‘ডিসঅ্যাপিয়ারিং ফিচার’ আনতে চলেছে হোয়াটসঅ্যাপ, চলবে না এই দেশে
আইওএস এবং অ্যানড্রয়েড, দুই ভার্সানের ক্ষেত্রেই এই পরিষেবা চালু করা হবে বলে জানা গিয়েছে।
কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে ‘ডিসঅ্যাপিয়ারিং ফিচার’ আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। ফেসবুক অধিকৃত এই মেসেজিং অ্যাপের সাহায্যে চ্যাটবক্স থেকে আপনাআপনি মুছে যাবে ছবি, ভিডিয়ো। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে এধরনের একটি ফিচার রয়েছে। কিন্তু ইউরোপের জন্য এই ফিচার রেস্ট্রিক্ট করা হয়েছে। অর্থাৎ ইউরোপের কোনও ইউজার ইনস্টাগ্রামে ডিসঅ্যাপিয়ারিং ছবি বা ভিডিয়ো পাঠাতে পারবেন না। জানা গিয়েছে, ইউরোপের আইন অনুসারে, হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং ফিচারও হয়তো কাজ করবে না ইউরোপে।
হোয়াটসঅ্যাপের ট্র্যাকার Wabetainfo জানিয়েছে, ইউরোপে ইনস্টাগ্রাম ইউজাররা আর ডিসঅ্যাপিয়ারিং ফটো বা ভিডিয়ো পাঠাতে পারেন না। আর সেই জন্যই অনুমান করা হচ্ছে, হয়তো হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও হয়তো ইউরোপের সরকারের এই নিয়মই প্রযোজ্য থাকবে।
হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজ আসলে কী?
এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি কিংবা ভিডিয়ো মুছে যাবে বা ডিলিট হয়ে যাবে। কখন ডিলিট হবে? যে ইউজারকে ফটো বা ভিডিয়ো পাঠানো হবে, তিনি যদি সেটা খুলে দেখে নেন, তারপর সেই ভিডিয়ো বা ছবি চ্যাটবক্সে আর থাকবে না। এই ফিচার ২০২০ সালে রোল আউট করে হোয়াটসঅ্যাপ। এখনও চালু রয়েছে কাজ।
আইওএস এবং অ্যানড্রয়েড, দুই ভার্সানের ক্ষেত্রেই এই পরিষেবা চালু করা হবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি এটাও জানা গিয়েছে যে, ফোনের গ্যালারিতে ডিসঅ্যাপিয়ারিং ছবি সেভ করে রাখার কোনও সুবিধা থাকবে না। এই ধরণের ছবি ফরোয়ার্ড করাও যাবে না।
তবে এইসমস্ত পরিষেবা পেতে হলে, ইউজারদের ‘ডিসঅ্যাপিয়ারিং ফটো বা ভিডিয়ো’ অপশন বেছে নিতে হবে।