বিপজ্জনক Threads! আপনার সব তথ্য অ্যাপের কাছে, Instagram ডিলিট না করা ছাড়া উপায় নেই
Threads App Security Issue: একদিন অতিক্রান্ত হওয়ার আগেই অ্যাপটি 10 মিলিয়ন বা এক কোটিরও বেশি ডাউনলোডের নজির সৃষ্টি করেছে। এই অ্যাপটি যেহেতু এক্কেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই তাতে একাধিক গলদও এর মধ্যে ধরা পড়েছে। থ্রেডস অ্যাপে এখন সবথেকে বড় সমস্যা হল, গ্রাহকের অ্যাকাউন্ট ডেটা ডিলিট করা।

Meta-র Threads অ্যাপটি মার্কেটে পদার্পণ করতে না করতেই ঝড় তুলেছে! একদিন অতিক্রান্ত হওয়ার আগেই অ্যাপটি 10 মিলিয়ন বা এক কোটিরও বেশি ডাউনলোডের নজির সৃষ্টি করেছে। এই অ্যাপটি যেহেতু এক্কেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই তাতে একাধিক গলদও এর মধ্যে ধরা পড়েছে। থ্রেডস অ্যাপে এখন সবথেকে বড় সমস্যা হল, গ্রাহকের অ্যাকাউন্ট ডেটা ডিলিট করা। থ্রেডস অ্যাপে আপনার অ্যাকাউন্ট ডিলিট করতে গেলে আপনাকে ইনস্টা অ্যাকাউন্টও মুছে ফেলতে হবে। খুব সহজ ভাষায় বলতে গেলে আপনার থ্রেডস অ্যাকাউন্টের সব ডেটা ডিলিট করতে আপনাকে প্রকৃতপক্ষে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিলিট করতে হবে।
Threads ব্যবহার করতে গেলে এখন সবথেকে সমস্যার বিষয়টাই হল গ্রাহকের নিরাপত্তা। প্রাইভেসি সচেতন গ্রাহকদের কাছে যা বড়ই চিন্তার বিষয়। নতুন অ্যাপটির FAQ পেজে লেখা হচ্ছে, “পৃথক পোস্ট আপনি সবসময়ই মুছে ফেলতে পারেন। তবে আপনার থ্রেড প্রোফাইল এবং ডেটা মুছে ফেলতে আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাই মুছতে হবে।” থ্রেডস অ্যাপ যাঁরা ইতিমধ্যেই ব্যবহার করছেন, তাঁদের মনে কিছু প্রশ্ন এই মুহূর্তে থাকবেই। সেই সব প্রশ্নের উত্তরগুলোই খোঁজার চেষ্টা করলাম আমরা।
আপনার Insta অ্যাকাউন্ট থেকে Threads ডিঅ্যাক্টিভেট করলে কী হতে পারে?
আপনার থ্রেডস প্রোফাইলটি যদি ডিঅ্যাক্টিভেট করতে যান, তাহলে আপনার সেই প্রোফাইল থেকে করা সমস্ত পোস্ট, ইন্টার্যাকশন, কমেন্ট ইত্যাদি অদৃশ্য হয়ে যাবে। তবে তার মানে এই নয় যে, আপনার থ্রেডস ডেটা ডিলিট হয়ে যাবে। তা কিন্তু এক্কেবারেই নয়। আপনার ডেটা ইনট্যাক্ট থাকবে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এর কোনও প্রভাব পড়বে না।
আপনার Insta-র কোন কোন তথ্য ব্যবহার করে Threads?
আপনি যখন থ্রেডস প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলছেন, তখন তা আপনাআপনিই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে লগইনের জন্য। মেটার প্রাইভেসি পলিসি অনুযায়ী, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সেই তথ্য বিভিন্ন কাজে লাগানো হয়। তার মধ্য়ে যেমন আপনার প্রোফাইল ইনফো থ্রেডসে ইম্পোর্ট করার বিষয় রয়েছে, তেমনই আবার আপনার পছন্দ অনুসারে ফিড টেলর করার ব্যাপারও।
মেটার থ্রেডস অ্যাপে আপনার এই সব ইনস্টা তথ্য কাজে লাগানো হবে
* ইনস্টার লগইন তথ্য
* ইনস্টার অ্যাকাউন্ট আইডি
* ইনস্টা প্রোফাইলের নাম ও ইউজ়ারনেম
* ইনস্টায় আপনার প্রোফাইল পিকচার থেকে শুরু করে বায়ো, লিঙ্ক
* ইনস্টা ফলোয়ার্স
* ইনস্টায় আপনি যে সব অ্যাকাউন্ট ফলো করেন
* ইনস্টায় আপনার বয়স
* আপনার ইনস্টা অ্যাকাউন্টের স্টেটাস, যা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ভায়োলেশনের সঙ্গে সম্পর্কযুক্ত
* Threads অ্যাপে আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করবেন কীভাবে
Threads অ্যাপে আপনার অ্যাকাউন্ট কীভাবে ডিঅ্যাক্টিভেট করবেন?
সপ্তাহে একবার আপনার থ্রেডস অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করা যাবে। আপনার থ্রেডস প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করতে কী করণীয়, জেনে নিন –
* থ্রেডসে আপনার প্রোফাইলের নিচের দিকে প্রোফাইল অপশনে ট্যাপ করুন।
* উপরের ডানদিকে সেটিংস অপশনে ট্যাপ করুন।
* এবার অ্যাকাউন্টে ট্যাপ করে প্রোফাইলটি ডিঅ্যাক্টিভেট করে দিন।
* সবশেষে থ্রেডস প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করে আপনার পছন্দটি বেছে নিন।





