Optical Illusion: বাজপাখির মতো যদি দৃষ্টি হয় আপনার, তাহলেই ছবিতে কাক দেখতে পাবেন

Optical Illusion Spot A Crow: এই ছবিতে আপনি নিশ্চয়ই একটি জঙ্গল দেখতে পাচ্ছেন, যেখানে বেশ কিছু গাছপালা রয়েছে। আবার এখানে সমুদ্রও রয়েছে। কিন্তু এই ছবি থেকে আপনি কি কোথাও কোনও প্রাণী দেখতে পাচ্ছেন? একবার ভাল করে দেখুন তো! আসলে এখানে একটা কাকও রয়েছে। আপনার দৃষ্টিশক্তি যদি বাজপাখির মতো হয়, তাহলে ছবিটি থেকে অনায়াসে আপনি সেই কাকটিকে দেখতে পাবেন।

Optical Illusion: বাজপাখির মতো যদি দৃষ্টি হয় আপনার, তাহলেই ছবিতে কাক দেখতে পাবেন
কাকটাকে দেখতে পেলেন?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2023 | 11:35 PM

Spot A Crow: অপটিক্যাল ইলিউশন আজকের ইন্টারনেটের হট টপিক! এ এক এমন ছবি, যা আপনাকে দীর্ঘক্ষণ ভাবাতে পারে। একপ্রকার ধাঁধাও বলা যেতে পারে এই ছবিগুলিকে, যার সমাধান করা খুব একটা সহজ কাজ নয়। তবে মাথাটা খাটানোর জন্য এর থেকে ভাল খেলা আর কিছু হতে পারে না। তাই তো এই ছবিগুলি আজকাল আট থেকে আশি সকলেরই পছন্দের। তার থেকেও বড় কথা হল, এই ছবিগুলি আপনার দৃষ্টিশক্তির পরীক্ষা নিতে পারে, আবার আপনার IQ পরীক্ষাও করতে পারে।

আপনি যদি সেরকম মানুষজনের মধ্যে একজন হন যিনি ছবির ধাঁধাগুলির সমাধান করতে ভালবাসেন, তাহলে আপনার জন্য নতুন একটি চ্যালেঞ্জ নিয়ে এসেছি। অন্যান্য ছবির মতোই এখানে কিছু একটা লুকিয়ে রয়েছে। আপনার তীক্ষ্ণ দৃষ্টিশক্তি কাজে লাগিয়ে বলতে হবে, কোথায় সেই লুক্কায়িত জিনিসটা।

এই ছবিতে আপনি নিশ্চয়ই একটি জঙ্গল দেখতে পাচ্ছেন, যেখানে বেশ কিছু গাছপালা রয়েছে। আবার এখানে সমুদ্রও রয়েছে। কিন্তু এই ছবি থেকে আপনি কি কোথাও কোনও প্রাণী দেখতে পাচ্ছেন? একবার ভাল করে দেখুন তো! আসলে এখানে একটা কাকও রয়েছে। আপনার দৃষ্টিশক্তি যদি বাজপাখির মতো হয়, তাহলে ছবিটি থেকে অনায়াসে আপনি সেই কাকটিকে দেখতে পাবেন। আপনার সময় শুরু হল।

আশা করি, কাকটিকে দেখতে পেয়েছেন। এখনও যদি দেখতে না পান, তাহলে চিন্তার কোনও কারণ নেই। ছোট্ট একটি হিন্ট দিই আমরা। ছবিটার বাঁ-দিক ঘেঁষে নিচে তাকান। তা-ও যদি কাকটিকে খুঁজে না পান, তাহলে নিচের ছবিটিই দেখে নিন।

Crow Spotted Optical Illusion