Viral Video: সদ্যোজাতের উপর টাকার বৃষ্টি, দেখুন ভাইরাল হতে গিয়ে কী কাণ্ড করলেন ইনি…
Latest Viral Video: সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি চমকে যাবেন। তাতে সদ্যজাত একটি শিশুর উপর এক ব্যক্তি খুশিতে টাকা ছড়িয়ে দিচ্ছেন।
Viral Video Today: বাড়িতে নতুন কোনও শিশুর জন্ম হলে মানুষ খুশিতে লাফায়। আর এই সুখ ভাগাভাগি করে নেওয়ার জন্য মানুষ কি-ই না করে। কেউ কেউ নবজাতককে স্বাগত জানান খুব অনন্য উপায়ে। আবার কেউ হাসপাতালেই অভিনব কিছু করেন। কিন্তু এই সব কিছুর মধ্য়েই সাবধানতা বজায় রাখার চেষ্টা করেন। সদ্যজাত শিশুর কাছে যাওয়ার আগে ভাল করে হাত ধোয়া। বাইরে থেকে এসে জামা কাপড় ছেড়ে কোলে নেওয়া, আরও কত কী। কিন্তু সোশ্য়াল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি চমকে যাবেন। একদম সদ্যজাত একটি শিশুর উপর এক ব্যক্তি খুশিতে টাকা ছড়িয়ে দিচ্ছেন। আর টাকাতে যে প্রচুর পরিমাণে জীবাণু থাকে, তা আর বলার অপেক্ষা থাকে না। এই কাণ্ড দেখে ক্ষোভে ফেটে পড়েছেন অধিকাংশ নেটিজ়েন।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, হাসপাতালে একটি শিশু শুয়ে আছে। আর তার উপর এক ব্যক্তি টাকা ছড়িয়ে দিচ্ছেন। একে একে টাকা সাজিয়েও দিচ্ছেন। কিছুক্ষণ পর আপনি দেখতে পাবেন, শিশুটি টাকায় ঢেকে গিয়েছে। সেখানে উপস্থিত অন্য এক ব্যক্তি পুরোটা ভিডিয়ো করেছেন। ভিডিয়োটি শেয়ার করতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। আপনি আগে কখনও এমন ঘটনা দেখেছেন?
He just put every germ known to man on is new born ? pic.twitter.com/8ESz6s6TE7
— Viral Uncensored Tv (@uncensoredpromo) April 24, 2023
ভাইরাল হওয়া এই ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়েছে ‘@uncensoredpromo’ নামে একটি অ্যাকাউন্ট থেকে। এটি এখনও পর্যন্ত 9 লক্ষেরও বেশি মানুষ দেখেছেন। আর লাইক করেছেন 26 হাজারেরও বেশি মানুষ। এই ভিডিয়ো দেখে অবাক হয়ে কমেন্টও করেছেন অনেকে। কেউ বলেছেন, “শিশুটির বাবাকে খুব উৎসাহী মনে হচ্ছে। কিন্তু এটি করা একেবারেই ঠিক হয়নি।” আরও এক ব্যক্তি বলেছেন, “ধনী পরিবারে জন্মেছে বলে মনে হচ্ছে।”