AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chandrayaan-3: শৈশব থেকেই মহাকাশে চোখ, চিনে নিন চন্দ্রযান-3 মিশনের গুরুদায়িত্বে থাকা ইসরো-র Rocket Woman-কে

Rocket Woman Of India: চন্দ্রযান-3-এর সফল অবতরণের দায়িত্ব ছিল দেশের একজন মহিলা বিজ্ঞানীর হাতে। নাম রিতু কারিধল শ্রীবাস্তব। অর্থাৎ এই সফল অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন ভারতের 'রকেট ওম্যান'।

Chandrayaan-3: শৈশব থেকেই মহাকাশে চোখ, চিনে নিন চন্দ্রযান-3 মিশনের গুরুদায়িত্বে থাকা ইসরো-র Rocket Woman-কে
| Edited By: | Updated on: Aug 25, 2023 | 4:33 PM
Share

Ritu Karidhal Srivastava: চাঁদের দক্ষিণ মেরুতে ইতিহাস রচনা করল ভারত। এখনও পর্যন্ত বিশ্বের কোনও দেশ যা পারেনি, তাই করে দেখাল ভারতের তৃতীয় চন্দ্র অভিযান ‘চন্দ্রযান-3’। নির্ধারিত সময়ের আগেই চাঁদে সফলভাবে অবতরণ করেছে যানটি। আজ গর্বিত গোটা দেশ। এবার চন্দ্রযান-3-এর সফল অবতরণের দায়িত্ব ছিল দেশের একজন মহিলা বিজ্ঞানীর হাতে। নাম রিতু কারিধল শ্রীবাস্তব। অর্থাৎ এই সফল অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন ভারতের ‘রকেট ওম্যান’। ইসরোর বিজ্ঞানী রিতু করিধাল চন্দ্রযান-3-এর মিশনে সামিল ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি এই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে যুক্ত। তিনি ISRO-র একজন সিনিয়র বিজ্ঞানী এবং ভারতের মার্স অরবিটার মিশন (MOM), মঙ্গলযানের ডেপুটি অপারেশন ডিরেক্টর। চন্দ্রযান-3-এর আগে চন্দ্রযান-2-এও তিনি কাজ করেছিলেন।

বিজ্ঞানী রিতু কারিধল:

রিতু কারিধল ছোট বেলায় পড়াশোনার সময় থেকেই মহাকাশ নিয়ে খুব আগ্রহী ছিলেন। 1996 সালে লখনউ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় এমএসসি করেন। তারপরে তিনি বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc) এর অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে MTech করেন। তারপর তিনি ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান সায়েন্স ইনস্টিটিউটে যান। যেখানে তিনি মহাকাশ বিজ্ঞানে দক্ষতা অর্জন করেন। তারপর তিনি ISRO-তে চাকরি পান। এখানেই থেমে থাকেননি তিনি। এর পরে অনেক কৃতিত্ব অর্জন করেন এবং 2007 সালে তিনি Young Scientist Award পান।

1997 সালে ISRO-তে যোগদান করেন রিতু কারিধল শ্রীবাস্তব। তাঁর কাজের জন্য 2007 সালে ISRO ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড, 2015 সালে MOM-এর জন্য ISRO টিম অ্যাওয়ার্ড, ASI টিম অ্যাওয়ার্ড সহ বেশ কয়েকটি পুরস্কার পান।

খুব অল্প বয়সে, তাঁর যোগ্যতা এবং কৃতিত্ব তাঁকে একজন মহান বিজ্ঞানী করে তোলে। তারপর দেশের সব বড় মহাকাশ মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাই তাঁকে ভারতের রকেট ওমেনও (Rocket Woman of India) বলা হয়। বর্তমানে মিশন চন্দ্রযান-3-এর দায়িত্ব তিনি নিজের হাতে তুলে নিয়েছিলেন। আর আজ সেই মিশনের সাফল্যে গর্বিত গোটা দেশ।