল্যাপটপটি নিয়ে আসা হয়েছে। এতে 11.6 ইঞ্চির HD অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য রয়েছে একটি মিডিয়াটেক MT 8788 অক্টা কোর প্রসেসর। এই চিপসেটটি পেয়ার করা থাকছে 4GB RAM এবং 64GB স্টোরেজের সঙ্গে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে।
সফটওয়্যারের দিক থেকে ল্যাপটপটি চালিত হচ্ছে Jio OS অপারেটিং সিস্টেমের সাহায্যে। Jio-র তরফ থেকে দাবি করা হচ্ছে, 75টি শর্টকাট রয়েছে এই ল্যাপটপে, যা নেটিভ অ্যাপস, এক্সটেন্ডেড ডিসপ্লে, টাচপ্যাড জেসচার-সহ আরও অনেক কিছুই সাপোর্ট করে। একবার চার্জে এই ল্যাপটপ 8 ঘণ্টারও বেশি ব্যাকআপ দিতে পারে। রয়েছে স্টিরিও স্পিকার্স, একটি ইনফিনিটি কীবোর্ড এবং বড় টাচপ্যাড রয়েছে।