Viral Video: মেট্রো নাকি নাইট ক্লাব? মারপিট ও চুম্বনের পর এবার দিল্লি মেট্রোয় পোল ডান্সের ভিডিয়ো ভাইরাল

মেট্রো নাকি নাইট ক্লাব বোঝা দায়! সত্যিই মেট্রোয় যেন এবার পোল ডান্সটাই বাকি ছিল, আর সবই হয়ে গিয়েছে। এই ভিডিয়ো দেখার পরে অনেকেই বলেছেন যে, দিল্লি মেট্রো এখন বিনামূল্যে বিনোদনের জায়গা হয়ে উঠেছে। যদিও দেশের অন্যান্য প্রান্তের মেট্রোর যাত্রীরা এই ভিডিয়ো দেখে ঈর্ষান্বিত হয়েছেন কিছুটা।

Viral Video: মেট্রো নাকি নাইট ক্লাব? মারপিট ও চুম্বনের পর এবার দিল্লি মেট্রোয় পোল ডান্সের ভিডিয়ো ভাইরাল
আর কী বাকি রইল দিল্লি মেট্রোতে?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 07, 2023 | 1:07 PM

Latest Viral Video: দিল্লি মেট্রোয় প্রতিদিন কিছু না কিছু ঘটেই চলেছে। কখনও যুগলের চুম্বন, কখনও আবার বসার আসন নিয়ে রীতিমতো মারপিট, গিটার বাজিয়ে গানও শোনাতে গিয়েছে এক তরুণ প্রতিভাকে আবার স্বল্প পোশাকে উরফি জাভেদের বোনের সন্ধানও দিয়েছে দিল্লি মেট্রো। এবার দিল্লি মেট্রোর একটি নতুন ভিডিয়ো সামনে এসেছে, যা দেখে লোকজন বলছেন, ‘এখানে আর কী বাকি থাকল!’ মেট্রোর একটি কোচে খুঁটির ধরে নাচতে দেখা যাচ্ছে দুই মহিলাকে। আর যাত্রীরা অবাক চিত্তে ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছেন তা।

মেট্রো নাকি নাইট ক্লাব বোঝা দায়! সত্যিই মেট্রোয় যেন এবার পোল ডান্সটাই বাকি ছিল, আর সবই হয়ে গিয়েছে। এই ভিডিয়ো দেখার পরে অনেকেই বলেছেন যে, দিল্লি মেট্রো এখন বিনামূল্যে বিনোদনের জায়গা হয়ে উঠেছে। যদিও দেশের অন্যান্য প্রান্তের মেট্রোর যাত্রীরা এই ভিডিয়ো দেখে ঈর্ষান্বিত হয়েছেন কিছুটা। বলছেন, তাঁদের শহরে মেট্রোতে এমন কাণ্ড ঘটে না কেন!

গত 6 জুলাই এই ভিডিয়োটি ‘হাসনা জারুরি হ্যায়’ নামক একটি পেজ থেকে শেয়ার করা হয়েছিল। ব্যাপক ভাইরাল হয়েছে তা। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে,  ‘দিল্লি মেট্রোতে চুম্বন, মারামারির পর এবার পোল ডান্স।’ একদিনের মধ্যেই ভিডিয়োর ভিউ 1 লাখ হতে চলেছে। কয়েক শো লাইক পড়েছে এই ভিডিয়োতে।

নেটিজ়েনরা নানাবিধ মন্তব্য করেছেন। কেউ বলছেন, ‘মানুষের জীবনে আজ সময় এতটাই কম যে, তাঁরা যেখানেই যাবে লাইভ বিনোদন চাক্ষুষ করতে পারবেন।’ আর একজন যোগ করলেন, ‘সত্যি দিল্লি মেট্রোতে আর কী কিছু বাকি থাকল?’