ঠিক যে ভাবে সস্তায় Vision Pro নিয়ে আসার পরিকল্পনা করছে Apple

Apple Vision Pro-এর সস্তার মডেলটিতে একাধিক ক্যামেরা দেওয়া হচ্ছে। তবে স্ক্রিনগুলির রেজ়োলিউশন কিছু কম হওয়ার ফলে মডেলটির দাম বেশ কম হবে। তবে চমৎকার একটা ফিচার থাকছে, যার নাম আইসাইট। এর সাহায্যে ডিভাইসটি পরিধানকারীর চোখে লাইভ রেন্ডারিং দেখাবে। আউটওয়ার্ড ফেসিং OLED ডিসপ্লের মাধ্যমে এমনটা সম্ভব হবে।

ঠিক যে ভাবে সস্তায় Vision Pro নিয়ে আসার পরিকল্পনা করছে Apple
Apple Vision Pro এবার কম দামে বাজারে আসছে।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 16, 2023 | 3:55 PM

Vision Pro মিক্সড রিয়্যালিটি হেডসেটের একটি সস্তার ভার্সন আনতে চলেছে Apple। তবে যেহেতেু এই মিক্সড রিয়্যালিটি হেডসেটের দাম কম হবে, তাই সস্তার ভার্সনটিতে কোনও এক্সটার্নাল ডিসপ্লে দেওয়া হবে না। ব্লুমবার্গের মার্ক গুর্ম্যান জানিয়েছেন, Apple Vision Pro মিক্সড রিয়্যালিটি হেডসেটের এই সস্তার ভার্সনে আর একটু কম অ্যাডভান্সড চিপ দেওয়া হবে, যা আইফোনে দেওয়া হয়।

গুর্ম্যান তাঁর সাপ্তাহিক নিউজ়লেটার পাওয়ার অন-এ লিখেছেন, Apple Vision Pro-এর সস্তার মডেলটিতে একাধিক ক্যামেরা দেওয়া হচ্ছে। তবে স্ক্রিনগুলির রেজ়োলিউশন কিছু কম হওয়ার ফলে মডেলটির দাম বেশ কম হবে। তবে চমৎকার একটা ফিচার থাকছে, যার নাম আইসাইট। এর সাহায্যে ডিভাইসটি পরিধানকারীর চোখে লাইভ রেন্ডারিং দেখাবে। আউটওয়ার্ড ফেসিং OLED ডিসপ্লের মাধ্যমে এমনটা সম্ভব হবে। যদিও প্রোডাক্টের একটু দামি ভ্যারিয়েন্টে এই ফিচারটি দেখা যাবে। এছাড়া এই ডিভাইসে ম্যাক প্রসেসরের পরিবর্তে একটা আইফোন প্রসেসর দেওয়া হবে।

গুর্ম্যান জানিয়েছেন, Apple আরও বাজেট ফ্রেন্ডলি ডিভাইসের মাধ্যমে অগমেন্টেড রিয়্যালিটির জগতে সমস্ত মানুষকে নিয়ে আসতে চাইছে। মূলত, সেই লক্ষ্যেই সংস্থাটি অগমেন্টেড রিয়্যালিটি (AR) গ্লাসেস প্রজেক্টের সূচনা করেছিল। জানা গিয়েছে, সস্তার এই ডিভাইসটির দাম 1,500 থেকে 2,500 মার্কিন ডলারের মধ্যে হতে পারে। এই দামকেই সংস্থাটি সস্তার বলে মনে করছে। তবে ডিভাইসটি যদি সত্যিই 1,500 মার্কিন ডলারে লঞ্চ করা হয়, তাহলে তা সত্যিই অবাক হওয়ার মতোই বিষয় হতে চলেছে।

এদিকে Apple আর একটি দ্বিতীয় প্রজন্মের Apple Vision Pro নিয়ে কাজ করছে, যা আরও হাল্কা এবং ছোট হতে চলেছে অরিজিনাল Vision Pro-এর থেকে। পাশাপাশি Apple এই ডিভাইসে সরাসরি প্রেসক্রিপশন লেন্স ব্যবহার করবে। তার কারণ, এই প্রাইস ক্যাটেগরিতে বিভিন্ন কম্বিনেশনের লেন্স ব্যবহার করাটা সংস্থার পক্ষে কখনই সম্ভব নয়। গুর্ম্যান জানিয়েছেন, ব্যবহারকারীদের পরিধানের জন্য আরও স্বস্তিদায়ক করতে পরবর্তী Vision Pro নিয়ে কাজ করছে সংস্থাটি। প্রোডাক্টটিতে হাল্কা কিছু উপাদান দেওয়া হবে, যার ফলে পরিধানযোগ্য ডিভাইস হিসেবে কম দামি এই Vision Pro অনেকটাই হাল্কাও হতে চলেছে।

গুর্ম্যান এ বিষয়ে তাঁর একটি নিউজ়লেটারে লিখছেন, “এটি বর্তমানে প্রায় এক পাউন্ড ওজনের। পরীক্ষা করে দেখা গিয়েছে, এটি কিছু ব্যবহারকারীর জন্য খুব ভারী মনে হতে পারে। একটি ওভার-দ্য-হেড স্ট্র্যাপ দিয়ে ডিভাইসটিকে হাল্কা করার চেষ্টা করছে। তবে হার্ডওয়্যারটিকে হাল্কা করাই সবথেকে ভাল এবং দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে।”