Viral Video: বিয়ের রাতে নবদম্পতির প্রি-ওয়েডিং শুটের ভিডিয়ো চলল স্ক্রিনে, হেসে কুপোকাত নিমন্ত্রিতরা
Latest Viral Video: এই মজার ক্লিপটি X-এ @macchu_offcl নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। 1 মিনিট 30 সেকেন্ডের ভিডিয়োটিতে আপনি দেখতে পাচ্ছেন যে বর ও কনে মঞ্চে বসে শুটিং দেখে হাসছেন।
প্রি-ওয়েডিং ফটো শ্যুটের অনেক ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাছাড়া এতদিন শুধু ডেসটিনেশন ওয়েডিং শোনা যেত। এখন সেই তালিকায় যুক্ত হয়েছে ডেসটিনেশন প্রি-ওয়েডিং শ্যুট। সেই প্রি-ওয়েডিং শ্যুটের ভিডিয়ো চালানোও হয় বিয়ের দিন। কিন্তু এবার এমন একটি প্রি-ওয়েডিং শ্যুটের ভিডিয়ো সামনে এসেছে, যা দেখলে আপনার হাসি থামতেই চাইবে না। বিয়ের দিন রাতে, যখন অতিথি ভর্তি, ঠিক সেই সময় হঠাৎ প্রি-ওয়েডিং শ্যুটের ভিডিয়ো চলে উঠল সবার সামনে। তাতে আবার আলাদা করে কিছু সিনেমার সিন যোগ করে করে মিমের মতো করা হয়েছে। এমন ভিডিয়ো দেখে সেখানে হেসে লুটিয়ে পড়লেন বড়, কনে সহ অনেকেই।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ছবির একটি দৃশ্যে নায়ক-নায়িকা সমুদ্রতীরে দৌড়াচ্ছেন। রোমান্সে হারিয়ে গিয়েছেন দুজনে। তারপর বর ও কনেকে একই স্টাইলে দৌড়াতে দেখা যায়, যাতে মেয়েটি দৌড়াতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে এবং তারপর হোঁচট খেতে শুরু করে। তারপর বাহুবলী ছবির সেই দৃশ্য দেখানো হয়, যেখানে প্রভাস শিবলিঙ্গ তুলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তারই সঙ্গে আরেকদিকে বর কনেকে তুলে নিয়ে ঘুরতে দেখা যাচ্ছে।
Wedding shoot😆😆Sync pic.twitter.com/04FtkBLH4A
— Monkey Cinema (@monkey_cinema) November 1, 2023
এই মজার ক্লিপটি X-এ @macchu_offcl নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। 1 মিনিট 30 সেকেন্ডের ভিডিয়োটিতে আপনি দেখতে পাচ্ছেন যে বর ও কনে মঞ্চে বসে শুটিং দেখে হাসছেন। 1 নভেম্বর শেয়ার করা এই পোস্টটি ভাইরাল হচ্ছে। এখনও পর্যন্ত 1 লাখের বেশি ভিউ পেয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই মজার ভিডিয়ো দেখে।