Viral Video: মোমোর ভিতর কৃমির স্টাফিং! চিনা স্ট্রিট ফুডের ভিডিয়ো ভাইরাল
China Street Food Video: ইনস্টাগ্রামে 'চাইনিজ স্ট্রিট ফুড 2023' নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গেল, এক ব্যক্তি মোমো তৈরি করছেন তার ভিতরে পুর হিসেবে কিছু কৃমির মতো কিট যোগ করে। মোমো তৈরির এই অস্থির প্রক্রিয়ায় ধরা পড়েছে ভিডিয়োতে। জীবন্ত ছোট্ট প্রাণীগুলিকেই মোমোর ভিতরে ভরে ডাম্পলিংগুলিকে স্টিম করা হচ্ছে।
Worms Stuffing In Momo: আজকের দুনিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগে না। প্রায়শই আমাদের নজরে এমন কিছু ভিডিয়ো আসে, যা আমাদের চোখ কপালে তুলে দেয়। সে হতে পারে নাচ, বা গান, অথবা খাবার পর্যন্ত অবিশ্বাস্যকর কিছু ভিডিয়ো আমাদের নজর ঘুরিয়ে দেয়। আর নজর ঘুরিয়ে দেয় বলেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সেই সব ভিডিয়ো। সেরকমই এক চমকপ্রদ ঘটনা ফের ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়।
ফুড ফিউসন এখন গোটা বিশ্বেই চর্চার বিষয়। আর সেই ফিউসনের নামেই এমন কিছু খাবার তৈরি হচ্ছে, যা দেখে মানুষজন খেতেই ভুলে যাচ্ছেন। মোমোয় তো অনেক রকমের স্টাফিং আপনি দেখেছেন। কিন্তু মোমোর ভিতরে কখন জ্যান্ত পোকামাকড়ের স্টাফিং দেখেছেন, চেখে দেখেছেন?
ইনস্টাগ্রামে ‘চাইনিজ স্ট্রিট ফুড 2023’ নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গেল, এক ব্যক্তি মোমো তৈরি করছেন তার ভিতরে পুর হিসেবে কিছু কৃমির মতো কিট যোগ করে। মোমো তৈরির এই অস্থির প্রক্রিয়ায় ধরা পড়েছে ভিডিয়োতে। জীবন্ত ছোট্ট প্রাণীগুলিকেই মোমোর ভিতরে ভরে ডাম্পলিংগুলিকে স্টিম করা হচ্ছে।
View this post on Instagram
অবাক কাণ্ড! ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর থেকে ভিডিয়োর ভিউ 1.5 মিলিয়ন ছাপিয়ে গিয়েছে। অসংখ্য মানুষ নিজেদের প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘কেউ এই মোমো খেলে মানব অ্যাকোয়ারিয়ামে পরিণত হবে।’ এই ভিডিয়ো দেখার পরে একজন কমেন্ট করছেন, ‘চিনারা কিছুই খেতে বাকি রাখল না! একদিন দেখা যাবে ওরা মানুষকেও এভাবে মোমোর ভিতর ভরে খেতে শুরু করে দিয়েছে।’