ভারতে লঞ্চ হল ভিভো এক্স ৬০ সিরিজের তিনটি মডেল, জেনে নিন কোন ফোনের দাম কত

ভিভো এক্স ৬০ সিরিজের প্রিবুকিং শুরু হয়েছে আজ অর্থাৎ ২৫ মার্চ বৃহস্পতিবার। আগামী ২ এপ্রিল থেকে শুরু হবে ফোনের বিক্রি।

ভারতে লঞ্চ হল ভিভো এক্স ৬০ সিরিজের তিনটি মডেল, জেনে নিন কোন ফোনের দাম কত
গতবছর ডিসেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছিল ভিভো এক্স ৬০ সিরিজ।
Follow Us:
| Updated on: Mar 25, 2021 | 3:31 PM

ভারতে লঞ্চ হয়েছে ভিভো এক্স ৬০ সিরিজ। আজ ২৫ মার্চ বৃহস্পতিবারই লঞ্চ হয়েছে এই ফোন। এই সিরিজের মোট তিনটি মডেল ভিভো এক্স ৬০, এক্স ৬০ প্রো এবং এক্স ৬০ প্রো প্লাস লঞ্চ হয়েছে। গতবছর ডিসেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছিল ভিভো এক্স ৬০ সিরিজ। এই তিনটি মডেলে রয়েছে ট্রিপল এবং কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, মাল্টিপল স্টোরেজ কনফিগারেশন।

কী কী কনফিগারেশনে পাওয়া যাবে এই তিনটি মডেল?

১। ভিভো এক্স ৬০ পাওয়া যাবে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ও ১২ জিবি র‍্যাম এবং ১৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে।

২। ভিভো এক্স ৬০ প্রো মডেল পাওয়া যাবে সিঙ্গল ভ্যারিয়েন্টে। জানা গিয়েছে, এই ফোন পাওয়া যাবে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে।

৩। ভিভো এক্স ৬০ প্রো প্লাস মডেলটিও পাওয়া যাবে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ, এই সিঙ্গল ভ্যারিয়েন্টে।

আরও পড়ুন- ভারতে লঞ্চ হল রিয়েলমি ৮ সিরিজ, জেনে নিন দাম এবং ফিচার

কোন মডেলের দাম কত?

ভিভো এক্স ৬০- এই মডেলের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৭,৯৯০ টাকা। আর ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪১,৯৯০ টাকা। মিডনাইট ব্ল্যাক এবং শিমার ব্লু— এই দু’টি কালার অপশনে পাওয়া যাবে এই ফোন।

ভিভো এক্স ৬০ প্রো- এই মডেলের দাম ৪৯,৯৯০ টাকা ভিভো এক্স ৬০- র কালার অপশনেই এই মডেলটি পাওয়া যাবে।

ভিভো এক্স ৬০ প্রো প্লাস- এই মডেলটির দাম ৬৯,৯৯০ টাকা। এম্পেরর ব্লু ভেগান লেদার ফিনিশ— এই কালার অপশনে পাওয়া যাবে ভিভোর এই মডেল।

কোথায় কত ছাড় পাওয়া যাবে?

ভিভো এক্স ৬০ সিরিজের প্রিবুকিং শুরু হয়েছে আজ অর্থাৎ ২৫ মার্চ বৃহস্পতিবার। আগামী ২ এপ্রিল থেকে শুরু হবে ফোনের বিক্রি। প্রিবুকিংয়ের ক্ষেত্রে রয়েছে কিছু স্পেশ্যাল অফার। এইচডিএফসি ব্যাঙ্কের ডেবিড বা ক্রেডিট কার্ড এবং ইএমআই ট্র্যানজাকশনে ফোন কিনলে অর্থাৎ প্রিবুকিং করলে, ক্রেতারা ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন।