Gaganyaan Mission: দেশবাসীর আশা নিয়ে মহাশূন্যে পাড়ি দিল গগনযান, নিরাপদে সমুদ্রে অবতরণ করল ক্রু মডিউল

ISRO Spaceflight Mission: এই টেস্ট ফ্লাইটের সাফল্য ইসরোর গগনযান মিশনকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। সমস্ত কিছু ঠিকভাবে হলে আগামী বছর অর্থাৎ 2024-এ আরেকটি টেস্ট ফ্লাইট হবে, যাতে মানবিক রোবট 'ব্যোমিত্রা'-কে পাঠানো হবে।

Gaganyaan Mission: দেশবাসীর আশা নিয়ে মহাশূন্যে পাড়ি দিল গগনযান, নিরাপদে সমুদ্রে অবতরণ করল ক্রু মডিউল
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2023 | 12:48 PM

চন্দ্রযান-3 এবং আদিত্য এল-1-এর সাফল্যের পর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) আবারও ইতিহাস তৈরি করল। ISRO গগনযান মিশনের প্রথম টেস্ট ফ্লাইটের সফল পরীক্ষা চালাল। প্রাথমিক প্রযুক্তিগত ত্রুটি ঠিক করার পর, ISRO-এর রকেট সকাল 10টায় ক্রু মডিউল নিয়ে যাত্রা শুরু করেছে এবং ক্রু মডিউলের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রথমে পরীক্ষামূলক ফ্লাইটের সময়, যা সকাল 7টায় শুরু হওয়ার কথা ছিল। তবে কিছু ত্রুটি দেখতে পাওয়ার পর তা পরিবর্তন করা হয়েছিল এবং এটি লঞ্চের মাত্র পাঁচ সেকেন্ড আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। ইঞ্জিনের অস্বাভাবিক আচরণ দেখেই সেই সময় উড়ান স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর সকাল 10টায় ফের ওই মহাকাশযান উৎক্ষেপণ করা হবে বলে ইসরোর তরফে জানানো হয়। অবশেষে ঠিক 10টায় গগনযানের উড়ানের সফল উৎক্ষেপণ হল।

নিরাপদে সমুদ্রে অবতরণ করেছে…

ISRO প্রধান এস সোমনাথ জানিয়েছিলেন, প্রযুক্তিগত ত্রুটির কারণে এটি এই মুহূর্তে স্থগিত করা হয়েছে। তবে সমস্ত কিছু ঠিক করার পর আজ অর্থাৎ 21 অক্টোবর সকাল 10টায় শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ISRO গগনযানের ক্রু মডিউল উৎক্ষেপণ করেছে। বর্তমানে যানটি সম্পূর্ণ নিরাপদ। একে টেস্ট ভেহিকল অ্যাবর্ট মিশন-1 এবং টেস্ট ভেহিকল ডেভেলপমেন্ট ফ্লাইন্ট (টিভি-ডি1) নামেও ডাকা হচ্ছে। পরীক্ষামূলক যানটি মহাকাশচারীদের জন্য তৈরি ক্রু মডিউলটি নিজের সঙ্গে নিয়ে গিয়েছে। ক্রু মডিউল নিয়ে রকেটটি উপরে যায়। শ্রীহরিকোটা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে 17 কিলোমিটার উচ্চতায় ক্রু এস্কেপ সিস্টেম এবং ক্রু মডিউল চালু হয়। তারপরেই খুলে যায় প্যারাস্যুট। এটি নিরাপদে বঙ্গোপসাগরে অবতরণ করে।

মহাকাশচারীর নিরাপত্তা নিশ্চিত করতেই এই পরীক্ষা-

গগনযানের মিশনের মহাকাশচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ISRO এই পরীক্ষা চালাচ্ছে। যাতে কোনওভাবেই তাদের পৃথিবীতে ফিরিয়ে আনতে কোনও সমস্যা না হয়। গগনযান মিশনে মহাকাশচারীদের 400 কিলোমিটারের কম পৃথিবীর কক্ষপথে মহাকাশে পাঠানো হবে এবং তারপরে তাদের পৃথিবীতে ফিরিয়ে আনা হবে।

ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ করবে…

এই টেস্ট ফ্লাইটের সাফল্য ইসরোর গগনযান মিশনকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। সমস্ত কিছু ঠিকভাবে হলে আগামী বছর অর্থাৎ 2024-এ আরেকটি টেস্ট ফ্লাইট হবে, যাতে মানবিক রোবট ‘ব্যোমমিত্রা’-কে পাঠানো হবে।

গগনযান মিশনের লক্ষ্য কী?

এই মিশনের লক্ষ্য 2025 সালে তিন দিনের মিশনে মানুষকে 400 কিলোমিটার উচ্চতায় নিম্ন পৃথিবীর কক্ষপথে পাঠানো এবং তাদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা। ভারতীয় মহাকাশচারীরা অর্থাৎ গ্যাগনাটরা ক্রু মডিউলের ভিতরে বসবেন এবং 400 কিলোমিটার উচ্চতায় একটি নিম্ন কক্ষপথে পৃথিবীর চারপাশে ঘুরবেন। ISRO তার টেস্ট ভেহিকেল – ডেমোনস্ট্রেশন (TV-D1), একটি সিঙ্গেল স্টেজ লিকুইড প্রপালশন রকেটের সফল উৎক্ষেপণের চেষ্টা করবে।