Viral Video: ভিড় বাসে সিট নিয়ে চুলোচুলি দুই মহিলার, তারপর সে যে কী মারপিট! ভাইরাল হল দৃশ্য

Latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োটি কর্ণাটকের তুমকুরের। এই ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, "এভাবে মারামারি করা একেবারেই উটিত কাজ নয়।"

Viral Video: ভিড় বাসে সিট নিয়ে চুলোচুলি দুই মহিলার, তারপর সে যে কী মারপিট! ভাইরাল হল দৃশ্য
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2023 | 7:10 PM

Viral Video Today: বাস ও ট্রেনে সিটে বসা নিয়ে প্রায়ই ঝগড়া-মারামারি হয়। আর সেই ধরনের অনেক ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেক সময় যাত্রীদের মধ্যে কে আগে সিটে বসবে সেই নিয়ে প্রতিযোগিতাও দেখা যায়। অনেক সময় আবার যাত্রীরা সিটে বসার জন্য বাসের জানালা থেকে সিটের উপর রুমাল ফেলে দেন। এমনকী তা নিয়েও পরে মারামারি হয়। এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে বাসের সিটে বসার জন্য দুই মহিলার মধ্যে তুমুল মারামারি হচ্ছে। মারামারি এক মহিলা অন্য মহিলার চুল ধরে টানতে থাকে। এর আগেও বহুবার বাসে মহিলাদের সিটে বসার জন্য মহিলাদের মধ্যে মারামারি হওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োটি কর্ণাটকের তুমকুরের। ভিডিয়োয় দেখা যাচ্ছে, দুই মহিলা একটি কেএসআরটিসি বাসের ভিতরে একটি সিট নিয়ে মারামারি করেছেন। মারামারি এতটাই বেড়ে যায় যে দু’জনের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়। ভিডিয়োয় দুই মহিলাকে একে অপরের চুল ধরে থাকতে দেখা যাচ্ছে। যেখানে একজন মহিলা সিটে বসে আছেন এবং অন্য মহিলা দাঁড়িয়ে আছেন। যে মহিলা উঠে দাঁড়ায় সে রেগে যায় এবং অন্য মহিলার চুল ধরে জোরে টানতে থাকে। এর পর এক ব্যক্তি এসে দু’জনকে আলাদা করে দেয়।

এই ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “এভাবে মারামারি করা একেবারেই উটিত কাজ নয়।” আরও এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে কমেন্টে লিখেছেন, “সবাই টিকিট কেটেই বাসে উঠেছে। তাই এমন অভব্য কাজ করা কখনই উচিত না।”