Viral Video: নয়ডার একটি পার্কে অশ্লীল কাজকর্ম যুগলের, ভাইরাল ভিডিয়ো দেখে মাথায় হাত নেটিজ়েনদের
Latest Viral Video: 25 সেকেন্ডের ক্লিপটি 1 নভেম্বর শেয়ার করা হয়েছে। তারপর থেকেই ভিডিয়োটি আলোচনার বিষয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এখনও পর্যন্ত 52 হাজারেরও বেশি ভিউ পেয়েছে। আর প্রচুর মানুষ কমেন্টে তাদের বিরক্তি প্রকাশ করেছেন।
সোশ্যাল মিডিয়ায় রিল ও ভিডিয়োর জন্য, মানুষ এখন অনেক কিছুই করছে। ভাইরাল হওয়ার জন্য এমন কিছু কাণ্ড করতে দেখা যাচ্ছে, যা দেখে হতবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। দিল্লি মেট্রোর অনেক ভিডিয়োই প্রতিদিন ভাইরাল হয়। আর অদ্ভুত সব কাজ করতেও দেখা যায় যবুক যুবতীদের। তবে এবার নয়ডার একটি পার্কে এক যুগল এমন কিছু করল, যা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। কিন্তু ভাইরাল হওয়া এই ভিডিয়োয় কী দেখা যাচ্ছে?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটি, নয়ডার বেদাবন পার্কের। @GreaterNoidaWest নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা- “দিল্লি মেট্রোর পর এখন এই ধরনের অশ্লীল ভিডিয়ো মানুষ নোইডা সেক্টর-78-এর বেদাবন পার্কে করে শুরু করেছে। এধরনের রিল যাতে পাবলিক প্লেসে না করা যায়, তার জন্য সছিক ব্যবস্থা নেওয়া উচিত। ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক যুবতী বসে বসে জল খাচ্ছে। আর তারপরে সেখানে এক যুবক আছে। আর তাকে একটি আংটি পরানোর মতো করে পোজ দেয়। তারপরেই সেই যুবতী তার মুখের জল ছেলেটির মুখে ছুঁড়ে দেয়। সেই ছুঁড়ে দেওয়া জল ছেলেটি তার মুখে ভরে নেয়। সবচেয়ে অবাক ব্যাপার হল ছেলেটিও তার মুখ থেকে জল বের করে মেয়েটয়ির মুখে দিয়ে দেয়। আর এই ভিডিয়ো দেখা মাত্রই বিরক্তি প্রকাশ করেছেন অসংখ্য নেটিজেন।
दिल्ली मेट्रो के बाद अब नोएडा सेक्टर-78 के वेदवन पार्क में भी ऐसे अभद्र लोग पहुंचने लगे है जो लाइक कमेंट के लिए ऐसी बेहूदा रील बना रहे है। सार्वजनिक स्थलों पर इस तरह की रील बनाने पर रोक लगनी चाहिए। pic.twitter.com/jjOLnFwOKd
— Greater Noida West (@GreaterNoidaW) November 1, 2023
25 সেকেন্ডের ক্লিপটি 1 নভেম্বর শেয়ার করা হয়েছে। তারপর থেকেই ভিডিয়োটি আলোচনার বিষয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এখনও পর্যন্ত 52 হাজারেরও বেশি ভিউ পেয়েছে। আর প্রচুর মানুষ কমেন্টে তাদের বিরক্তি প্রকাশ করেছেন।