Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UPI Credit Lines: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা! তা-ও আপনি এখন GPay, PhonePe মারফত টাকা পাঠাতে পারবেন, কীভাবে?

UPI Credit Payments: RBI-এর তরফে ঘোষণা করা হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলেও আপনি UPI Payment করতে পারবেন। কিন্তু কীভাবে তা সম্ভব? আপনার জন্য এই ধারের ব্যবস্থা করে দেবে আপনারই ব্যাঙ্ক, যে অ্যাকাউন্ট আপনি UPI-তে লিঙ্ক করে রেখেছেন।

UPI Credit Lines: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা! তা-ও আপনি এখন GPay, PhonePe মারফত টাকা পাঠাতে পারবেন, কীভাবে?
ফক্কা পকেটেও এখন সঙ্গ দেবে UPI।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 09, 2023 | 8:12 PM

Pre-sanctioned Credit Lines: আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি এক পয়সাও না থাকে, তাহলেও আপনি UPI Payment করতে পারবেন। সম্প্রতি রিজ়ার্ভ ব্যাঙ্কের তরফে মানিটারি পলিসি কমিটির বৈঠকে এক যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামনের দিনে UPI পেমেন্ট আরও বেশি বাড়াতেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কী সেই সিদ্ধান্ত? RBI-এর তরফে ঘোষণা করা হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলেও আপনি UPI Payment করতে পারবেন। কিন্তু কীভাবে তা সম্ভব? এটিও আসলে এক প্রকার ক্রেডিট বা ঋণের বন্দোবস্ত, যার সাহায্য নিয়ে আপনি অ্যাকাউন্টে টাকা না থাকা সত্ত্বেও PhonePe, GPay-র মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। আপনার জন্য এই ধারের ব্যবস্থা করে দেবে আপনারই ব্যাঙ্ক, যে অ্যাকাউন্ট আপনি UPI-তে লিঙ্ক করে রেখেছেন।

অনলাইন পেমেন্টে আমূল পরিবর্তন

UPI-এর মাধ্যমে যাঁরা অনলাইন পেমেন্ট করেন, তাঁরা নিশ্চয়ই জানেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলে UPI লেনদেন করতে পারবেন না। তবে আপনি যখনই ওয়ালেটে কিছু টাকা যোগ করবেন, সঙ্গে-সঙ্গেই অনলাইন পেমেন্ট করতে পারবেন। কিন্তু আপনার UPI Wallet এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট উভয় জায়গাতেই যদি টাকা না থাকে, তখন কী করবেন? সেখানেই ব্যাপক সহায়ক হতে পারে RBI-এর নতুন ব্যবস্থাপনা। ব্যাঙ্ক আপনাকে ক্রেডিট হিসেবে কিছু টাকা দিতে পারে। সেই টাকা আপনি জরুরি সময়ে কাজে লাগাতে পারেন।

Credit Card-এর আর কোনও ঝঞ্ঝাট থাকবে না

খুব সহজ ভাষায় বলতে গেলে UPI পেমেন্টের ক্ষেত্রে এই নতুন সিস্টেমটি অনেকটাই ক্রেডিট কার্ডের মতো। ক্রেডিট কার্ডে যেমন আপনাকে একটা কার্ড দেওয়া হয়, এখানে তা হবে না। ব্যবহারকারীরা অনলাইন ট্রানজ়াকশনেই ক্রেডিট কার্ডের সুবিধাগুলি উপভোগ করতে পারবেন। পাশাপাশি ক্রেডিট কার্ডের ক্ষেত্রে যেমন আপনাকে বিল পেমেন্ট করতে গিয়ে সুদ দিতে হয়, এক্ষেত্রেও ঠিক তাই হবে। এক কথায়, আগামী দিনে ক্রেডিট কার্ড বহন করার ঝামেলা আর থাকবে না।

যথা সময়ে টাকা শোধ করতে হবে

এই পরিষেবায় ব্যবহারকারীরা ক্রেডিট কার্ডের মতোই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ধার নিতে পারবেন। তবে, একজন গ্রাহক কত টাকা ঋণ নিতে পারবেন, তার একটা ক্রেডিট লাইন ঠিক করে দেবে ব্যাঙ্কগুলিই। পাশাপাশি আপনি যদি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে UPI Payment-এর বকেয়া টাকা শোধ করতে না পারেন, তাহলে আপনাকে অতিরিক্ত সুদ ধার্য করা হবে।