Voltas 1.5 Ton Split Inverter AC বিক্রি হচ্ছে অর্ধেকেরও কম দামে, বিদ্যুৎ বিল আসবে সামান্য
Voltas 1.5 Ton Split Inverter AC Price: এই এসিতে পেয়ে যাবেন প্রচুর অফার। ফ্ল্যাট ডিসকাউন্ট, ইএমআই এবং এক্সচেঞ্জ অফার আরও অনেক কিছু। আসুন জেনে নেওয়া যাক কোন এসিতে আপনি এত অফার পাবেন।
Voltas AC Offers: দিনে এক আধবার বৃষ্টির দেখা মিললেও গরম যেন কিছুতেই কাছ ছাড়া হচ্ছে না। এমনিতেই চলতি বছরের এপ্রিল, মে মাসে এসির প্রয়োজনীয়তা অনেক বেড়েছে। ফলে সেই সময় কোম্পানিগুলির তরফে তেমন কোনও ছাড় দেওয়া হয়নি। এবার ফ্লিপকার্টে একটি বড় অফার চলছে, যাতে অর্ধেক দামে Voltas AC কিনে নিতে পারবেন। এই এসিতে পেয়ে যাবেন প্রচুর অফার। ফ্ল্যাট ডিসকাউন্ট, ইএমআই এবং এক্সচেঞ্জ অফার আরও অনেক কিছু। আসুন জেনে নেওয়া যাক কোন এসিতে আপনি এত অফার পাবেন। এর এই এসির দাম, অফার এবং ফিচার।
Voltas 1.5 টন 5 স্টার স্প্লিট ইনভার্টার AC:
এটি Flipkart-এ 5 এর মধ্যে 4.2 রেটং রয়েছে। আপনি এই এসিটি Flipkart থেকে কিনলে অনেক ছাড় পাবেন। এর দাম 75,990 টাকা। তবে এটি 47 শতাংশ ছাড়ে 39,990 টাকায় কেনা যাবে। আপনি যদি এটি ইএমআইতে কিনতে চান, তাহলে প্রতি মাসে 1,367 টাকা দিয়ে কিনতে পারেন।
যদি EMI-তে কিনতে না চান, তাতেও আপনাকে এত টাকা দিতে হবে না। এর দাম আরেকটু কমে যাবে। এর জন্য আপনাকে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। এরপরে আপনি তাতে 1,250 টাকার ফ্ল্যাট ছাড় পাবেন। Flipkart Axis Bank কার্ড থেকে পেমেন্ট করলে 5 শতাংশ ক্যাশব্যাক দেওয়া হবে। শুধু তাই নয়, যদি আপনার কাছে একটি পুরনো এসি থাকে, যা আপনি এক্সচেঞ্জ করতে চান। সেই সুযোগও রয়েছে। আপনি চাইলেই সেটি এক্সচেঞ্জ করে 6,300 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু পাওয়ার পর আপনি মাত্র 33,690 টাকায় নতুন Voltas ACটি কিনতে পারবেন।
এতে আপনি 1 বছরের ওয়ারেন্টিও পাবেন। আর 10 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। এটির ক্ষমতা 1.5 টন। এর সবথেকে ভাল সুবিধা হল। এটি আপনার ইলেকট্রিক বিল বাড়তে দেয় না। 25 শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। এটি সারা বছর মাত্র 751.28 বিদ্যুৎ খরচ করে। প্রতি ইউনিট 7.5 টাকায় বিদ্যুৎ থাকলে সারা বছরে বিদ্যুতের দাম পড়বে 5,634 টাকা।