Viral Video: ঠিক মালাবদলের মুহূর্তে ফাটল বাজি, সাহসী কনের সামনে ভয়ে ‘জুজু’ বর!

Marriage Viral Video: একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে বর-কনের মালাবদল হচ্ছে, আর সেই মুহূর্তে বাজি ফাটতেই বর রেগে লাল! তক্ষুনি থামিয়ে দিল মালাবদল।

Viral Video: ঠিক মালাবদলের মুহূর্তে ফাটল বাজি, সাহসী কনের সামনে ভয়ে 'জুজু' বর!
Follow Us:
| Edited By: | Updated on: Feb 18, 2023 | 1:01 PM

Latest Viral Video: সোশ্যাল মিডিয়ার (Social Media) জগতে, বর-কনের বিয়ের অনেক ভিডিয়োই ভাইরীল হয়। তার মধ্য়ে এমন অনেক ভিডিয়ো থাকে যা দেখে হাসি চেপে রাখা মুশকিল। কখনও বর বিয়ে করতে গিয়ে এমন কিছু করেন যে সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। আবার কখনও নতুন কনে বিয়েতে নেচে ওঠেন। কিন্তু এসবের মাঝে অন্য়রকম একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয়েছে, যা দেখলে আপনি হাসি চেপে রাখতে পারবেন না। অনেক মানুষই আছেন যারা শব্দবাজিতে বাজিতে ভয় পান। বর্তমানে শব্দবাজি নিষিদ্ধ তাও অনেক জায়গাতেই পোড়াতে দেখা যায়। বিশেষ কোনও অনুষ্ঠানেও চোখে পড়ে। কিন্তু তাই বলে বর বাজির ভয়ে বিয়ে থামিয়ে দেবে? চমকে উঠলেন তো? এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে বর-কনের মালাবদল হচ্ছে, আর সেই মুহূর্তে বাজি ফাটতেই বর রেগে লাল! তক্ষুনি থামিয়ে দিল মালাবদল। ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ নেটিজ়েনের নজর কেড়েছে।

View this post on Instagram

A post shared by JIYA MEENA (@jiya_9017)

ভিডিয়োয় দেখা যাচ্ছে, বর ও কনের মালাবদল হচ্ছে। আশে পাশে অনেক মানুষ রয়েছেন। সবাই ভিডিয়ো করছেন ফটো তুলছেন। চারিদিক থেকে ফুল ছড়াচ্ছেন অনেকে। আর এসবের মধ্য়েই হঠাৎ করে কেউ একজন একটি বাজি ফাটায়। তাও আবার বরের একদম কাছে। আর তাতেই রেগে যায় বর বাবাজি। সঙ্গে সঙ্গে মালাবদল থামিয়ে দেয়। দেখেই বোঝা যায় বাজির শব্দে বেশ ভয় পেয়েছে নতুন বর। বরের এই অবস্থা দেখে সেখানে উপস্থিত লোকজন হাসতে থাকে।

এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে jiya_9017 নামের একটি অ্যাকাউন্ট থেকে। এখনও পর্যন্ত তিন লাখেরও বেশি মানুষ এই ক্লিপটি লাইক করেছেন। অনেকে কমেন্ট করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ব্যবহারকারী ভিডিয়োটিতে কমেন্ট করেছেন, “উনি কিন্তু সত্য়িই খুব রেগে গিয়েছেন।” অপর একজন ব্যবহারকারী লিখেছেন, “শুধু বাজির শব্দে বরের অবস্থা এমন খারাপ হয়ে গেল।”