স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ২০২১: ভার্চুয়াল ইভেন্টে লঞ্চ হতে পারে একাধিক নোটবুক
সূত্রের খবর, আনপ্যাকড ২০২১ ইভেন্টে নতুন রেঞ্জের গ্যালাক্সি বুক নোটবুক লঞ্চ করবে দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং। সম্ভাব্য তালিকায় রয়েছে স্যামসাং গ্যালাক্সি বুক গো, গ্যালাক্সি বুক প্রো এবং গ্যালাক্সি বুক প্রো ৩৬০।
স্যামসাং গ্যালাক্সির আনপ্যাকড ২০২১ ইভেন্ট অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল বুধবার। করোনা আবহে ভার্চুয়ালিই হবে এই অনুষ্ঠান। বেশ কিছু নতুন গ্যাজেট লঞ্চের পরিকল্পনা রয়েছে স্যামসাং কর্তৃপক্ষের। জানা গিয়েছে, ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটা থেকে স্যামসাংয়ের ওয়েবসাইটে দেখা যাবে এই ইভেন্ট। এছাড়া স্যামসাংয়ের ইউটিউব চ্যানেলেও এই ভিডিয়ো দেখা যাবে।
সূত্রের খবর, আনপ্যাকড ২০২১ ইভেন্টে নতুন রেঞ্জের গ্যালাক্সি বুক নোটবুক লঞ্চ করবে দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং। সম্ভাব্য তালিকায় রয়েছে স্যামসাং গ্যালাক্সি বুক গো, গ্যালাক্সি বুক প্রো এবং গ্যালাক্সি বুক প্রো ৩৬০।
স্যামসাং গ্যালাক্সি বুক গো
আমেরিকায় এর দাম ৩৪৯ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এই গ্যাজেটের মূল্য ২৫,৯০০ টাকা। জানা গিয়েছে, স্যামসাংয়ের এই ট্যাবলেটের একটি এলটিই ভ্যারিয়েন্ট রয়েছে, যার দাম শুরু হচ্ছে ৪০,৩০০ টাকা থেকে।
সম্ভাব্য ফিচার
১। স্যামসাং গ্যালাক্সি বুক গো ডিভাইসে ১৪ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ৭২০পি ওয়েবক্যাম, ফিঙ্গারপ্রিন্ট রিডার। এই ট্যাবে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে থাকতে পারে Qualcomm Snapdragon 7c SoC প্রসেসর।
২। কানেকটিভিটি অপশন হিসেবে থাকতে পারে ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ভি৫.১, ইউএসবি ২.০ এবং টাইপ সি ইউএসবি পোর্ট। এছাড়াও থাকতে পারে উইন্ডোজ ১০ এবং 25W চার্জিং সাপোর্ট। শোনা যাচ্ছে একবার চার্জ দিলে টানা ১৮ ঘণ্টা চালানো যাবে স্যামসাং গ্যালাক্সি বুক গো ডিভাইস।
আরও পড়ুন- ভারতীয় ইউজারদের জন্য ‘কোভিড হাসপাতাল ডায়রেক্টরি’ চালু করল ট্রুকলার অ্যাপ
অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি বুক প্রো- তে থাকতে ১৩ এবং ১৫ ইঞ্চির ফুল এইচডি AMOLED ডিসপ্লে। সেই সঙ্গে থাকতে পারে 11th জেনারেশন ইন্টেল কোর প্রসেসর। এছাড়াও কানেকটিভিটি অপশনে থাকতে পারে চারটি Thunderbolt পোর্ট এবং এলটিই সেলুলার কানেকটিভিটি।
স্যামসাং গ্যালাক্সি বুক প্রো ৩৬০ ডিভাইসকে একটি কনভার্টিবল ল্যাপটপ বলা হচ্ছে। এক্ষেত্রে টাচস্ক্রিন অপশন থাকতে পারে। আর সেজন্য থাকতে পারে এস পেন ইন্টিগ্রেশন। এছাড়া এক্ষেত্রে থাকতে পারে AMOLED ডিসপ্লে এবং 11th জেনারেশন ইন্টেল কোর প্রসেসর।