Viral Video: গগনচুম্বী বালির প্রাচীর! রাজস্থানে ঘণ্টাখানেকের মরুঝড় যেন গিলে ফেলল ছোট্ট একটা শহর, দেখুন
Viral Video Today: বারমেরের (Barmer) মানুষজন এমনই বালি ও ধুলোঝড়ের সম্মুখীন হয়েছেন, যা তাঁরা আগে কখনও দেখেননি। মঙ্গলবার সন্ধায় বেশ কিছুক্ষণ ধরে রীতিমতো তাণ্ডব চালিয়েছে বালিঝড়। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়ি পড়েছে। সেই ভিডিয়ো দেখলে ভয়ে তটস্থ হয়ে যেতে পারেন আপনি!
Latest Viral Video: এই গরমে কলকাতায় আমরা টিকতে পারছি না। এমন সময় রাজস্থানের (Rajasthan) অবস্থাটা কীরকম হয় ভাবুন তো একবার? দিনের বেলা সেখানে এমনই তাপপ্রবাহ চলতে থাকে যে, মানুষজন বাড়ির বাইরে পা রাখতে পারেন না। তবে সম্প্রতি সে রাজ্যের বারমেরের (Barmer) মানুষজন এমনই বালি ও ধুলোঝড়ের সম্মুখীন হয়েছেন, যা তাঁরা আগে কখনও দেখেননি। মঙ্গলবার সন্ধায় বেশ কিছুক্ষণ ধরে রীতিমতো তাণ্ডব চালিয়েছে বালিঝড়। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়ি পড়েছে। সেই ভিডিয়ো দেখলে ভয়ে তটস্থ হয়ে যেতে পারেন আপনি! ধুলোর ঝড় (Dust Storm) সেখানে এমনই ভাবে আছড়ে পড়তে দেখা গিয়েছে, যা দেখে আপনার মনে হতে পারে যেন গগনচুম্বী একটা বালির দেওয়াল।
মঙ্গলবার সন্ধেবেলার সেই বালিঝড় দীর্ঘসময় ধরে জনজীবনকে ব্যাহত করেছিল। প্রায় 70 থেকে 80 ফুট উঁচু বালুকাময় টর্নেডো বড় বিপর্যয়ের সৃষ্টি করেছিল রাজস্থানের শহরটিতে। সামান্য অংশে শুরু হয়ে বালির সেই ঘূর্ণিঝড় ক্রমশ বড় আকার ধারণ করতে থাকে এবং গোটা শহরে ছড়িয়ে পড়ে। বাতাসের তীব্র বেগ ও খতরনাক ভাবে ধুলোর আছড়ে পড়া বেশ কয়েক ঘণ্টা বারমের শহরটিকে স্তব্ধ করে রেখেছিল। এর প্রভাব এতটাই ভয়ঙ্কর ছিল যে, ঝড় থেমে যাওয়ার কিছক্ষণ পর পর্যন্তও তার রেশ চলতে থাকে। মানুষজন বাড়ির বাইরে বেরোতে পারছিলেন না, পাশে যে মানুষটা দাঁড়িয়েছিলেন, তাঁকেই দেখতে পাচ্ছিলেন না।
ধুলোঝড়ের দাপট এমনই ছিল, তা যেন বারমেরের আকাশটাকেই তার মুঠোয় বন্দি করে ফেলেছিল। ঝড়ের কারণে আকাশ ধূসর হয়ে যায়, সূর্যের আলো ম্লান হয়ে যায় এবং ঝড় ক্রমশই তার ভয়াবহ আকার ধারণ করে এগিয়ে যেতে থাকে। পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল থেকে আসা এই বালির ঝড়কে অনেকেই ক্যামেরাবন্দি করেছিলেন।
A Typical “Kaali Peeli” Aandhi (Duststorm) in various parts of W-NW Rajasthan , will cover more parts of the state in coming hours
Well shaped duststorm front visible pic.twitter.com/5pdYm8EEYx
— Weatherman Shubham (@shubhamtorres09) June 6, 2023
তবে 80 ফুটেরও বেশি উঁচু এই ঝড়ের কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বারমেরের আশপাশের গ্রামাঞ্চলগুলি। সেই সব গ্রামগুলিতে মানুষের কাঁচা ঘরবাড়ি থেকে শুরু করে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি ইত্যাদির সবকিছুই ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বালিঝড়ে কোনও হতাহতের খবর পাওয়া যানি।
গত এক মাসে রাজস্থানে অমরসুমি ঝড়-বৃষ্টির কারণে কোটি-কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়বৃষ্টির কবলে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, বিদ্যুৎ সংযোগও প্রভাবিত হয়েছে ব্যাপক ভাবে। তবে এবারের এই ধুলোঝড় কয়েক ঘণ্টার জন্য রীতিমতো তাণ্ডব চালিয়েছে।