Viral Video: কোমোডো ড্রাগনের বমিতে বেরোল বিশালাকার একটি সাপ, ভয়ঙ্কর ঘটনা
Komodo Dragon Vomiting Snake Video: এখানে যা ঘটেছে, তা সত্যিই অবাক করার মতো। কোমোডো ড্রাগন এমনিতেই এক শক্তিশালী প্রাণী। সেরকম একটা শক্তিশালী প্রাণী জ্যন্ত গিলে ফেলেছিল একটি ভয়ঙ্কর বিরাট সাপকে। যে সাপকে দেখলে লোকজন ভয়ে গুটিয়ে যান। সেই কোমোডো ড্রাগন যখন একটা সাপ গিলে খেলে নেয়, তখন কী কাণ্ড ঘটতে পারে বুঝতেই পারছেন!
সম্প্রতি একটি ভিডিয়োতে কোমোডো ড্রাগনকে দেখা গিয়েছে বমি করতে। বমিতে বেরিয়ে এসেছে একটি বিশালাকার সাপ। অতিরিক্ত খাবার খেয়ে ফেললে মানুষের মতোই জঙ্গলের পশুরাও বমি করে দেয়। কিন্তু এখানে যা ঘটেছে, তা সত্যিই অবাক করার মতো। কোমোডো ড্রাগন এমনিতেই এক শক্তিশালী প্রাণী। সেরকম একটা শক্তিশালী প্রাণী জ্যন্ত গিলে ফেলেছিল একটি ভয়ঙ্কর বিরাট সাপকে। যে সাপকে দেখলে লোকজন ভয়ে গুটিয়ে যান। সেই কোমোডো ড্রাগন যখন একটা সাপ গিলে খেলে নেয়, তখন কী কাণ্ড ঘটতে পারে বুঝতেই পারছেন!
Nature Is Metal নামক ইনস্টাগ্রাম পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়। অল্প সময়ের মধ্যেই ভিডিয়োটি ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিয়ো শেয়ার হওয়ার মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই তার লাইক 42,000 ছাপিয়ে গিয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘খাবারের পুনর্গঠন হল একটি প্রক্রিয়া যা কিছু প্রাণী তাদের শরীরের ওজন হালকা করার জন্য করে থাকে। অনেক সময় এর দ্বারা শিকারীদের আক্রমণ থেকে পালানো সহজ হয়ে যায়। কোমোডো ড্রাগন এবং বেশির ভাগ সাপ এই আচরণ করে, যাতে হুমকির মুখে শিকারীকে পালানোর জন্য আরও শক্তি বরাদ্দ করা যায়।’
View this post on Instagram
কোমোডো ড্রাগনটি যে সাপটিকে গিলেছিল, বমি করার সময় সেই সাপের পুরো অংশটা দেখা যায়নি। তাক যা বের করতে দেখা গিয়েছে, তা হল ডাইনোসরের লেজের মতো কিছু একটা। অনেক সময় শিকার যদি খুব বড় হয়, তাহলে তা হজম করা অনেক প্রাণীর পক্ষেই কষ্টকর হয়ে ওঠে। একমাত্র বমি করেই তারা তাৎক্ষণিক স্বস্তি পেতে পারে।
এই ভিডিয়ো দেখার পরে অনেকেই জানতে চেয়েছেন, ‘কোমোডো ড্রাগন কোন প্রাণী শিকার করে? আর কোমোডো ড্রাগনদেরই বা কোন প্রাণী শিকার করে?’