Viral Video: টমেটোর পাহারায় এবার বিশাল কিং কোবরা! দোকানদারের কাণ্ড দেখে সকলের আত্মারাম খাঁচাছাড়া
Viral Video Today: টমেটোর দেখভাল করতে মানুষ যে শেষপর্যন্ত এমন কাণ্ড ঘটাতে পারেন, তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন! টমেটোর পাহারায় এবার বিশালাকার একটি কিং কোবরাকেই নামিয়ে দিয়েছেন এক ব্যক্তি। ভয়ঙ্কর ঘটনা, ভিডিয়োটা না দেখলে বিশ্বাস করবেন না।
Latest Viral Video: টমেটোর দাম আকাশ ছুঁয়েছে। শহর কলকাতায় 140 টাকা থেকে 150 টাকার কমে আপনি টমেটো পাবেন না। এমন পরিস্থিতিতে টমেটোর দাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন রীতিমতো মিমযুদ্ধ চলছে। দোকানে 500 গ্রাম টমেটো বিক্রয় করতে বিক্রেতারা আশ্চর্যজনক সব স্কিমও নিয়ে হাজির হচ্ছেন। কেউ টমেটোর সঙ্গে কিছু ফ্রি অফার দিচ্ছেন, কেউ আবার টমেটোর পাহারায় বাউন্সার পর্যন্ত নামিয়েছেন। এবার আর কাণ্ড দেখা গেল। টমেটোর দেখভাল করতে মানুষ যে শেষপর্যন্ত এমন কাণ্ড ঘটাতে পারেন, তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন! টমেটোর পাহারায় এবার বিশালাকার একটি কিং কোবরাকেই নামিয়ে দিয়েছেন এক ব্যক্তি। ভয়ঙ্কর ঘটনা, ভিডিয়োটা না দেখলে বিশ্বাস করবেন না।
দিল্লির এক দোকানদার সম্প্রতি মোবাইলের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে টমেটো অফার করছিলেন। বারাণসীর এক সবজি বিক্রেতা টমেটো পাহারায় বাউন্সার নামিয়ে দিয়েছিলেন। এবার এক সবজি বিক্রেতাকে দেখা গেল, টমেটোর পাহারায় তিনি একটা কিং কোবরাকেই বসিয়ে দিয়েছেন। আর তা দেখে নেটপাড়ার লোকজনের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার অবস্থা।
View this post on Instagram
সদ্য ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা গিয়েছে, টমেটোর মাঝখানে বসে রয়েছে একটি কিং কোবরা। সেখান থেকে সে তার রক্তচক্ষু দেখিয়ে চলেছে। তাকে ধরতে গেলেই হিস হিস শব্দ করছে এবং ফণাও তুলে এগিয়ে আসছে। যদিও এই ভিডিয়ো দেখার পরে অনেকেই প্রশ্ন করেছেন, সত্যি কি টমেটোর পাহারায় সাপ নামানো হয়েছিল?
গত 11 জুলাই ভিডিয়োটি শেয়ার করা হয়েছিল ইনস্টাগ্রামে @mirzamdarif1 নামক একটি হ্যান্ডেল থেকে। যাঁর প্রোফাইল তিনি প্রফেশনে একজন স্নেক ক্যাচার, সাপ ধরেন এবং সাপের উদ্ধারকাজও করেন। ইউটিউবে এই রিলের আসল অংশটি তিনি শেয়ার করেছেন। সেখান থেকে বোঝা গিয়েছে, ওই উদ্ধারকারী আসলে একটি গৃহস্থ বাড়িতে গিয়েছিলেন এই কিং কোবরাটিকে উদ্ধার করতে। আর সেই বাড়িতেই সাপটি এমন জায়গায় আসন গেড়ে বসেছিল, সেখানে অনেকটা টমেটো মজুত করে রাখা ছিল।