ব্যাপক ছাড়ে Voltas-এর এই 5 AC, মাত্র 1,786 টাকায় বাড়ি নিয়ে আসতে পারেন, শিগগিরই জেনে নিন
আপনি যদি Voltas Air Conditioner ক্রয় করেন, তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত কিছু অফার। সেই সব অফারের সাহায্যে Voltas AC আপনি Amazon থেকে খুবই কম দামে ক্রয় করতে পারবেন। এই মুহূর্তে যে সব এসিতে আপনি ছাড় পাবেন, সেগুলিই একবার দেখে নেওয়া যাক।
AC Offers: কিছুক্ষণের বৃষ্টি। তারপরে আবার সেই ভ্যাপসা গরম! এমন পরিস্থিতিতে অনেকেই AC কিনবেন বলে মনোস্থির করেছেন। কোন এয়ার কন্ডিশনার কিনবেন, তা কি ঠিক করেছেন? সে সব যদি এখনও পর্যন্ত ঠিক না করে থাকেন, তাহলে চোখ বন্ধ করে Voltas AC ক্রয় করতে পারবেন। টাটা গ্রুপের এই এসিগুলি বাজারে বহুদিন ধরেই বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে। Voltas-এর এসিতে থাকে চমৎকার কিছু বৈশিষ্ট্য এবং সেগুলির গুণমান ব্যবহারকারীদের মনে খুব অল্প সময়েই জায়গা করে নেয়। আপনিও যদি Voltas Air Conditioner ক্রয় করেন, তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত কিছু অফার। সেই সব অফারের সাহায্যে Voltas AC আপনি Amazon থেকে খুবই কম দামে ক্রয় করতে পারবেন। এই মুহূর্তে যে সব এসিতে আপনি ছাড় পাবেন, সেগুলিই একবার দেখে নেওয়া যাক।
Voltas-এর ঝুলিতে রয়েছে একটি 1.4 টনের 3 স্টার ইনভার্টার স্প্লিট AC, যাতে দুর্দান্ত ছাড় মিলছে। এই এয়ার কন্ডিশনারের উপরে 55% ছাড় মিলছে। ফলে, এই এসি আপনি পেয়ে যাবেন 31,999 টাকায়। সিটিব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমেও আপনি সেই এসি ক্রয় করলে 10 শতাংশ বা সর্বাধিক 2000 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। তার উপরে আবার রয়েছে ইনস্ট্যান্ট ডিসকাউন্টও। তবে সবথেকে আকর্ষণীয় অফারটি আপনি পাবেন EMI অফারে। প্রতি মাসে মাত্র 1,786 টাকা করে দিয়ে EMI অফারে এই এসি ক্রয় করতে পারবেন।
1.5 টনের এসি কিনতে চাইলেও Voltas-এর কাছে রয়েছে চমৎকার কিছু অপশন। Voltas 1.5 টন 5 স্টার, ইনভার্টার স্প্লিট এসিতে রয়েছে 45% ডিসকাউন্ট। এই ছাড়ের পরে এয়ার কন্ডিশনারটির দাম হয়ে যাচ্ছে 41,490 টাকা। এছাড়াও বেশ কিছু ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারে আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, নো কস্ট ইএমআই-এর মতো অফারগুলি।
Voltas-এর কাছে 2 টনেরও একটি দুর্দান্ত এসি। সেই 3 Star, Inverter Split AC-র দাম এমনিতে 79,990 টাকা। তবে আপনাকে এত টাকা খরচ করতে হবে না। সেই এসির উপরে 43 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ফলে আপনি তা পেয়ে যাবেন 45,380 টাকা। এই এয়ার কন্ডিশনারেও রয়েছে EMI-সহ আরও একাধিক অফার।
Voltas-এর 1.5 টন 3 স্টার ইনভার্টার স্প্লিট এসির দাম 55,999 টাকা। সেই দামের উপরে থাকছে 36 শতাংশ ছাড় পাচ্ছে। ফলে, এসির দামে থাকছে আকর্ষণীয় ছাড়। এর পাশাপাশিই আবার থাকছে ইএমআই অফার-সহ বিভিন্ন ধরনের অফার।
44 শতাংশ ছাড়ে আপনি 1.4 টন 5 স্টার ইনভার্টার অ্যাডজাস্টেবল স্প্লিট এসি পেয়ে যেতে পারেন। সেই Voltas AC ক্রয় করতে আপনাকে মাত্র 38,499 টাকা খরচ করতে হবে। এছাড়াও এই এসিতে আপনি ক্রেডিট কার্ড থেকে শুরু করে নো কস্ট ইএমআই সহ একাধিক অফার পেয়ে যাবেন।