Viral Video: সূর্যাস্তে আলতো চুম্বন! প্রেমে মশগুল বয়স্ক দম্পতির আদরমাখা ভিডিয়ো দেখে নেটিজ়েনরা অবাক

Viral Video Today: ভিডিয়োতে দেখা গেলে, অস্তমিত সূর্যের দিকে চেয়ে রয়েছেন বয়স্ক দম্পতি। একে অপরকে আগলে রয়েছেন। সূর্যের দিকে হাপিত্যেশ নয়নে চেয়ে থাকতে থাকতে বৃদ্ধা তাঁর ঠোঁটটা বাড়ালেন বৃদ্ধের গালের দিকে।

Viral Video: সূর্যাস্তে আলতো চুম্বন! প্রেমে মশগুল বয়স্ক দম্পতির আদরমাখা ভিডিয়ো দেখে নেটিজ়েনরা অবাক
ভালবাসার যে কোনও বয়স হয় না, চোখে আঙুল দিয়ে দেখালেন ওঁরা।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 06, 2023 | 10:02 PM

Latest Viral Video: চিকচিক করছে উষ্ণ বালি। মৃদু ঢেউ এসে আঁকিবুকি খেলছে তার গায়ে। সমুদ্রের ধারের এমন নির্মল সৌন্দর্য যে কাউকে নিমজ্জিত করে রাখতে পারে ঘণ্টার পর ঘণ্টা। আর এই দৃশ্য যদি প্রেমিক-প্রেমিকাদের সামনে ধরা দেয়, একে অপরের হাতই ছাড়তে চাইবেন না, সমুদ্র সৈকত হল এমনই এক জায়গা। সে এক এমনই জায়গা যেখানে সূর্যোদয়-সূর্যাস্ত দুইয়েরই দৃশ্য চরমভাবে উপভোগ্য। যে কোনও বয়সের মানুষ সেখানে নাটোরের বনলতা সেনের মতোই দু’দণ্ড শান্তি খুঁজতে পারেন! আপনিও নিশ্চয় কোনও এক সমুদ্রে বেড়াতে গিয়ে দম্পতিদের খেয়াল করেছেন, কীরকম প্রেমে মশগুল থাকেন তাঁরা। সেই প্রেমের কী কোনও বয়স হয়? এমন একটা প্রশান্তিময় পরিবেশে পুরনো প্রেমও যেন নতুন হয়ে উঠতে পারে যে কারও জীবনে। তেমনই এক বয়স্ক দম্পতির সন্ধান পেল এই নেটপাড়া। সমুদ্রের এই অতিন্দ্রিয় সুখ কীভাবে যে তাঁরা গায়ে মাখছেন, তা নজর কেড়েছে নেটিজ়েনদের।

ভিডিয়োতে দেখা গেলে, অস্তমিত সূর্যের দিকে চেয়ে রয়েছেন বয়স্ক দম্পতি। একে অপরকে আগলে রয়েছেন। সূর্যের দিকে হাপিত্যেশ নয়নে চেয়ে থাকতে থাকতে বৃদ্ধা তাঁর ঠোঁটটা বাড়ালেন বৃদ্ধের গালের দিকে। এদিকে বয়স্ক মানুষটাও তখন তার গাল এগিয়ে দেন। দুজনে এমনই আদরে একে অপরকে আগলে রাখেন, যা সত্যিই অবাক করেছে কচিকাচাদেরও।

ইনস্টাগ্রামে modern.balak নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে, বৃদ্ধ দম্পতি সমুদ্র সৈকতে দাঁড়িয়ে দিগন্তে সূর্যের দিকে চেয়ে আছেন। যখন বৃদ্ধ লোকটি তাঁর পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, বৃদ্ধা তখন তাঁর মনের মানুষের হাত ধরে আছেন। কয়েক মুহূর্ত পরে লোকটি হঠাৎ তাঁর সঙ্গীর পিছন থেকে হাত সরিয়ে তাঁকে আগলে ধরেন। স্পষ্ট না হলেও বোঝা যায়, মহিলা তাঁর স্বামীর গালে একটা চুমু দিয়ে দেন।

খুব অল্প সময়ের মধ্যেই ভিডিয়োটি ভয়ঙ্কর ভাবে ভাইরাল হয়েছে। প্রায় 6 লাখেরও বেশি লাইক পড়েছে ভিডিয়োটিতে। কেউ টাইমমেশিনের ভবিষ্যতে তাঁর বয়স্ক জীবনে পৌঁছে যেতে চেয়েছেন। বলেছেন, “আমার জীবনে আমি শুধু এই একটাই জিনিস চাই।” কেউ আবার যোগ করেছেন, “এ যেন নাটকীয়ভাবে স্বপ্নময় একটা দৃশ্য।”