ভারতে লঞ্চ হল রিয়েলমি ৮ সিরিজ, জেনে নিন দাম এবং ফিচার

রিয়েলমি ৮ সিরিজের উপর সেল শুরু হবে ২৫ মার্চ দুপুর ১২টা থেকে। ফ্লিপকার্ট, রিয়েলমি ইন্ডিয়া ওয়েবসাইট এবং মেনলাইন স্টোরে এই সেল চলবে।

ভারতে লঞ্চ হল রিয়েলমি ৮ সিরিজ, জেনে নিন দাম এবং ফিচার
প্রো ভ্যারিয়েন্ট পাওয়া যাবে তিনটি রঙে। আর ভ্যানিলা রিয়েলমি ৮ পাওয়া যাবে দুটো কালার অপশনে।
Follow Us:
| Updated on: Mar 24, 2021 | 10:34 PM

রিয়েলমি ৮ এবং রিয়েলমি ৮ প্রো লঞ্চ হয়েছে ভারতে। রিয়েলমি ৭ সিরিজের ব্যবসায়িক সাফল্যের পর এবার ৮ সিরিজ লঞ্চ করেছে রিয়েলমি। এই ফোনে রয়েছে ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে। সেই সঙ্গে রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট। রিয়েলমি ৮ এবং রিয়েলমি ৮ প্রো, দু’টি মডেলেই থাকছে কোয়াড রেয়ার ক্যামেরা। তবে দুই ফোনে প্রাইমারি সেনসর রয়েছে আলাদা। প্রো ভ্যারিয়েন্টে রয়েছে দু’ধরনের র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশন। আর রিয়েলমি ৮- এ আছে তিনটি কনফিগারেশন। প্রো ভ্যারিয়েন্ট পাওয়া যাবে তিনটি রঙে। আর ভ্যানিলা রিয়েলমি ৮ পাওয়া যাবে দুটো কালার অপশনে।

ভারতে রিয়েলমি ৮ এবং রিয়েলমি ৮ প্রো- এর দাম

রিয়েলমি ৮ প্রো- এর ৬জিবি র‍্যাম এবং ১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। আর ৮জিবি র‍্যাম এবং ১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। ইনফাইনাইট ব্ল্যাক এবং ইনফাইনাইট ব্লু রঙে পাওয়া যাবে এই ফোন। এছাড়া ইলিউমিনেটিং ইয়েলো ভ্যারিয়েন্ট কালার অপশনেও এই মডেল আসতে চলেছে খুব তাড়াতাড়ি।

রিয়েলমি ৮ মডেলে রয়েছে ৪জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। এছাড়া ৬জিবি র‍্যাম এবং ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। আর ৮জিবি র‍্যাম এবং ১২৮জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। সাইবার ব্ল্যাক এবং সাইবার সিলভার, এই দু’টি কালার অপশনে পাওয়া যাবে এই মডেল।

রিয়েলমি ৮ সিরিজের উপর সেল শুরু হবে ২৫ মার্চ দুপুর ১২টা থেকে। ফ্লিপকার্ট, রিয়েলমি ইন্ডিয়া ওয়েবসাইট এবং মেনলাইন স্টোরে এই সেল চলবে। আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ইএমআই ট্র্যানজাকশনের ক্ষেত্রে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাবেন ক্রেতারা।

রিয়েলমি ৮ প্রো- এর ফিচার

১। ডুয়াল সিম (ন্যানো) রিয়েলমি ৮ প্রো- তে রয়েছে অ্যানড্রয়েড ১১ বেসড Realme UI 2.0। এই ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে। রিফ্রেশ রেট 180Hz। এছাড়াও এই ফোনে রয়েছে Qualcomm Snapdragon 720G SoC।

২। রিয়েলমি ৮ প্রো- তে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেনসরের সঙ্গে থাকছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল, ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার, ২ মেগাপিক্সেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেনসর। সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

৩। কানেকটিভিটির ক্ষেত্রে থাকছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, Bluetooth v5.0, জিপিএস, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ সি পোর্ট। এই ফোনে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই ফোনের ব্যাটারি 4,500mAh। সেই সঙ্গে থাকছে 50W SuperDart Charge ফাস্ট চার্জিং টেকনোলজি। ফোনের জন্য ১৭৬ গ্রাম।

রিয়েলমি ৮ ফিচার

১। এই ফোনে রয়েছে octa-core G95 SoC। সেই সঙ্গে থাকছে 5,000mAh ব্যাটারি। এর সঙ্গে রয়েছে 30W Dart Charge ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের ওজন ১৭৭ গ্রাম।

২। রিয়েলমি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেনসর। বাকি সব ক্যামেরা ফিচার রিয়েলমি ৮ প্রো মডেলেরই মতো।