Chinese Rocket: পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে এল চিনের রকেট, ঝলসে যাওয়ার মুহূর্ত দেখা গেল মহারাষ্ট্র থেকে
Chinese Rocket: বিজ্ঞানীরা জানিয়েছেন, গত বছর অর্থাৎ ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে চিনের Chang Zheng 5B রকেট লঞ্চ করা হয়েছিল। শনিবার সেই রকেটেই ঢুকে পড়েছিল বলা ভাল মহাকাশ থেকে ফিরে এসেছিল পৃথিবীর বায়ুমণ্ডলে।
মহারাষ্ট্রের বেশ কিছু অংশে শনিবার ২ এপ্রিল রাতে দেখা গিয়েছে এক উজ্জ্বল আলোর ঝলক (blazing streak of light)। জেট প্লেন গেলে যেরকম সাদা ধোঁয়ার একটা লাইন আকাশে তৈরি হয়, অনেকটা সেই রকম উজ্জ্বল আলোর লাইন বা স্ট্রেক দেখা গিয়েছিল। সাদা চোখে এ দৃশ্য দেখে অনেকেই অনুমান করেছিলেন হয়তো উল্কাপাত (meteor shower) হচ্ছে। কারণ উল্কাপাত বা উল্কাবৃষ্টির সময় এমনটা হতে দেখা যায়। কিন্তু পর জানা গিয়েছে এই উজ্জ্বল রেখার উৎস আসলে অন্য। এক মার্কিন বিজ্ঞানীর মতে এই আলোকরেখার সৃষ্টি হয়েছে রকেটের অবশিষ্টাংশ থেকে। পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়েছিল এই চিনা রকেটের অংশবিশেষ। পৃথিবীর বায়ুমণ্ডলে ওই চিনা রকেটের অবশিষ্ট অংশ প্রবেশ করার পর তা বায়ুমণ্ডলের সঙ্গে তীব্র গতিতে সংঘর্ষের ফলে জ্বলে উঠেছিল। আর সেখান থেকেই তৈরি হয়েছিল ওই উজ্জ্বল আলোর রেখা।
এই মুহূর্ত ভাইরাল হয়েছে টুইটারে, দেখুন সেই ভিডিয়ো
Just spotted this thing going over my head 10 min ago It was very close in altitude. Any expert who can guess about this? pic.twitter.com/fkg5kDZoCv
— Frustrated Pluto (@frustratedpluto) April 2, 2022
বিজ্ঞানীরা জানিয়েছেন, গত বছর অর্থাৎ ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে চিনের Chang Zheng 5B রকেট লঞ্চ করা হয়েছিল। শনিবার সেই রকেটেই ঢুকে পড়েছিল বলা ভাল মহাকাশ থেকে ফিরে এসেছিল পৃথিবীর বায়ুমণ্ডলে। তারপর তা জ্বলে উঠেছিল। আর সেটাই মহারাষ্ট্রের বিভিন্ন অংশে রাতের আকাশে দেখা গিয়েছে। ওই রকেট মহাকাশ থেকে পৃথিবীতে পুনরায় ফিরে আসার সময়েই তার বেশিরভাগ অবশিষ্টাংশ জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছে। আর এর থেকে কোনও ক্ষয়ক্ষতির সম্ভাবনাও নেই। এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা। অন্যদিকে মার্কিন জ্যোতির্বিজ্ঞানীরা জনাথন ম্যাকডাওয়েল আগেই জানিয়েছিলেন যে ৩বি রকেটে পুনরায় পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকতে পারে।
এই জ্যোতির্বিজ্ঞানী জানিয়েছেন যে তিনি বিশ্বাস করেন Chang Zheng 3B চিনের রকেট, যার সিরিয়াল নম্বর ওয়াই৭৭ এবং ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল সেটিই তৃতীয় পর্যায়ে ছিল। আর এই তৃতীয় পর্যায়ে থাকাকালীনই মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে সেটি ফিরে এসেছে। তবে যে সময়ে এই রকেটের অবশিষ্টাংশ জ্বলন্ত অবস্থায় আলোক রেখা রূপে দেখা গিয়েছে তার কিছু সময় পর এটি পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার কথা ছিল। অন্যদিকে ভারতে মহারাষ্ট্রের কিছু অংশ ছাড়া অন্য কোথাও এই দৃশ্য দেখা গিয়েছে কিনা তা স্পষ্ট নয়।
আরও পড়ুন- Martian Sound: মঙ্গলগ্রহে শব্দতরঙ্গ প্রবাহের গতি পৃথিবীর তুলনায় কম, নতুন গবেষণায় জানাল নাসা
আরও পড়ুন- Cultured Meat In Space: গাছপালার পর এবার মহাকাশে মাংস উৎপাদন করবে ইউরোপ! কী ভাবে জানেন?